ঢাকার ধামরাই উপজেলার বাথুলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সিংদাইর গ্রামের আবুল হোসেনের ছেলে বাবুল হোসেন (৩০) ও তাঁর স্ত্রী শারমিন (২৮)। তাঁরা ধামরাইয়ে একটি পোশাক কারখানায় কাজ করতেন।

মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, রোববার রাতে মোটরসাইকেলে করে ধামরাই থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিলেন বাবুল হোসেন ও তাঁর স্ত্রী শারমিন। রাত ৯টার দিকে তাঁরা বাথুলি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় তাঁরা দুজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানা–পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুজনকে উদ্ধার করে মানিকগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপল দাস প্রথম আলোকে বলেন, ‘ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে স্বামী-স্ত্রী সড়কে ছিটকে পড়েন। আমাদের ধারণা, ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত হতে দুজনকে মানিকগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম ন কগঞ জ র

এছাড়াও পড়ুন:

ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজের সূচি ঘোষণা বিসিবির 

ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। আগস্টে শুরু হওয়া ওই সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। ১৭ ও ২০ আগস্ট হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরে ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে খেলবে বাংলাদেশ। শেষ ওয়ানডে হবে চট্টগ্রামে ২৩ আগস্ট। 

এরপর চট্টগ্রামে দুই দল ২৬ আগস্ট টি-২০ সিরিজের প্রথম ম্যাচ খেলবে। পরের দুই ম্যাচ হবে মিরপুর স্টেডিয়ামে যথাক্রমে ২৯ ও ৩১ আগস্ট। ওই সিরিজ খেলতে ১৩ আগস্ট বাংলাদেশে আসবে ভারতীয় ক্রিকেট দল। ১ সেপ্টেম্বর সিরিজ শেষ করে দেশে ফিরবেন দলটির ক্রিকেটাররা।  

সম্পর্কিত নিবন্ধ