অর্থ পাচার (মানি লন্ডারিং) মামলায় গ্রেপ্তার হয়েছেন মরিশাসের সাবেক প্রধানমন্ত্রী প্রাভিন্দ জগুনাথ। দেশটির রাষ্ট্রায়ত্ত আর্থিক অপরাধসংক্রান্ত কমিশন (এফসিসি) গতকাল রোববার এ কথা জানায়। খবর রয়টার্সের

এফসিসির মুখপাত্র ইব্রাহিম রোসায়ি সাংবাদিকদের বলেন, প্রাভিন্দ জগুনাথকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, মরিশাসের মধ্যাঞ্চলের মোকা ডিস্ট্রিক্টের মোকা ডিটেনশন সেন্টারে সাবেক এই প্রধানমন্ত্রীকে রাখা হয়েছে।

গ্রেপ্তারের পর প্রাভিন্দ জগুনাথের বাসভবনসহ বেশ কিছু জায়গায় তল্লাশি চালান এফসিসির গোয়েন্দারা। সংস্থাটি জানিয়েছে, এসব তল্লাশি অভিযানে ১১ কোটি ৪০ লাখ মরিশাস রুপি বা ২৪ লাখ ডলার জব্দ করা হয়েছে। এরপরই সাবেক প্রধানমন্ত্রী প্রাভিন্দকে গ্রেপ্তারের কথা জানা গেল।

সাবেক প্রধানমন্ত্রীর আইনজীবী রৌফ গুলবুল গতকাল সাংবাদিকদের বলেন, তার মক্কেলের বিরুদ্ধে আপাতত অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তার মক্কেল।

মরিশাসের নতুন প্রধানমন্ত্রী নবীন রামগুলাম গত নভেম্বরে জানান, সাবেক প্রশাসনের কিছু সরকারি খরচের বিষয়ে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় তাদের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হবে। পরে গত মাসে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরকে আটক করা হয়। তার বিরুদ্ধে জালিয়াতির ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এখন তিনি জামিনে আছেন। এবার দেশের সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করা হলো।

প্রাভিন্দ জগুনাথ ২০১৭ সালের জানুয়ারিতে মরিশাসের সরকারপ্রধানের দায়িত্ব নেন। গত বছরের নভেম্বর পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদে ছিলেন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ঢাকা-রংপুর মহাসড়কে সকালে চাপ, দুপুরে স্বাভাবিক

সিরাজগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কে শনিবার সকালে চাপ থাকলেও দুপুরের দিকে স্বাভাবিক হতে থাকে। এদিন সকালে যমুনা সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-উত্তরাঞ্চলগামী যানবাহনের হঠাৎ চাপ বাড়ে। দুপুর ১২টার পর থেকে স্বাভাবিক হতে শুরু করে। 

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল ইসলাম বলেন, সেতুর পূর্ব দিকে ও মাঝখানে ছোটখাটো দুর্ঘটনার কারণে পশ্চিম পাড়ে সকালে যানবাহনের চাপ ছিল। দুপুর দেড়টার দিকে পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়।

বগুড়া রিজিয়ন হাইওয়ে পুলিশের এসপি (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) মো. শহীদুল্লাহ বলেন, সিরাজগঞ্জের মহাসড়কে বিগত দিনের মতো আজকেও যানজট বা ধীরগতি নেই।

যমুনা সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত বিবিএর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, সেতুর দু’পাড়ে যানজট নেই।

সম্পর্কিত নিবন্ধ