গরুর ধান খাওয়া নিয়ে রক্তাক্ত ৫০ জন
Published: 16th, February 2025 GMT
সুনামগঞ্জের শান্তিগঞ্জে গরুর ধান খাওয়া নিয়ে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার সকাল ৯টার দিকে উপজেলার আস্তমা ও কামরূপদলং গ্রামবাসীর মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত দু’জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, অন্যদের সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় বাতির আলী, সুন্দর আলী ও সুজন মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে আস্তমা গ্রামের আলগা বাড়ির কৃষক বজলু মিয়ার গরু কামরূপদলং গ্রামের কৃষক সুরুজ মিয়ার জমির ধান খেয়ে ফেলে। এ নিয়ে জমিতেই দুই কৃষকের মধ্যে বাগ্বিতণ্ডা ও মারামারি হয়। এর জেরে দুই গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরবর্তীতে রোববার সকালে দু’পক্ষ সংঘর্ষে জড়ায়।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী সমকালকে জানান, দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
স্ত্রীসহ সাবেক সংসদ সদস্য মির্জা আজমের সম্পদ জব্দের আদেশ
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজম ও তাঁর স্ত্রী দেওয়ান আলেয়ার সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ সোমবার এ আদেশ দেন।
দুদকের তথ্য অনুযায়ী, জামালপুরের ১৯ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এর বাইরে মির্জা আজম ও তাঁর স্ত্রীর নামে থাকা ১৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
গত ১২ ডিসেম্বর সাবেক সংসদ সদস্য মির্জা আজম ও তাঁর স্ত্রী দেওয়ান আলেয়ার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক। দুই মামলায় তাঁদের বিরুদ্ধে ৭২ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
মামলায় বলা হয়, মির্জা আজমের ৬০টি ব্যাংক হিসাবে ৭২৫ কোটি ৭০ লাখ ৪২ হাজার ২৩২ টাকা জমা হয়েছে এবং ৭২৪ কোটি ৮৯ লাখ ৯৩ হাজার ৭১৫ টাকা তুলে নেওয়া হয়েছে।