দিনাজপুরের হাকিমপুরের হিলিতে বিএসএফের বাধার মুখে ৪ দিন থেকে বন্ধ রয়েছে রেলওয়ে ব্রিজ সংস্কার কাজ। এ বিষয়ে বিজিবি-বিএসএফ ৩ দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ রেল ব্রিজটির সংস্কার কাজ।

হিলি রেলওয়ে ইঞ্জিনিয়ার ওয়ার্কসের কার্যসহকারী গোলাম মোস্তফা জানান, হিলি সীমান্ত এলাকা দিয়ে বয়ে গেছে ব্রিটিশ আমলে নির্মিত রেললাইন। সেই রেললাইনের ব্রিজের নিচের অংশের পাথর সরে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই সেটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। গত বৃহস্পতিবার সেই ব্রিজটি সংস্কার শুরু করা হয়। এর কিছুক্ষণ পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাধা দেয়। এরপর বিষয়টি বিজিবিকে জানালে তারা কয়েকবার পতাকা বৈঠক করেও কোনো সমাধান দিতে পারেনি।

এদিকে হিলি বিজিবি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার শাহাদৎ হোসেন জানান, এ বিষয়ে কয়েকবার কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। কিন্তু সমাধান হয়নি। আজ রোববার ব্যাটালিয়ন পর্যায়ে কথা হয়েছে। আগামীকাল থেকে কাজ চালু হতে পারে।

২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন কমান্ডার লে.

কর্নেল নাহিদ নেওয়াজ জানান, বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডারের সঙ্গে কথা হয়েছে। তারা অনুমতি দিয়েছে। সোমবার থেকে রেল কর্তৃপক্ষ কাজ শুরু করতে পারবে। আশাকরি বিএসএফের পক্ষ থেকে আর কোন বাধা আসবে না।   
 

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এসএফ কম ন ড র ব এসএফ

এছাড়াও পড়ুন:

সুন্দরবনে জেলেদের মারধর, দুই নৌকা ছিনতাই বিএসএফের

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকায় অনুপ্রবেশ করে বাংলাদেশি জেলেদের মারধর ও দুটি নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কালিন্দি নদীর বয়ারসিংসংলগ্ন উলোখালীর চর এলাকায় এ ঘটনা ঘটে।

বিএসএফের মারধরে আহত জেলেরা হলেন– সাতক্ষীরার শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের মোহাম্মদের ছেলে রমজান আলী, শাহাজান আলী, ফরেজ গাজীর ছেলে শাহাদাৎ গাজী, শাহাজান গাজী, আতাউর গাজী, সৈয়দ গাজীর ছেলে আব্দুল গাজী, মানিকপুর গ্রামের কেরামত ও কৈখালীর নুর মোহাম্মদ।

হামলায় আহত শাহাদাৎ সমকালকে জানান, পশ্চিম সুন্দরবনের কৈখালী স্টেশন থেকে পাস (অনুমতিপত্র) নিয়ে চার দিন আগে তিনটি নৌকার ১২ জেলে সুন্দরবনে যান। দু’দিন ধরে বাংলাদেশ সীমান্তের উলোখালীর চরে পাটা জাল পেতে মাছ ধরছিলেন তারা। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আকস্মিক দুটি স্পিডবোটে বিএসএফ সদস্যরা সেখানে গিয়ে তাদের মারধর শুরু করেন। ওই সময় তারা পেতে রাখা জাল ও নৌকা ফেলে বনে ঢুকে আত্মরক্ষা করেন। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন জাল থাকলেও দুটি নৌকা নিয়ে গেছেন বিএসএফ সদস্যরা। 

স্থানীয় রমজাননগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ লাল্টু জানান, মারধরের শিকার আট জেলের মধ্যে ছয়জনই তাঁর এলাকার। বিএসএফ নৌকা নিয়ে যাওয়ায় উপায়ন্ত না পেয়ে বনের মধ্য দিয়ে হেঁটে লোকালয়ে ফিরছেন জেলেরা। তারা এলাকায় ফিরলে বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জানানো হবে।
 
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, এখনও কেউ বিষয়টি তাদের জানায়নি। খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেবেন।
 
বিজিবি কৈখালী ক্যাম্পের সুবেদার আবু বক্কার জানান, স্থানীয় এক জনপ্রতিনিধি বিষয়টি তাদের জানিয়েছেন। ঘটনাটি বয়ারসিং এলাকার হওয়ায় ভুক্তোভোগীদের অভিযোগ জানাতে সেখানকার বিজিবি (রিভারাইন) ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • হাতীবান্ধা সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি তরুণের লাশ ফেরত দিয়েছে বিএসএফ
  • সীমান্তে অব্যাহত বাংলাদেশি হত্যায় এনসিপির উদ্বেগ
  • মুর্শিদাবাদে সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর চেষ্টার তীব্র প্রতিবাদ
  • আইন ভেঙে বেড়া নির্মাণচেষ্টা, বাধায় পিছু হটল বিএসএফ
  • সুন্দরবনে জেলেদের ৩টি নৌকা নিয়ে গেল বিএসএফ, ৯ জেলে সারা রাত কাটালেন গাছে
  • হাতীবান্ধা সীমান্তে গুলিতে আহত বাংলাদেশি তরুণকে ধরে নিয়ে গেল বিএসএফ
  • বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত
  • সুন্দরবনে জেলেদের মারধর, দুই নৌকা ছিনতাই বিএসএফের
  • বিজেপিকে ধুয়ে দিলেন মমতা, তুললেন ইউনূস-মোদি বৈঠকের কথাও
  • পশ্চিমবঙ্গের প্রতিবেশী শ্রীলঙ্কা!