মরিশাসের সাবেক প্রধানমন্ত্রী প্রাভিন্দ জগুনাথ গ্রেপ্তার হয়েছেন। অর্থ পাচারের (মানি লন্ডারিং) অভিযোগের মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। দেশটির রাষ্ট্রায়ত্ত আর্থিক অপরাধসংক্রান্ত কমিশন (এফসিসি) গতকাল রোববার এ কথা জানায়।

এফসিসির মুখপাত্র ইব্রাহিম রোসায়ি সাংবাদিকদের বলেন, প্রাভিন্দ জগুনাথকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, মরিশাসের মধ্যাঞ্চলের মোকা ডিস্ট্রিক্টের মোকা ডিটেনশন সেন্টারে সাবেক এই প্রধানমন্ত্রীকে রাখা হয়েছে।

প্রাভিন্দ জগুনাথের বাসভবনসহ বেশ কিছু জায়গায় তল্লাশি চালান এফসিসির গোয়েন্দারা। সংস্থাটি জানিয়েছে, এসব তল্লাশি অভিযানে ১১ কোটি ৪০ লাখ মরিশাস রুপি বা ২৪ লাখ ডলার জব্দ করা হয়েছে। এরপরই সাবেক প্রধানমন্ত্রী প্রাভিন্দকে গ্রেপ্তারের কথা জানা গেল।

সাবেক প্রধানমন্ত্রীর আইনজীবী রৌফ গুলবুল গতকাল সাংবাদিকদের বলেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে আপাতত অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। তাঁর মক্কেল অভিযোগ অস্বীকার করেছেন।

মরিশাসের নতুন প্রধানমন্ত্রী নবীন রামগুলাম গত নভেম্বরে জানান, সাবেক প্রশাসনের কিছু সরকারি খরচের বিষয়ে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় অডিট করে দেখা হবে।

এরপর মরিশাসের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরকে গত মাসে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে জালিয়াতির ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এখন জামিনে আছেন তিনি। এবার দেশের সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করা হলো।

প্রাভিন্দ জগুনাথ ২০১৭ সালের জানুয়ারিতে মরিশাসের সরকারপ্রধানের দায়িত্ব নেন। গত বছরের নভেম্বর পর্যন্ত তিনি এ পদে ছিলেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাগেরহাটে ৩১ কেজি হরিণের মাংস জব্দ

বাগেরহাটের মোংলায় বিক্রির জন্য রাখা ৩১ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) উপজেলার জয়মনিরঘোল সাইলো জেটি সংলগ্ন এলাকা থেকে এই মাংস জব্দ করা হয়। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে জয়মনিরঘোল সাইলো জেটি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত বস্তা থেকে ৩১ কেজি হরিণের মাংস, একটি মাথা ও চারটি পা জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।”

জব্দকৃত হরিণের মাংস ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই রেঞ্জ ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

ঢাকা/শহিদুল/এস

সম্পর্কিত নিবন্ধ