সময়ের সেরা কে, সর্বকালের সেরাই বা কে—যেকোনো খেলায় এমন প্রশ্ন যুগে যুগে হয়ে থাকে। এ নিয়ে তর্কবিতর্কও হয় বিস্তর। সবার সেরা তো আর মিলে যায় না! কিন্তু তুলনা বা আলোচনা থেমে থাকে না। সেরার প্রশ্নে পাকিস্তানের সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান রশিদ লতিফ অন্যরকম একটি প্রসঙ্গই টেনে এনেছেন।

রশিদ লতিফ জিও নিউজের এক টক শোতে তুলনা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ফাস্ট বোলার ওয়াসিম আকরাম আর আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানের। এই তুলনায় তিনি কিংবদন্তি ওয়াসিম আকরামের চেয়ে রশিদ খানকে একটি দিক থেকে এগিয়ে রেখেছেন। টক শোতে রশিদ লতিফ বলেছেন, ‘সে (রশিদ খান) ওয়াসিম আকরামের চেয়ে বড় (ক্রিকেটার)।’

ওয়াসিম আকরাম ও রশিদ খান দুই রকমের ক্রিকেটার। আকরাম সর্বকালের সেরা ফাস্ট বোলারদের একজন আর রশিদ খান লেগ স্পিনার। ১০৪ টেস্টে ২৩.

৬২ গড়ে ৪১৪ ও ৩৫৬ ওয়ানডেতে ২৩.৫২ গড়ে ৫০২ উইকেট পাওয়া আকরাম পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের সদস্যও। অন্যদিকে রশিদ খান আফগানিস্তানের হয়ে এখন পর্যন্ত টেস্ট খেলেছেন সবে ৬টি, পেয়েছেন ৪৫ উইকেট। ১১১ ওয়ানডেতে তাঁর উইকেট ১৯.৮৭ গড়ে ১৯৮টি আর ৯৬ টি-টোয়েন্টিতে ১৩.৮০ গড়ে ১৬১ উইকেট।

পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরাম

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উইক ট

এছাড়াও পড়ুন:

পরীর পুরো পৃথিবী আর সুমীর প্রেমিক কক্সবাজার

২ / ৬খল চরিত্রের জনপ্রিয় অভিনয়শিল্পী মিশা সওদাগরের স্ত্রী ও সন্তানেরা এখন বছরের বেশির ভাগ সময় যুক্তরাষ্ট্রের ডালাসে থাকেন। কাজের  ফাঁকে মিশাও ছুটে যান তাঁদের কাছে। এদিকে দেশে ও দেশের বাইরের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে মিশা অভিনীত ‘বরবাদ’। এ সময়টায় দেশে নেই এই অভিনয়শিল্পী। ফেসবুকে এই সেলফি পোস্ট করে লিখেছেন, ‘শহরে নতুন অতিথি!’

সম্পর্কিত নিবন্ধ