বকেয়া না দেওয়ায় মিলছে না তেল, বন্ধ অ্যাম্বুলেন্স
Published: 16th, February 2025 GMT
বকেয়া টাকা পরিশোধ না করায় পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বাকিতে তেল দিচ্ছে না। এ কারণে রাজশাহীর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি অ্যাম্বুলেন্স প্রায় ছয় দিন ধরে বন্ধ রয়েছে। সেবা বন্ধের নোটিশও টানিয়ে দেওয়া হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। বাড়তি খরচ করে বেসরকারি অ্যাম্বুলেন্সের সেবা নিতে হচ্ছে তাদের।
জানা গেছে, সরকারি অ্যাম্বুলেন্স বন্ধ থাকায় যাদের সামর্থ্য আছে, তারা বেশি টাকা খরচ করে বেসরকারিভাবে সেবা নিচ্ছেন। অ্যাম্বুলেন্সে করে রোগীকে তাঁর জেলা শহরে কিংবা ঢাকায় নিয়ে যাচ্ছেন। আর যাদের নিম্ন আয়, তাদের সামর্থ্য নেই। তারা রোগীর অবস্থা গুরুতর হলেও স্বাস্থ্য কমপ্লেক্সে রেখেই চিকিৎসাসেবা নিতে বাধ্য হচ্ছেন।
সরেজমিন দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর-পূর্ব পাশে গাড়ি রাখার গ্যারেজ রয়েছে। এর মধ্যে দুটি অ্যাম্বুলেন্স তালাবদ্ধ অবস্থায় রাখা রয়েছে। সংশ্লিষ্টরা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহীর ভাড়া দেড় থেকে ২ হাজার টাকা নেওয়া হয়। সরকারি অ্যাম্বুলেন্সের এ ভাড়া ৬০০ টাকা।
পৌর সদরের বাসিন্দা শাকিল বলছিলেন, তিনি তাঁর অসুস্থ চাচিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসক। সরকারি অ্যাম্বুলেন্স নিতে চাইলে তাঁকে জানানো হয়, এ সেবা বন্ধ রয়েছে। তাঁকে প্রায় চার গুণ টাকা দিয়ে বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করতে হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, এলাকার পাঁচ থেকে ছয় লাখ মানুষের স্বাস্থ্যসেবার ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন শতাধিক রোগী এখানে চিকিৎসাসেবা নিতে আসেন। ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসা না পেলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী বা ঢাকায় যেতে হয়। এ জন্য অ্যাম্বুলেন্সের প্রয়োজন পড়ে। সরকারিভাবে এ সেবা না পেয়ে বিপদে পড়ছেন রোগী ও স্বজন।
তালন্দ ইউনিয়নের বাসিন্দা সোহেল রানার ভাষ্য, তাঁর ছোট ভাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় বিপদে পড়তে হয়। সময়মতো অ্যাম্বুলেন্স না পেয়ে পরে দেড় হাজার টাকা দিয়ে মাইক্রোবাস ভাড়া করেন। এভাবে রাজশাহীতে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেছেন।
কর্তৃপক্ষ বলছে, তেলের বরাদ্দ না থাকায় এ সমস্যা তৈরি হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে আবার অ্যাম্বুলেন্স সেবা চালু করা যাবে। কবে নাগাদ এ সেবা চালু হবে, তা বলতে পারেননি কর্মকর্তারা। স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের চালক আবদুস সালাম বলেন, তেলের বরাদ্দ না আসায় সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। পাম্পে তেলের বাকি আছে প্রায় ১০ লাখ টাকা। তারা আর বাকি দিতে রাজি না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ১০ ফেব্রুয়ারি থেকে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.
এ বিষয়ে রাজশাহীর সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মাহবুবা খাতুন বলেন, তানোরসহ কিছু উপজেলায় সমস্যা হয়েছে। তেলের বরাদ্দ যাতে দ্রুত পাওয়া যায়, সে জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। শিগগিরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর অ্যাম্বুলেন্স সমস্যার বিষয়টি সমাধান হয়ে যাবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: স ব স থ য কমপ ল ক স বর দ দ বন ধ র উপজ ল সরক র
এছাড়াও পড়ুন:
কথা রাখেনি দীঘি,যোগ হলেন পূজা
বছরের শুরুতে ‘টগর’ নামে নতুন এক সিনেমার নাম ঘোষণা করেন পরিচালক আলোক হাসান। অ্যানাউন্সমেন্ট টিজারে সেদিন নায়ক আদর আজাদের সঙ্গে দেখা গিয়েছিল প্রার্থনা ফারদীন দীঘিকে। দেড় মাস পর জানা গেল, ‘টগর’ নামের সেই ছবি থেকে বাদ পড়েছেন দীঘি। আর দীগি যে চরিত্রের জন্য চূড়ান্ত হয়েছিলেন, সেটি করছেন পূজা চেরী। এরই মধ্যে দীঘিকে বাদ দিয়ে পূজা চেরীর সঙ্গে চুক্তিপত্রের আনুষ্ঠানিকতা সেরে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। আজ শনিবার প্রকাশিত হওয়া মোশন পোস্টারে আদর আজাদের সঙ্গে দেখা গেল পূজা চেরীকে।
দীঘিকে বাদ দেওয়ার বিষয়ে জানতে পরিচালক আলোক হাসান বলেন, ‘দীঘির মধ্যে পেশাদারত্বের অভাব পেয়েছি। আমাদের সঙ্গে ছবিটি নিয়ে কথাবার্তা হওয়ার পর থেকেই কোনো ধরনের যোগাযোগ করেনি। স্ক্রিপ্ট পর্যন্ত পড়েনি। এমনকি তাঁর সঙ্গে ছবিটি নিয়ে আরও যা যা বিষয়ে কথাবার্তা হয়েছে, কোনো কথা রাখেননি দীঘি। তাই আমাদেরকে বাধ্য হয়ে ছবিটি থেকে দীঘিকে বাদ দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে হয়েছে।’
তবে দীঘির সঙ্গে আমার ব্যক্তিগত কোনো জটিলতা নেই। একজন পরিচালক হিসেবে নায়িকার মধ্যে পেশাদারি আচরণ না দেখার কারণে আমাকে এ সিদ্ধান্ত নিতে হয়েছে। এটা পুরোপুরি ছবির স্বার্থে। তা না হলে একজন শিল্পীকে সাইন করিয়ে, টিজার শুট করিয়ে তাঁকে বাদ দেওয়ার তো কোনো কারণ নেই। একটা টিজার শুট করার পেছনেও তো বিনিয়োগ করতে হয়েছে। সেটাও তো কোনো ছোট বিনিয়োগ নয়।