চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে ৫০ ওভারের কোনো ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের। সেন্টার উইকেটে কেবল ম্যাচ সিনারি ও প্র্যাকটিস হয়েছে দু’দিন। এই অল্প প্রস্তুতি পুঁজি করে দুবাই গেছে বাংলাদেশ। যেখানে ২০ ফেব্রুয়ারি ভারতের মতো ক্রিকেট পরাশক্তির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবেন নাজমুল হোসেন শান্তরা।
তারই মহড়া দিতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ পাকিস্তান শাহিনের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলবে ৫০ ওভারের একমাত্র গা-গরমের ম্যাচ। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম দুবাই থেকে গতকাল জানান, বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে।
মূলত ব্যাটারদের পরখ করে দেখবেন কোচ ফিল সিমন্স। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বেশির ভাগ ক্রিকেটারকে দেখে ফেলেছেন তিনি। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয় চোটের কারণে সিরিজটি মিস করায় শাহিনের বিপক্ষে দেখার সুযোগ পাবেন কোচ। মুশফিক ও শান্তর জায়গা ঠিক থাকলেও হৃদয়কে নিয়ে নতুন করে ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট। কারণ, মেহেদী হাসান মিরাজ চার নম্বরে খেলে নিজের সক্ষমতার ছাপ রেখেছেন।
সমকালকে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, চার নম্বর পজিশনেই ব্যাট করতে চান। সে ক্ষেত্রে প্রথম পাঁচ ব্যাটারের জায়গা মোটামুটি পাকা। ছয় বা সাত নম্বরেও হৃদয়কে পরখ করে দেখতে পারেন কোচ ফিল সিমন্স। মাহমুদউল্লাহ রিয়াদের খেলাও নিশ্চিত। সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমের জন্য ওপেনিং স্লট পাকা। ব্যাটিংয়ের বাইরে বোলিংয়েও একটু দেখার আছে। তানজিম হাসান সাকিবের জায়গায় মুস্তাফিজুর রহমানকে খেলাতে পারেন কোচ। কারণ, মূল ম্যাচে তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে রেখে তৃতীয় পেসার ঠিক করতে পারে টিম ম্যানেজমেন্ট।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
দিল্লিতে ভ্যান্স এবং মোদির বৈঠক আজ
যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার পরিবার ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ তার বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি দ্রুত বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। খবর বিবিসির।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধির জৈসওয়াল বলেন, এই সফর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আমরা আশাবাদী।
বিশ্বব্যাপী ওয়াশিংটনের শুল্কনীতি ঘিরে চলমান বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে এই সফর বিশেষ তাৎপর্য বহন করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ৯০ দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হওয়ার আগে দেশগুলো দ্রুত চুক্তি চূড়ান্তে আগ্রহ দেখাচ্ছে।
ভ্যান্সের সফরের অংশ হিসেবে তিনি তার স্ত্রী উষা ভ্যান্স এবং সন্তানদের সঙ্গে আগ্রা ও জয়পুর ভ্রমণে যাবেন। তার স্ত্রী উষার পরিবার ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিল।
সোমবার সকালে দিল্লিতে পৌঁছে ভ্যান্স আকসারধাম মন্দির পরিদর্শন করেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী মোদী তাকে নৈশভোজে আপ্যায়ন করেন।
যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমানে প্রায় ১৯০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যদিও ট্রাম্প প্রশাসনের মতে, ভারতের উচ্চ শুল্ক হার এবং ৪৫ বিলিয়ন ডলারের বাণিজ্য উদ্বৃত্ত যুক্তরাষ্ট্রের জন্য একটি চ্যালেঞ্জ।
সম্প্রতি ভারত কিছু মার্কিন পণ্যের ওপর শুল্ক হ্রাস করেছে এবং ভবিষ্যতে আরও হ্রাসের সম্ভাবনা রয়েছে।
ভবিষ্যতে ট্রাম্পের সম্ভাব্য ভারত সফর এবং কোয়াড শীর্ষ সম্মেলনে যোগদানের প্রেক্ষাপটে ভ্যান্সের সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।