Samakal:
2025-02-23@02:09:45 GMT

স্মার্ট লাইফ ফিচার

Published: 16th, February 2025 GMT

স্মার্ট লাইফ ফিচার

নতুন স্মার্ট ওয়াচ রেডমি ওয়াচ ফাইভ। নতুন প্রজন্মের চাহিদা পূরণে স্মার্টওয়াচ দুটি বিশেষ ফিচার, ডিজাইন ও সাশ্রয়ী দাম– তিনটি শর্ত পূরণ করে। রেডমি ওয়াচ ফাইভ অ্যাকটিভ মডেলে রয়েছে দুই ইঞ্চির ভাইব্রেন্ট এলসিডি ডিসপ্লে, যা স্মুথ ও রেসপন্সিভ। স্ক্রিন-টু-বডি রেশিও ৭০ শতাংশের বেশি হওয়ায় স্মার্ট ওয়াচটি প্রতিমুহূর্তকে আরও বেশি কালারফুল অভিজ্ঞতা দেবে। ম্যাট ফিনিশের ফ্রেম হওয়ায় স্মার্ট ওয়াচটি দেখতে মানানসই, ব্যবহারে দেবে স্মুথ অভিজ্ঞতা। স্মার্ট ওয়াচটি মিডনাইট ব্ল্যাক ও ম্যাট সিলভার রঙে পাওয়া যাবে। রেডমি ওয়াচ ফাইভ লাইট মডেলে রয়েছে ১.

৯৬ ইঞ্চির আমোলেড আলট্রা-ক্লিয়ার লার্জ ডিসপ্লে, যা ন্যাচারাল কালার, যেমন– লাইট গোল্ড বা ব্ল্যাক কালারে পাওয়া যাবে। স্কয়ার স্ক্রিন ডিজাইন আর ওজনে হালকা, যা হাইগ্লস এনসিভিএম ফ্রেমে তৈরি। রয়েছে এওডি মোড। এক্সটেনডেড কল রেঞ্জের সুবিধায় রয়েছে স্বাধীন রিসিভার, যা ফাইভ সিস্টেম জিএনএসএস চিপে নির্মিত। ফলে জিপিএস, গ্যালিলিও, গ্লোনাস, বেইদু, কিউজেডএসএসের সঙ্গে স্যাটেলাইট পজিশনিংয়ের মতো ফিচার সুবিধা দেবে। স্মার্টওয়াচ দুটিতে রয়েছে ডায়নামিক হেলথ ও ফিটনেস ট্র্যাকিং ফিচার। হার্ট রেট ও অক্সিজেন লেভেল পর্যবেক্ষণে আছে কম্প্রিহেনসিভ ফিটনেস ট্র্যাকিং ও মনিটরিং সিস্টেম।
দুটি স্মার্ট ওয়াচেই রানিং, ওয়াকিং, সাইক্লিং, রোয়িং, সুইমিংসহ ১৪০টির বেশি মোড রয়েছে। ফাইভ এটিএম পানি প্রতিরোধক ক্ষমতা থাকায় হালকা বৃষ্টি, হাত ধোয়া বা সুইমিং সময়ে নিরাপত্তা দেবে।
দুটো স্মার্ট ওয়াচে ৪৭০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে, যা টানা ১৮ দিনের ব্যাটারি পরিষেবা দেবে। ফলে বারবার চার্জ দেওয়ার ঝামেলা ছাড়াই দৈনন্দিন সব কাজ করা যাবে বলে নির্মাতারা জানান। 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বোমা’ হামলায় বিএনপি নেতা আহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সন্ত্রাসীদের ‘বোমা’ হামলায় ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ (৩৫) আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার মির্জাপুর মোড়ে হামলাটি হয়।

বিজয়নগর থানার সেকেন্ড অফিসার মনির হোসেন বলেন, ‍“আমরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ চেক করা হবে। এ ঘটনায় অভিযোগ দিলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

আরো পড়ুন:

জমি নিয়ে বিরোধে চিত্রনায়িকা দিতির বাড়িতে হামলা, আহত ২

রাজশাহীতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, নারী নিহত

আহত এনাম খাঁ ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। 

এনাম খাঁ বলেন, “রাতে মির্জাপুর মোড়ে দলীয় কয়েকজন নেতাকর্মীর সঙ্গে চা পান করছিলাম। এসময় সন্ত্রাসীরা মোটরসাইকেলে করে এসে আমাদের সামনে তিনটি বোমা নিক্ষেপ করে চলে যায়। হামলায় আমার হাতের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। বোমার আওয়াজে আমরাসহ আশপাশে থাকা সবাই আতঙ্কিত হয়ে পরি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।”

ঢাকা/মাইনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ