প্রথম আলো:

ছবিটির শুটিং শুরু করেছিলেন ২০২১ সালের অক্টোবরে। টানা কাজ করে শেষ করেছিলেন। একাধিকবার মুক্তির তারিখ শোনা গেলেও হয়নি। শুটিংয়ের পর এত দেরিতে যে ছবির মুক্তি, সেই ছবির আবেদন কতটা থাকে বলে মনে করেন?

রাফিয়াত রশিদ মিথিলা: এটা সত্যি যে শুটিংয়ের অনেক দিন পর ছবি মুক্তি দিলে দর্শকের কাছে আবেদন কমে যাওয়ার একটা আশঙ্কা থাকে। তবে এই ছবিতে তারা (মিথিলা) আর হোসেন (নাঈম) মাঝির ভালোবাসা দর্শকের আবেদনকে ফিরিয়ে আনবে। আমি আর নাঈম এই প্রথম জুটি বেঁধেছি। আমাদের বিশ্বাস, দর্শক আগ্রহ হারাবেন না।

প্রথম আলো :

‘জলে জ্বলে তারা’ ছবিতে আপনি নদীপারের একজন মেয়ে, নাম তারা। এই চরিত্র হয়ে উঠতে আপনার সামনে রেফারেন্স কী ছিল? কীভাবে চরিত্রটি হয়ে উঠেছেন? নদ–নদীর পারের মানুষের জীবন কি এর আগে আপনার দেখার সুযোগ হয়েছিল?

রাফিয়াত রশিদ মিথিলা: আমি কর্মসূত্রে সমাজের বিভিন্ন শ্রেণি–গোত্রের মানুষের সঙ্গে মিশেছি, কাজ করেছি। এই ছবির চরিত্রের প্রস্তুতির জন্য আমি সামনে রেফারেন্স না থাকাটাই ভালো মনে করেছি। আমি সাধারণত রেফারেন্স দেখতে চাই না। আমি চাই আমার মতো করে চরিত্রটি হয়ে উঠতে, যেন তাতে অন্য কোনো চরিত্রের আদল ফুটে না ওঠে। গত পাঁচ বছরের সব কাজে তাই দর্শক আমাকে নতুনভাবেই পেয়েছেন, এবারও পাবেন।

আরও পড়ুনপশ্চিমবঙ্গে অভিষেকেই নজর কাড়লেন মিথিলা২৫ জুলাই ২০২৩রাফিয়াত রশিদ মিথিলা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বন্দরে তারেক রহমানের ঈদ উপহার সামগ্রী বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বন্দর উপজেলা ও থানার অসহায় ও সুবিধা বঞ্চিত এক হাজার মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। 

শনিবার ( ২৯ মার্চ) সকাল দশটায় বন্দর উপজেলার হাই সাহেবের মোড় ও এগারোটায় বন্দর থানার কবিলের মোড়ে পৃথক পৃথক ভাবে বন্দর থানা ও উপজেলা বিএনপির সার্বিক তত্ত্বাবধানে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। 

উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনির সরদার, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশীদ লিটন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপনসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ