ম্যাচ শুরুর আগেই ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের একটি খারাপ খবর শোনান রুবেন আমোরিম। ইউনাইটেড কোচ জানান এ মৌসুমে আর মাঠে নামার সম্ভাবনা নেই চোটে পড়া উইঙ্গার আমাদ দিয়ালোর।

এমন দুঃসংবাদ শুনে টটেনহামের বিপক্ষে ম্যাচ দেখতে বসা ইউনাইটেডের সমর্থকদের দুঃখটা নিশ্চিত দ্বিগুণ হয়েছে ম্যাচ শেষে। টটেনহাম স্টেডিয়ামে তাঁদের দল যে প্রিমিয়ার লিগের ম্যাচে হেরে গেছে ১-০ গোলে। ১৩ মিনিটে করা জেমস ম্যাডিসনের গোলটি ধরে রেখেই সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের বিপক্ষে টানা তৃতীয় জয় পেল টটেনহাম। ৪৫ বছর পর ইউনাইটেডের বিপক্ষে জয়ের হ্যাটট্রিক পেল উত্তর লন্ডনের ক্লাবটি।

আমোরিমের দল অবশ্য সমতা ফেরানোর ভালো সুযোগই পেয়েছিল। তবে আর্জেন্টাইন তারকা আলেহান্দ্রো গারনাচো গোল বরাবর তিনটি শট নিয়েও ব্যর্থ হয়েছেন। তাতে অবশ্য অনেক দিন পর দলে ফেরা টটেনহাম গোলরক্ষক গুলিয়েলমো ভিকারিও বড় ভূমিকাই রেখেছেন। এ ছাড়াও একবার ১০ গজ দূর থেকে বার উঁচিয়ে বাইরে পাঠান গারনাচো। টটেনহামও অবশ্য ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেছে। ম্যাথিয়াস তেলকে গোল করতে দেননি আন্দ্রে ওনানা।

ম্যাচটি শুরু আগে ইউনাইটেড ছিল পয়েন্ট তালিকার ১৪ নম্বরে, টটেনহাম ১৫ নম্বরে। মৌসুমের নবম জয়ে ২৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টটেনহাম উঠে গেছে ১২ নম্বরে। অন্যদিকে ২৫তম ম্যাচে ১২তম হারের দেখা পাওয়া ইউনাইটেড ২৯ পয়েন্ট নিয়ে নেমে গেছে ১৫ নম্বরে। ১৯৭৩-৭৪ মৌসুমের পর শীর্ষ লিগে এবারই প্রথম ২৫ ম্যাচে ১২ ম্যাচ হারল ইউনাইটেড। ৫১ বছর আগে সেই মৌসুমে প্রথম ২৫ ম্যাচে ১৩ ম্যাচ হারা ইউনাইটেড অবনমিত হয়েছিল।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ম্যানেজারের ভুলে ‘ব্যাটসম্যান’, আইপিএলে গ্রিন হতে চান বোলারও

অবশেষে তাহলে রহস্য কাটল!

অ্যাশেজে তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন অলরাউন্ডার হিসেবে। ক্রিকেটবিশ্বে ব্যাটিং–বোলিং দুটির জন্যই পরিচিত তিনি। অথচ আইপিএল নিলামে ক্যামেরন গ্রিন কি না শুধুই ‘ব্যাটসম্যান’!

আইপিএল নিলামের খেলোয়াড় তালিকায় অস্ট্রেলিয়ান এ ক্রিকেটারের পরিচয় ‘ব্যাটসম্যান’ দেখে প্রশ্ন জেগেছিল অনেকেরই। ভারতের কিছু সংবাদমাধ্যম তো এ নিয়ে নানা ব্যাখ্যাও দাঁড় করিয়েছিল। তবে গ্রিন অবশেষে জানালেন, তিনি ব্যাটসম্যানদের তালিকায় গেছেন তাঁর ম্যানেজারের ভুলে। আইপিএলে বল করতে তাঁর কোনো বাধা নেই।  

২৬ বছর বয়সী গ্রিন এর আগে মুম্বাই ইন্ডিয়ানস (২০২৩) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (২০২৪) হয়ে খেলেছেন। পিঠের অস্ত্রোপচারের কারণে ২০২৫ মৌসুমে তিনি খেলতে পারেননি। জুনে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ব্যাটসম্যান হিসেবে। তবে এখন পুরোদমে বোলিং করার ছাড়পত্র পেয়েছেন। চলমান অ্যাশেজে অস্ট্রেলিয়া তাঁকে অলরাউন্ডার হিসেবেই ব্যবহার করছে।

মুম্বাইয়ের জার্সিতে টিম ডেভিডের সঙ্গে গ্রিন

সম্পর্কিত নিবন্ধ