Samakal:
2025-02-22@17:16:14 GMT

স্মার্টফোনে সেরা মুহূর্ত

Published: 16th, February 2025 GMT

স্মার্টফোনে সেরা মুহূর্ত

ভালোবাসার আনন্দঘন সব মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বিশেষ প্রচারণা ঘোষণা করেছে প্রযুক্তি ব্র্যান্ড। ভালোবাসা দিবসের ধারাবাহিকতা উদযাপনে প্রিয়জনের সঙ্গে সেরা সব মুহূর্ত ভাগ করে নিতে চলছে সারপ্রাইজ লাভ উইথ ইনফিনিক্স প্রচারণা, যা শেষ হবে ২২ ফেব্রুয়ারি।
ভালোবাসা, হাসি ও চমক
ভালোবাসার আবেশ সবার মাঝে ছড়িয়ে দিতে চলতি বছর অনলাইন আর অফলাইনে প্রচারণা চলছে। যার মধ্যে রয়েছে সোশ্যাল মিডিয়া কনটেস্ট, যেখানে আগ্রহীদের বিশেষ কোনো স্মরণীয়, আবেগঘন বা মজার ছবি বা ভিডিও শেয়ার করতে হবে। 
শুধু সঙ্গীর সঙ্গে হতে হবে– এমন কোনো বাধ্যবাধকতা নেই। হতে পারে বাবা-মা, ভাইবোন, পরিবারের সদস্য বা বন্ধুদের সঙ্গে কাটানো কোনো বিশেষ মুহূর্ত। শেয়ার করার সময় #SurpriseLovewithInfinix হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। তিনজন বন্ধুকে একসঙ্গে ট্যাগ করে প্রতিযোগিতায় অংশ নিতে আমন্ত্রণ জানাতে হবে।
বিক্রয়োত্তর সেবা 
ইভেন্টের অংশ হিসেবে ব্র্যান্ডটি সার্ভিস সেন্টার কার্লকেয়ার বিশেষ বুথ স্থাপন করেছে, যেখানে প্রিমিয়াম বিক্রয়োত্তর পরিষেবা দেওয়া হবে। ইভেন্টে উপস্থিত শিক্ষার্থীরা ওয়ারেন্টির বাইরে থাকা ডিভাইস সার্ভিসে বিশেষ ছাড়, বিনামূল্যে সার্ভিস চার্জ, সফটওয়্যার আপডেট ছাড়াও ফোন ক্লিনিং সার্ভিস পাবেন, যা ডিভাইসে সুরক্ষা দেবে।
সহজে স্মার্টফোন কেনা
শিক্ষার্থীদের জন্য ব্র্যান্ডের উদ্যোগে স্মার্টফোন কেনা আরও সহজ করতে পাম পে ইভেন্টে কার্ডলেস সমান মাসিক কিস্তি (ইএমআই সুবিধা দেবে। ফলে শিক্ষার্থীরা সহজে স্মার্টফোন কেনার সুযোগ নিতে পারবেন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কথা রাখেনি দীঘি,যোগ হলেন পূজা

বছরের শুরুতে ‘টগর’ নামে নতুন এক সিনেমার নাম ঘোষণা করেন পরিচালক আলোক হাসান। অ্যানাউন্সমেন্ট টিজারে সেদিন নায়ক আদর আজাদের সঙ্গে দেখা গিয়েছিল প্রার্থনা ফারদীন দীঘিকে। দেড় মাস পর জানা গেল, ‘টগর’ নামের সেই ছবি থেকে বাদ পড়েছেন দীঘি। আর দীগি যে চরিত্রের জন্য চূড়ান্ত হয়েছিলেন, সেটি করছেন পূজা চেরী। এরই মধ্যে দীঘিকে বাদ দিয়ে পূজা চেরীর সঙ্গে চুক্তিপত্রের আনুষ্ঠানিকতা সেরে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। আজ শনিবার প্রকাশিত হওয়া মোশন পোস্টারে আদর আজাদের সঙ্গে দেখা গেল পূজা চেরীকে।

দীঘিকে বাদ দেওয়ার বিষয়ে জানতে পরিচালক আলোক হাসান বলেন, ‘দীঘির মধ্যে পেশাদারত্বের অভাব পেয়েছি। আমাদের সঙ্গে ছবিটি নিয়ে কথাবার্তা হওয়ার পর থেকেই কোনো ধরনের যোগাযোগ করেনি। স্ক্রিপ্ট পর্যন্ত পড়েনি। এমনকি তাঁর সঙ্গে ছবিটি নিয়ে আরও যা যা বিষয়ে কথাবার্তা হয়েছে, কোনো কথা রাখেননি দীঘি। তাই আমাদেরকে বাধ্য হয়ে ছবিটি থেকে দীঘিকে বাদ দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে হয়েছে।’
তবে দীঘির সঙ্গে আমার ব্যক্তিগত কোনো জটিলতা নেই। একজন পরিচালক হিসেবে নায়িকার মধ্যে পেশাদারি আচরণ না দেখার কারণে আমাকে এ সিদ্ধান্ত নিতে হয়েছে। এটা পুরোপুরি ছবির স্বার্থে। তা না হলে একজন শিল্পীকে সাইন করিয়ে, টিজার শুট করিয়ে তাঁকে বাদ দেওয়ার তো কোনো কারণ নেই। একটা টিজার শুট করার পেছনেও তো বিনিয়োগ করতে হয়েছে। সেটাও তো কোনো ছোট বিনিয়োগ নয়।

টগর সিনেমার লুকে চিত্রনায়িকা পূজা চেরী। ছবি: নির্মাতার সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ