চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে ৫০ ওভারের কোনো ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের। সেন্টার উইকেটে কেবল ম্যাচ সিনারি ও প্র্যাকটিস হয়েছে দু’দিন। এই অল্প প্রস্তুতি পুঁজি করে দুবাই গেছে বাংলাদেশ। যেখানে ২০ ফেব্রুয়ারি ভারতের মতো ক্রিকেট পরাশক্তির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবেন নাজমুল হোসেন শান্তরা।
তারই মহড়া দিতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ পাকিস্তান শাহিনের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলবে ৫০ ওভারের একমাত্র গা-গরমের ম্যাচ। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম দুবাই থেকে গতকাল জানান, বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে।
মূলত ব্যাটারদের পরখ করে দেখবেন কোচ ফিল সিমন্স। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বেশির ভাগ ক্রিকেটারকে দেখে ফেলেছেন তিনি। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয় চোটের কারণে সিরিজটি মিস করায় শাহিনের বিপক্ষে দেখার সুযোগ পাবেন কোচ। মুশফিক ও শান্তর জায়গা ঠিক থাকলেও হৃদয়কে নিয়ে নতুন করে ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট। কারণ, মেহেদী হাসান মিরাজ চার নম্বরে খেলে নিজের সক্ষমতার ছাপ রেখেছেন।
সমকালকে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, চার নম্বর পজিশনেই ব্যাট করতে চান। সে ক্ষেত্রে প্রথম পাঁচ ব্যাটারের জায়গা মোটামুটি পাকা। ছয় বা সাত নম্বরেও হৃদয়কে পরখ করে দেখতে পারেন কোচ ফিল সিমন্স। মাহমুদউল্লাহ রিয়াদের খেলাও নিশ্চিত। সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমের জন্য ওপেনিং স্লট পাকা। ব্যাটিংয়ের বাইরে বোলিংয়েও একটু দেখার আছে। তানজিম হাসান সাকিবের জায়গায় মুস্তাফিজুর রহমানকে খেলাতে পারেন কোচ। কারণ, মূল ম্যাচে তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে রেখে তৃতীয় পেসার ঠিক করতে পারে টিম ম্যানেজমেন্ট।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলা: বিএনপি ও যুবদলের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
খুলনা প্রকৌশল ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি ও যুবদলের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে পুলিশের পক্ষ থেকে এতথ্য জানানো হয়েছে। এর আগে, গত শুক্রবার তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এদিকে, খুলনা মহানগর বিএনপির এক বিজ্ঞপ্তিতে তাদের দলীয় পরিচয় নিশ্চিত করে গ্রেপ্তারের নিন্দা জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- বিএনপি নেতা আবদুল করিম মোল্লা, যুবদল নেতা আনোয়ার হোসেন, ইব্রাহিম হাওলাদার ও বিএনপি সর্মথক শফিকুল।
আরো পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বোমা’ হামলায় বিএনপি নেতা আহত
জমি নিয়ে বিরোধে চিত্রনায়িকা দিতির বাড়িতে হামলা, আহত ২
মামলার তদন্ত কর্মকর্তা খানজাহান আলী থানার এস এস রিকাবুল ইসলাম বলেন, “সংঘর্ষের দিন পাঁচজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছিল সেনা সদস্যরা। তাদের প্রিজন সেলে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শুক্রবার তাদের মধ্যে চারজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।”
খুলনা মহানগর বিএনপির নিন্দা:
কুয়েটের মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে খুলনা মহানগর বিএনপি। এক বিবৃতিতে তারা জানায়, ইতোমধ্যে ভুক্তভোগী শিক্ষার্থীদের বক্তব্য, সংবাদমাধ্যমে আসা প্রতিবেদন ও ছবি, ভিডিও ফুটেজ পাওয়া প্রমাণের ভিত্তিতে দেশবাসী জানতে পেরেছে, খুলনা প্রযুক্তি ও প্রকৌশলী বিশ্ববিদ্যালয়-কুয়েটে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার সূত্রপাত গুপ্ত একটি ছাত্র সংগঠন ঘটিয়েছে।
ঘটনার সূত্রপাত রাহুল জাবেদ, ইফাজ ও ইউসুফ নামের তিনজন ছাত্রদল সমর্থকের ওপর অতর্কিত হামলার মধ্য দিয়ে। সেই ঘটনায় কুয়েট কর্তৃপক্ষ অজ্ঞাতনামা ৫ শতাধিক আসামি করে থানায় মামলা দায়ের করলে পুলিশ কোনো ধরণের তদন্ত ছাড়াই বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হয়রানি করছে। ইতোমধ্যে গুপ্ত ছাত্র সংগঠনের নেতাকর্মীদের হামলায় মারাত্মক আহত খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল করিম মোল্লা, যুবদল নেতা আনোয়ার হোসেন, ইব্রাহিম হাওলাদার ও বিএনপির সর্মথক শফিকুলকে গ্রেপ্তার দেখিয়ে অসুস্থ অবস্থায় কারাগারে প্রেরণ করেছে। যা রীতিমতো নিন্দনীয় ও উদ্দেশ্য প্রনোদিত।
বিবৃতিদাতারা হলেন- বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ