Samakal:
2025-02-23@13:09:14 GMT

নাসায় ইন্টার্নশিপের সুযোগ

Published: 16th, February 2025 GMT

নাসায় ইন্টার্নশিপের সুযোগ

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসায় চাকরির সুযোগ পাওয়া স্বপ্নের মতো। এখানে নভোচারীসহ বেশ কয়েকটি পদে চাকরির সুযোগ মেলে। অনেকেরই স্বপ্ন থাকতে পারে সেই সংস্থায় কাজ করার। চাকরি আপাতত না হলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে নাসা। ইন্টার্নশিপের নাম স্টেম (STEM-Science, Technology, Engineering, and Mathematics) ইন্টার্নশিপ। প্রতিষ্ঠানটি বছরে ৩ (স্প্রিং, সামার এবং ফল) সেশনে দুই হাজারের বেশি প্রার্থীকে দিয়ে থাকে এই ইন্টার্নশিপ। ইন্টার্নশিপ পূর্ণকালীন বা খণ্ডকালীন যে কোনোটি হতে পারে। এ ইন্টার্নশিপ নাসার কোনো কেন্দ্র বা প্রতিষ্ঠানেও হতে পারে। এই আন্তর্জাতিক ইন্টার্নশিপ শিক্ষার্থীদের বৈশ্বিক পরিবেশে বহু-সাংস্কৃতিক আন্তর্জাতিক মিশনে কাজ করার দক্ষতা তৈরি করে। ইন্টার্নরা বিজ্ঞানী, প্রকৌশলী ও অন্যান্য পেশাজীবী হিসেবে ভবিষ্যতে আন্তর্জাতিক পরিসরে কাজের সুযোগ ও অভিজ্ঞতা অর্জন করতে পারেন।
নাসায় এই ইন্টার্নশিপের আবেদনের জন্য বেশ যোগ্যতার প্রয়োজন। কারণ, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিচালনা, কক্ষপথে স্যাটেলাইট পাঠানো, মহাকাশ থেকে আবহাওয়ার নজরদারি, সৌরজগতের বিভিন্ন গ্রহের তথ্য উদ্ঘাটনে বিভিন্ন মহাকাশ মিশন পরিচালনাসহ নানা ধরনের কাজ করে নাসা। নাসার এই আন্তর্জাতিক ইন্টার্নশিপ শিক্ষার্থীদের বৈশ্বিক পরিবেশে বহু সাংস্কৃতিক আন্তর্জাতিক মিশনে আরও ভালোভাবে কাজ করতে প্রস্তুত করে। এই ইন্টার্নশিপ পূর্ণকালীন বা খণ্ডকালীন হতে পারে এবং নাসার বিভিন্ন কেন্দ্র বা প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাওয়া যেতে পারে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এটি একটি দারুণ সুযোগ মহাকাশ গবেষণা সংস্থাটির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অর্জনের। 
 ইন্টার্নশিপের মাধ্যমে ইন্টার্নরা ভবিষ্যতে বিজ্ঞানী, প্রকৌশলী ও অন্যান্য পেশাজীবী হিসেবে আন্তর্জাতিক পরিসরে কাজ করার সুযোগ পেয়ে নানা অভিজ্ঞতা অর্জন করেন।
এ ইন্টার্নশিপ প্রোগ্রামে হাইস্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। এই ইন্টার্নশিপ শিক্ষার্থীদের গবেষক, বিজ্ঞানী, প্রকৌশলী ও বিভিন্ন পেশার ব্যক্তিদের সঙ্গে কাজের সুযোগ প্রদানের মাধ্যমে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ করে দেয়।
নাসার স্টেম ইন্টার্নশিপে আগ্রহী প্রার্থীরা সামার সেশনের জন্য ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। আর ফল সেশনে আবেদনের সুযোগ ১৬ মে পর্যন্ত।
ইন্টার্নশিপে আবেদন করতে এবং আবেদন পদ্ধতিসহ অন্য বিষয়ে বিস্তারিত জানতে– https://www.

nasa.gov/
learning-resources/
internship-programs/

উৎস: Samakal

কীওয়ার্ড: কর র স য গ ক জ কর র

এছাড়াও পড়ুন:

বন্দরে শাহ সিমেন্টের মিকচার গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে খাদে আহত ২, আটক

বন্দরে শাহ সিমেন্টের মিকচার গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে দূর্ঘটনা সংগঠিত হয়েছে। এ ঘটনায় শাহ সিমেন্টের চালক ও হেলপার মারাত্মক ভাবে আহত হলেও অল্পের জন্য রক্ষা পায় মদনপুরগামী একটি সাদা রংএর প্রাইভেটকার।

আহত মিকচার গাড়ী চালক রুবেল ( ৪০) এর নাম জানা গেলেও অপর জখমপ্রাপ্ত হেলপারের নাম পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। দূর্ঘটনাস্থলে  হাশেম মিয়ার একটি চায়ের দোকন ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়।

স্থানীয়রা আহতদের জখম অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের ঢামেক হাসপাতালে প্রেরণ করার নির্দেশ দেন।

রোববার (২৩ ফেব্রুয়ারী) ভোর সাড়ে ৪টায় বন্দর উপজেলার মদনগঞ্জ টু মদনপুর সড়কের হাজীপুর বাসস্ট্যান্ডের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্থ্য প্রাইভেটকার ও  চালক সাদ্দাম (২৮)কে আটক করে থানায় নিয়ে আসে।

বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, রোববার ভোর সাড়ে ৪টা থেকে পৌনে ৫টায় সময় মদনপুর থেকে মদনগঞ্জ গামী ঢাকা মেট্রো   শ ১৩-২২৭০ নাম্বারের শাহ সিমেন্টের  গাড়ী চালক রুবেল চোখে ঘুম নিয়ে বেপরোয়া ভাবে গাড়ী চালিয়ে যাওয়ার সময় হাজীপুর বাসস্ট্যান্ডের সামনে নিয়ন্ত্রন হারিয়ে মদনপুরগামী সাদা রংএর ঢাকা মেট্রো গ ১১-৩০৭৪ নাম্বারের প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে খাদে পরে যায়।

এ ঘটনায় মিকচার গাড়ী চালক ও হেলপার মারকত্মক ভাবে জখম হয়। পুলিশ দূর্ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্থ প্রাইভেটকার ও চালককে আটক করে। এ রির্পোট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্থ প্রাইভেটকার চালক থানা হাজতে আটক আছে বলে অপর একটি সূত্রে জানা গেছে। 
 

সম্পর্কিত নিবন্ধ