মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অন্যতম শীর্ষস্থানীয় সাশ্রয়ী এয়ারলাইনস সংস্থা ‘এয়ার অ্যারাবিয়া’ তাদের প্রতিষ্ঠানের নেটওয়ার্কজুড়ে পাঁচ লাখ আসনের জন্য ‘সুপার সিট সেল’ শীর্ষক বিশেষ মূল্যছাড়ের অফার ঘোষণা করেছে।

এই অফারের মধ্যে রয়েছে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজা ও আবুধাবি এবং সৌদি আরব, তুরস্ক, জর্ডান, কাতার, পোল্যান্ড, গ্রিস, ইতালি, মিসর, আজারবাইজানসহ আরও অনেক গন্তব্যের ননস্টপ ফ্লাইট, যার একমুখী ভাড়া মাত্র ১১ হাজার ৮৬৬ টাকা থেকে শুরু।

বিশেষ এই মূল্যছাড়ের অফারটি পেতে সিট বুকিং দিতে হবে ১৭ ফেব্রুয়ারি থেকে আগামী ২ মার্চ ২০২৫-এর মধ্যে এবং ভ্রমণ করতে পারবেন আগামী ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে ২৮ মার্চ ২০২৬-এর মধ্যে। টিকিট বুক করতে ভিজিট করুন।

অফারটির মাধ্যমে মাত্র ১১ হাজার ৮৬৬ টাকায় যাত্রীরা পাচ্ছেন ঢাকা ও চট্টগ্রাম থেকে শারজা, আবুধাবিসহ অন্যান্য অনেক গন্তব্য পর্যন্ত ননস্টপ ফ্লাইটের সুবিধা। সংযুক্ত আরব আমিরাত, মরক্কো ও মিসরে অবস্থিত পাঁচটি কৌশলগত কেন্দ্র থেকে দুই শতাধিক রুটে এয়ার অ্যারাবিয়া তাদের ফ্লাইট পরিচালনা করে আসছে এবং বিমানশিল্পে একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে।

বিমান চলাচল সেবায় পুরস্কারপ্রাপ্ত এয়ারলাইনস ‘এয়ার অ্যারাবিয়া’ সব সময় তাদের যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে, গ্রাহকদের আস্থা অর্জন করে তাঁদের অসাধারণ ভ্রমণ অভিজ্ঞতা প্রদানে ও যাত্রীসেবার ক্ষেত্রে অনন্য মান নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.

airarabia.com

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ওজোপাডিকোতে একাধিক পদে চাকরি, গাড়িসহ মূল বেতন ১ লাখ ৪৯ হাজার

সরকারি বিদ্যুৎ কোম্পানি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ওজোপাডিকো) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) ও এক্সিকিউটিভ ডিরেক্টর (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট) পদে দুজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স)
পদসংখ্যা:
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে সিজিপিএ ৫-এর স্কেলে ৩.৫ ও সিজিপিএ ৪-এর স্কেলে ২.৫ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে পাওয়ার সেক্টরে সিনিয়র ম্যানেজমেন্ট (সুপারিনটেনডিং ইঞ্জিনিয়ার বা উচ্চ পদে) পদে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। জেনারেশন/ট্রান্সমিশন/ডিস্ট্রিবিউশন ইউটিলিটিসে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। কোম্পানি আইন, শ্রম আইন, টিকিউএম, টিপিএম, প্রিভেনটিভ মেইনটেন্যান্স, করপোরেট গভর্ন্যান্স ও স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বয়স: ২৪ এপ্রিল ২০২৫ তারিখে ৪৫ থেকে ৬০ বছর।
চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক। ৬৫ বছর বয়স পর্যন্ত চুক্তি নবায়নযোগ্য।
মূল বেতন: ১ লাখ ৪৯ হাজার টাকা।
সুযোগ-সুবিধা: বাসাভাড়া, বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অর্জিত ছুটি ভাতা, মেডিকেল সাপোর্ট, গোষ্ঠী বিমা, অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিট এবং জ্বালানি, চালকসহ সার্বক্ষণিক গাড়ির সুবিধা আছে।

২. পদের নাম: এক্সিকিউটিভ ডিরেক্টর (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে সিজিপিএ ৫-এর স্কেলে ৩.৫ ও সিজিপিএ ৪-এর স্কেলে ২.৫ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে পাওয়ার সেক্টরে সিনিয়র ম্যানেজমেন্ট (সুপারিনটেনডিং ইঞ্জিনিয়ার বা উচ্চ পদে) পদে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। জেনারেশন/ট্রান্সমিশন/ডিস্ট্রিবিউশন ইউটিলিটিসের প্রজেক্ট ম্যানেজমেন্টে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডিপিপি, পিপিপি প্রকল্প প্রস্তুতের দক্ষতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। কোম্পানি আইন, শ্রম আইন, টিকিউএম, টিপিএম, করপোরেট গভর্ন্যান্স ও স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়স: ২৪ এপ্রিল ২০২৫ তারিখে ৪৫ থেকে ৬০ বছর।
চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক। ৬৫ বছর বয়স পর্যন্ত চুক্তি নবায়নযোগ্য।
মূল বেতন: ১ লাখ ৪৯ হাজার টাকা।
সুযোগ-সুবিধা: বাসাভাড়া, বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অর্জিত ছুটি ভাতা, মেডিকেল সাপোর্ট, গোষ্ঠী বিমা, অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিট এবং জ্বালানি, চালকসহ সার্বক্ষণিক গাড়ির সুবিধা আছে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ওজোপাডিকোর জব পোর্টালের এই লিংকে লগইনের পর ফরম পূরণ করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে ও এই লিংক থেকে জানা যাবে।

আরও পড়ুননেসকোতে চাকরি, গাড়ির সঙ্গে বেতন ১ লাখ ৭৫ হাজার২৭ মার্চ ২০২৫

আবেদন ফি

আবেদন ফি বাবদ ৫,০০০ টাকা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) অনুকূলে ডিবিবিএল পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদনের সময়সীমা: ৮ থেকে ২৪ এপ্রিল ২০২৫।

আরও পড়ুনসরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, বেতন ১ লাখ ৭৫ হাজার, আছে সার্বক্ষণিক গাড়ি২৭ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ইউনিসেফের ইয়ং লিডারস প্রোগ্রাম, স্নাতক পাস হলেই করুন আবেদন
  • ওজোপাডিকোতে একাধিক পদে চাকরি, গাড়িসহ মূল বেতন ১ লাখ ৪৯ হাজার
  • আজ টিভিতে যা দেখবেন (২৯ মার্চ ২০২৫)
  • প্ল্যান ইন্টারন্যাশনালে ঢাকায় চাকরি, সর্বোচ্চ বেতন ১ লাখ ৮৩ হাজার
  • আজ টিভিতে যা দেখবেন (২৮ মার্চ ২০২৫)
  • পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে আবারও বড় নিয়োগ, পদ ৩৩৫
  • ১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি: সেলফি ও ছবি আপলোডে নতুন নির্দেশনা
  • নেসকোতে চাকরি, গাড়ির সঙ্গে বেতন ১ লাখ ৭৫ হাজার
  • আজ টিভিতে যা দেখবেন (২৭ মার্চ ২০২৫)
  • আজ শুরু হচ্ছে ল্যাকমে ফ্যাশন উইক ২০২৫, থাকছে ঈদ নিয়ে বিশেষ আয়োজন