‘রশিদ খান ওয়াসিম আকরামের চেয়ে বড় ক্রিকেটার’, বললেন রশিদ লতিফ
Published: 17th, February 2025 GMT
সময়ের সেরা কে, সর্বকালের সেরাই বা কে—যেকোনো খেলায় এমন প্রশ্ন যুগে যুগে হয়ে থাকে। এ নিয়ে তর্কবিতর্কও হয় বিস্তর। সবার সেরা তো আর মিলে যায় না! কিন্তু তুলনা বা আলোচনা থেমে থাকে না। সেরার প্রশ্নে পাকিস্তানের সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান রশিদ লতিফ অন্যরকম একটি প্রসঙ্গই টেনে এনেছেন।
রশিদ লতিফ জিও নিউজের এক টক শোতে তুলনা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ফাস্ট বোলার ওয়াসিম আকরাম আর আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানের। এই তুলনায় তিনি কিংবদন্তি ওয়াসিম আকরামের চেয়ে রশিদ খানকে একটি দিক থেকে এগিয়ে রেখেছেন। টক শোতে রশিদ লতিফ বলেছেন, ‘সে (রশিদ খান) ওয়াসিম আকরামের চেয়ে বড় (ক্রিকেটার)।’
ওয়াসিম আকরাম ও রশিদ খান দুই রকমের ক্রিকেটার। আকরাম সর্বকালের সেরা ফাস্ট বোলারদের একজন আর রশিদ খান লেগ স্পিনার। ১০৪ টেস্টে ২৩.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
নাট্য পরিচালকদের নেতৃত্বে শহীদুজ্জামান সেলিম-ফরিদুল হাসান
নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে ২৭১ ভোট পেয়ে শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক পদে ২২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফরিদুল হাসান।
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে ভোট গ্রহণ। ভোট গণনা শেষে রাত পৌনে ৯ টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার নাট্যব্যক্তিত্ব নরেশ ভূঁইয়া।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫০১। এর মধ্যে ভোট প্রয়োগ করেছেন ৪৪৬ জন ভোটার।
সহ-সভাপতি পদে রাশেদা আক্তার নাজুক (২৮৬), ফিরোজ খান (২৭৪) ও সকাল আহমেদ ( নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ পদে তুহিন হোসেন (২৫৬) ও দীন মোহাম্মাদ মন্টু নির্বাচিত হয়েছেন। এছাড়া অর্থ সম্পাদক পদে জুয়েল হাসান (২৫৩), সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লিপন (২২৬), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজমুল হুদা রনি (২৫৩), প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক সম্পাদক গাজী আপেল মাহমুদ (২৬৮), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সঞ্জয় বড়ুয়া (২২৩), আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক প্রীতি দত্ত (২২১) ও দপ্তর সম্পাদক সাইদ রহমান (২৯৫) নির্বাচিত হয়েছেন।
এছাড়া, কার্যনির্বাহী পদে নির্বাচিত হয়েছেন-সাগর জাহান (২৮৪), চয়নিকা চৌধুরী (২৬৯), মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ (২৬৪), গীতালি হাসান (২৩৯), লিটু করিম (২২৮), শিহাব শাহীন (২২৮), হাসান রেজাউল (২২৩)।
আগামী দুই বছরের জন্য পরিচালকদের এই গুরুত্বপূর্ণ সংগঠনের দায়িত্ব পালন করতে যাচ্ছেন তাঁরা।