ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
Published: 17th, February 2025 GMT
ঢাকার ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক দম্পতিসহ ৩ জন নিহত হয়েছেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এবং বালিথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের নাগরপুর থানাধীন সিংদাইর গ্রামের আবুল হোসেনের ছেলে বাবুল হোসেন (৩০) ও তার স্ত্রী শারমিন (২৮)। অপরজন মানিকগঞ্জের উচুটিয়া এলাকার সাগর লৌহকারের ছেলে সুভাষ লৌহকার (৭৫)।
এর মধ্যে, বাবুল-শারমিন ধামরাইয়ে একটি একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
গোলড়া হাইওয়ে পুলিশ জানায়, গত রাতে মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন বাবুল-শারমিন দম্পতি। বাথুলি এলাকায় পৌঁছালে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, বালিথা এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় সুভাস লৌহকার নিহত হন। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন।
গোলড়া হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) রূপল চন্দ্র দাস বলেন, ‘‘পৃথক ঘটনায় তিন জন নিহত হয়েছেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/সাব্বির/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এয়ার ইন্ডিয়ার ওপর ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী
ভারতের কেন্দ্রীয় সরকারের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, তাঁর কাছে ভাঙা সিটের টিকিট বিক্রি করেছে এয়ার ইন্ডিয়া।
গতকাল শনিবার এ নিয়ে ক্ষোভ জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, এয়ার ইন্ডিয়া ‘যাত্রীদের সঙ্গে প্রতারণা’ করছে।
তিনি জানান, ভাঙা সিটের ব্যাপারে বিমানের এক ক্রুকে জিজ্ঞেস করা হলে তাঁকে বলা হয়, সিটটিতে যে ত্রুটি রয়েছে, সেটি সংস্থাকে জানানো হয়েছিল। এর টিকিট বিক্রি না করতেও বলা হয়েছিল।
এক্সে শিবরাজ সিং লেখেন, ‘পুসার কিষাণ মেলা উদ্বোধন করতে আজ আমার ভোপাল থেকে দিল্লি আসতে হয়। সেখানে বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে আমার আলোচনা হয়। আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নাম্বার এআই৪৩৬ এ একটি টিকিট বুক করি। আমাকে ৮সি সিটটি দেওয়া হয়। বসতে গিয়ে দেখি সিটটি ভাঙা; নিচু হয়ে আছে। সেখানে বসতে অস্বস্তি হচ্ছিল।’ এনডিটিভি।