ঈদের আগে ৮০ শাখা থেকে মিলবে নতুন নোট
Published: 16th, February 2025 GMT
আসন্ন ঈদের আগে নতুন নোট বিনিময়ের সুযোগ মিলবে। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ঈদের আগে ঢাকার ৮০টি শাখায় বিশেষ কাউন্টার থেকে নোট বিনিময় করা যাবে। আগামী ১৯ থেকে ২৫ মার্চ পর্যন্ত নতুন নোট বিনিময় সেবা মিলবে। বাংলাদেশ ব্যাংক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একজন ব্যক্তি একবার ৫, ২০ ও ৫০ টাকার একটি করে বান্ডিল নিতে পারবেন। যার মূল্যমান সাড়ে ৭ হাজার টাকা। ব্যাংকিং সময়সূচি অনুযায়ী এ নোট দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংক বেশ আগ থেকে ঈদের আগে নতুন নোট বিনিময়ের সুযোগ দিচ্ছে। শুরুর দিকে কেবল বাংলাদেশ ব্যাংকের মতিঝিলসহ বিভিন্ন অফিসে নতুন নোট বিনিময় করার সুযোগ ছিল। যানজট ঠেলে নতুন নোট নিতে ভিড় লেগে যেত। পরবর্তীতে ঢাকার বিভিন্ন অঞ্চলের বাণিজ্যিক ব্যাংকের শাখার মাধ্যমে নোট বিনিময় ব্যবস্থা শুরু হয়।
যেসব শাখায় মিলবে নতুন নোট
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এল ক্লাসিকোর আগে বার্সার স্কোয়াডে ফিরলেন স্টেগান
কোপা দেল রে’র ফাইনাল সামনে রেখে বড় দারুণ এক খবর পেল বার্সেলোনা। ২১৫ দিন পর ইনজুরি কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন দলের অধিনায়ক ও প্রধান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান। হাঁটুর অস্ত্রোপচার ও দীর্ঘ পুনর্বাসন শেষে অবশেষে তাকে ফিরতে দেখা যাবে এস্তাদিও দে লা কারতুহার রোমাঞ্চকর লড়াইয়ে।
তবে সুসংবাদের মাঝেও দুঃসংবাদ আছে বার্সার জন্য। চোটের কারণে ফাইনালে দেখা যাবে না দলের মূল স্ট্রাইকার রবার্ট লেভান্ডোভস্কিকে। সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে বাঁ পায়ের উরুতে চোট পেয়েছিলেন তিনি। বার্সা জানিয়েছে, তার সেমিটেনডিনোসাস পেশিতে আঘাত লেগেছে এবং তাকে মাঠের বাইরে থাকতে হবে অন্তত দুই থেকে তিন সপ্তাহ।
তবে টের স্টেগানের প্রত্যাবর্তন বার্সার জন্য বিশাল মনোবল বাড়ানোর মতো ব্যাপার। ভিয়ারিয়ালের বিপক্ষে চোট পাওয়ার পর মনে করা হচ্ছিল, পুরো মৌসুমই তাকে মাঠের বাইরে কাটাতে হবে। তাই বিকল্প হিসেবে ভয়চেখ শেজনিকে দলে টেনেছিল বার্সা। কিন্তু প্রত্যাশার অনেক আগেই সুস্থ হয়ে মাঠে ফিরলেন জার্মান এই গোলরক্ষক।
লেভান্ডোভস্কির অনুপস্থিতিতে আক্রমণভাগে এবার ভরসা হতে যাচ্ছেন ফেরান তরেস, লামিন ইয়ামাল ও রাফিনিয়া। সেমিফাইনালে জয়সূচক গোল করে দারুণ ফর্মে আছেন ফেরান। মাঝমাঠে থাকবেন দানি অলমো, যিনি চোট কাটিয়ে পুরোপুরি ফিট। তবে ইনজুরির কারণে ফাইনাল মিস করছেন আরও কয়েকজন আলেহান্দ্রো বালদে, মার্ক বের্নাল ও মার্ক কাসাদো।