ইন্টারনেটের বিস্তারের কারণে বাংলাদেশে যত ব্যবসা দাঁড়ানোর কথা, সেটি খুব বেশি না হলেও ফেসবুক, ইউটিউব আর ইনস্টাগ্রামের ব্যবহার বেড়ে ১০ কোটি গ্রাহক তৈরি হয়েছে। যার কিছু সুফল ইতোমধ্যে পেয়েছি। ই-মেইল আর ওয়েবসাইটের বিকাশ তার মধ্যে উল্লেখযোগ্য। সফটওয়্যার ব্যবহার বা ডেটা নিয়ে ইন্টারন্যাশনাল ট্রেড, শিক্ষা, স্বাস্থ্য বা তথ্যপ্রযুক্তিতে উল্লেখযোগ্য বিস্তারের সুযোগ রয়ে গেছে এখনও।
জুলাই রাজনৈতিক পরিক্রমায় ইন্টারনেট বন্ধ ও মিথ্যা ঘোষণায় বাকস্বাধীনতা ও ব্যবসা পরিমণ্ডলকে করে দেয় নড়বড়ে। সরকার থেকে এমনটা করতে পারার মূল কারণ বিটিআরসির দুর্বল ইন্টারনেট নীতি ও রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার। তারপর জনমনে অধিকারের বিশ্বস্ততা তৈরি না হওয়ার প্রধান কারণ বিটিআরসি সরকারি সংস্থা ও তার রাজনৈতিক অবকাঠামোগত ক্ষমতায়নের পূর্ববর্তী অভিজ্ঞতা। যদিও স্বায়ত্তশাসিত হয়ে সরকারি সংস্থা, আইসিটি বাণিজ্য সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি দিয়ে পরিচালিত ও নিয়ম তৈরি হলে বিশ্বস্ততার সমস্যা সমাধান হয়ে যেত বলে অনেকেই মনে করেন। ইন্টারনেট ও মোবাইল অপারেটরদের রেগুলেটরি বডি আলাদা হলেও অনেকখানি সহজ হতো, ফাইবার ব্রডব্যান্ড নিয়ে পলিসি তৈরিতে বারবার ফাইভজি থেকে অতিরিক্ত আয়ের চিন্তাটা কিছুটা হলেও দূরে রাখা যেত।
জুলাই-আগস্ট সময়ে ইন্টারনেট বন্ধের কারণে হওয়া ক্ষতি উত্তরণের কথা বাদ দিয়ে সবাই ঝুঁকেছি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির সেল্সম্যানশিপে। কারণ অনেকেই মনে করছি, স্টারলিংক বাংলাদেশের রাজনৈতিকভাবে অপব্যবহারযোগ্য ইন্টারনেট দিয়ে নাগরিক অধিকার ও অপ্রতিরোধ্য ব্যবসায়িক যোগাযোগমাধ্যম হয়ে উঠবে।
কিন্তু না, এটিও বিটিআরসির মাধ্যমে পরিচালিত হবে। আর যদি বিটিআরসি নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির ক্ষমতায়নে চলবে। অবশ্যই সিমিইউ-৪, সিমিইউ-৫ সাবমেরিনের সঙ্গে আরও প্যারালাল সংযোগ প্রয়োজন আমাদের। নদীমাতৃক দেশ– যেখানে ফাইবার যাবে না, সেখানে স্যাটেলাইট ইন্টারনেট পৌঁছাবে; সমুদ্র জাহাজে থাকবে, বিশেষ ব্যবসার চাহিদা পূরণে টেকসই ইন্টারনেট লাগবেই। কিন্তু ফাইবার ইন্টারনেট থ্রিজি/ফোরজি মোবাইল ইন্টারনেট সার্ভিস টিকিয়ে রাখার সব ব্যবস্থা করেই স্টারলিংককে সুযোগ দিতে হবে, যা অঞ্চলভিত্তিক ইন্টারনেট কাভারেজ নিশ্চিত করবে।
ইলন মাস্ক বা বিশ্বের শক্তিধর দেশের সঙ্গে সুসম্পর্ক বা ডগির (ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি, যুক্তরাষ্ট্র) প্রধানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আলাদা চিন্তা হিসেবে বিবেচনায় নিতে হবে। অন্যথায়, বেসরকারি খাতে ৩০ বছরে গড়ে ওঠা ইন্টারনেট অবকাঠামো ভেঙে পড়তে পারে। বিশ্বের সঙ্গে সমানতালে শিক্ষা, যোগাযোগ ও ব্যবসা পরিচালনা ব্যয় বাড়ার শঙ্কা অমূলক হবে না।
উৎস: Samakal
কীওয়ার্ড: র জন ত ক ব ট আরস ব যবহ র ব যবস সরক র
এছাড়াও পড়ুন:
ফতুল্লা বাজার পরিদর্শনে সদর ইউএনও’র অসন্তোষ
ফতুল্লা বাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে এসে অসন্তোষ প্রকাশ করলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাফর সাদিক চৌধুরী। মঙ্গলবার দুপুরে তিনি ফতুল্লা বাজার পরিদর্শন করেন।
এসময় তিনি বাজারের অবকাঠামো, চারপাশের চিত্র দেখেন এবং বাজারের বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন। ব্যবসায়ীদের নানা সমস্যা শুনেন এবং সমাধানের আশ্বাস প্রদান করেন।
এছাড়াও তিনি বিগতদিনে যারা বাজারের উন্নয়ন কাজের সঙ্গে জড়িত ছিলেন তাঁদের সমালোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাসের পরিচালক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরী, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, রিপোটার্স ক্লাবের সদস্য সচিব মনির হোসেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন শিকদার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আঃ খালেক টিপু, ফতুল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন, ফতুল্লা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য কাজী মাঈনউদ্দীন প্রমুখ।