অব্যবহৃত ডেটা-মিনিট পরবর্তী প্যাকেজে কেন যুক্ত হবে না
Published: 17th, February 2025 GMT
মোবাইল ফোন সেবাদাতা কোম্পানিগুলোর বিভিন্ন প্যাকেজের মেয়াদ শেষে অব্যবহৃত ইন্টারনেট ডেটা, মিনিট ও এসএমএস পরবর্তী প্যাকেজের সঙ্গে কেন অন্তর্ভুক্ত করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এই রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিআরটিসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মিজানুর রহমান কায়েস। পরে তিনি সাংবাদিকদের বলেন, অব্যবহৃত ইন্টারনেট ডেটা, মিনিট ও এসএমএস পরবর্তী প্যাকেজের সঙ্গে যুক্ত করার জন্য মোবাইল ফোন কোম্পানিগুলোতে গত ১৩ জানুয়ারি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল। তারা এ বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়ায় হাইকোর্টে রিটটি করা হয়েছে। রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেছেন।
রিটে বলা হয়, দেশে প্রায় ১ কোটি ৩১ লাখ গ্রাহক মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করেন। আইনে আছে, মোবাইল ফোনের অব্যবহৃত ডেটা ক্রয়কৃত পরবর্তী ডেটার সঙ্গে যুক্ত করতে হবে। কিন্তু মোবাইল ফোনের জন্য কেনা ইন্টারনেট ডেটা, মিনিট ও এসএমএস অব্যবহৃত থেকে গেলেও তা পরবর্তী সময়ে আর ব্যবহার করা যায় না। কোনো মোবাইল ফোন সেবাদাতা কোম্পানিই বিটিআরসির আইন মানছে না।
.উৎস: Samakal
কীওয়ার্ড: পরবর ত
এছাড়াও পড়ুন:
আথিয়া-রাহুল প্রথমবার মা-বাবা হলেন
মা হলেন বলিউড অভিনেত্রী সুনীল শেঠির কন্যা অভিনেত্রী আথিয়া শেঠি। গতকাল সোমবার কন্যাসন্তানের জন্ম দেন আথিয়া। ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুল ও আথিয়া দম্পতির এটি প্রথম সন্তান। সংসারে নতুন অতিথির আগমনের এই সুখবর নিজেরাই জানালেন তারকা দম্পতি।
এ খবরের পর মেয়ে-জামাইয়ের পোস্ট শেয়ার করেছেন সুনীল শেঠি। প্রথমবারের মতো নানা হলেন এ অভিনেতা। আথিয়ার ভাই আহানও মামা হওয়ার আনন্দ শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। ইন্ডাস্ট্রির বহু তারকা ও বন্ধুরাও এ দম্পতিকে শুভেচ্ছাবার্তা দিচ্ছেন একের পর এক।
কিছুদিন আগে সুনীল শেঠির রিয়েলিটি শো ‘ডান্স দিওয়ানে’-তে বলেছিলেন, তিনি পরবর্তী সিজনে তার নাতি-নাতনিদের সঙ্গে নিয়ে আসবেন। বলা যায়, এবার সেই ইচ্ছে পূরণের পথে অভিনেতার। শুধু তাই নয়, আথিয়ার অন্তঃসত্ত্বাকালীন অবস্থার কথা উল্লেখ করে সুনীল বলেন, ‘এই সময়টা প্রতিটি মেয়ের জীবনেই খুব সুন্দর। আমার মেয়ের ক্ষেত্রেও তার অন্যথা নয়। এমনকি আথিয়াকে সুন্দরী বলেও উল্লেখ করেছেন অভিনেতা।
২০১৯ সালের ফেব্রুয়ারির দিকে আথিয়া ও রাহুলের প্রেমের সম্পর্কের শুরু। বন্ধু আকাঙ্ক্ষা রঞ্জন কাপুরের মাধ্যমেই দুজনের পরিচয়। যদিও তাদের প্রেমের বিষয়টি নিয়ে মিডিয়ায় প্রথম চর্চা শুরু হয় একই বছরের জুনে। এরপর ডিসেম্বরে ইনস্টাগ্রামে আথিয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করেন রাহুল, যা তাদের প্রেমের গুঞ্জন আরো উসকে দেয়।
পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আকার-ইঙ্গিতে একাধিকবার নিজেদের প্রেমের বিষয়টি প্রকাশ করেন রাহুল ও আথিয়া। সর্বশেষ ২০২৩ সালের ২৩ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়েন এই যুগল।