Samakal:
2025-03-29@07:27:40 GMT

স্মার্টফোনে সেরা মুহূর্ত

Published: 16th, February 2025 GMT

স্মার্টফোনে সেরা মুহূর্ত

ভালোবাসার আনন্দঘন সব মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বিশেষ প্রচারণা ঘোষণা করেছে প্রযুক্তি ব্র্যান্ড। ভালোবাসা দিবসের ধারাবাহিকতা উদযাপনে প্রিয়জনের সঙ্গে সেরা সব মুহূর্ত ভাগ করে নিতে চলছে সারপ্রাইজ লাভ উইথ ইনফিনিক্স প্রচারণা, যা শেষ হবে ২২ ফেব্রুয়ারি।
ভালোবাসা, হাসি ও চমক
ভালোবাসার আবেশ সবার মাঝে ছড়িয়ে দিতে চলতি বছর অনলাইন আর অফলাইনে প্রচারণা চলছে। যার মধ্যে রয়েছে সোশ্যাল মিডিয়া কনটেস্ট, যেখানে আগ্রহীদের বিশেষ কোনো স্মরণীয়, আবেগঘন বা মজার ছবি বা ভিডিও শেয়ার করতে হবে। 
শুধু সঙ্গীর সঙ্গে হতে হবে– এমন কোনো বাধ্যবাধকতা নেই। হতে পারে বাবা-মা, ভাইবোন, পরিবারের সদস্য বা বন্ধুদের সঙ্গে কাটানো কোনো বিশেষ মুহূর্ত। শেয়ার করার সময় #SurpriseLovewithInfinix হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। তিনজন বন্ধুকে একসঙ্গে ট্যাগ করে প্রতিযোগিতায় অংশ নিতে আমন্ত্রণ জানাতে হবে।
বিক্রয়োত্তর সেবা 
ইভেন্টের অংশ হিসেবে ব্র্যান্ডটি সার্ভিস সেন্টার কার্লকেয়ার বিশেষ বুথ স্থাপন করেছে, যেখানে প্রিমিয়াম বিক্রয়োত্তর পরিষেবা দেওয়া হবে। ইভেন্টে উপস্থিত শিক্ষার্থীরা ওয়ারেন্টির বাইরে থাকা ডিভাইস সার্ভিসে বিশেষ ছাড়, বিনামূল্যে সার্ভিস চার্জ, সফটওয়্যার আপডেট ছাড়াও ফোন ক্লিনিং সার্ভিস পাবেন, যা ডিভাইসে সুরক্ষা দেবে।
সহজে স্মার্টফোন কেনা
শিক্ষার্থীদের জন্য ব্র্যান্ডের উদ্যোগে স্মার্টফোন কেনা আরও সহজ করতে পাম পে ইভেন্টে কার্ডলেস সমান মাসিক কিস্তি (ইএমআই সুবিধা দেবে। ফলে শিক্ষার্থীরা সহজে স্মার্টফোন কেনার সুযোগ নিতে পারবেন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বিশ্বের সবচেয়ে দ্রুততম গতির ১০ প্রাণী

ফাইল ছবি: রয়টার্স

সম্পর্কিত নিবন্ধ