গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ
Published: 16th, February 2025 GMT
প্রথম বর্ষের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মার্কেটিং বিভাগ ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের গেট আটকিয়ে দুই বিভাগের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আল-আমিন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে মার্কেটিং ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীকে মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল-আমীন শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে মোবাইল করে প্রেম নিবেদন করেন এবং তাকে রুমের বাইরে আসতে জোরাজুরি করেন। এতে ওই ছাত্রী ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের কয়েকজন শিক্ষার্থী ক্ষিপ্ত হয়ে আল আমিনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজের সামনে রাত ২টায় মারধর করে গুরুতর আহত করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, আল-আমীনকে মারধরের ঘটনার বিচার চেয়ে রবিবার দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা। পরে দুপুর ২টার দিকে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছাত্রীকে উত্ত্যক্ত করার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেন। সেখানে তারা আল-আমীনের শাস্তি দাবি করেন।
বিষয়টি জানতে পেরে দুপুর ৩টার দিকে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের কয়েকজন শিক্ষার্থী পরীক্ষা দিতে এলে মার্কেটিং বিভাগের কিছু শিক্ষার্থী তাদের মারধর করেন বলে অভিযোগ পাওয়া যায়। এ নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা একাডেমিক ভবনের গেট আটকিয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অবরুদ্ধ করেন।
এ বিষয় মার্কেটিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহেল হোসেন বলেন, “আমরা একাডেমিক ভবনের দুই পাশে অবস্থান নিচ্ছিলাম। আমাদের যারা লাইব্রেরির দিকে গেটে ছিল তাদের উপর ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা উপর থেকে ইট ও কাঠের টুকরা নিক্ষেপ করে। ফেস টু ফেস ওভাবে সংঘর্ষ হয়নি।”
তিনি বলেন, “মার্কেটিং বিভাগের শিক্ষার্থীর সঙ্গে ম্যানেজমেন্ট বিভাগের ওই মেয়ের সঙ্গে প্রেম ছিল। ওই মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে ম্যানেজমেন্ট বিভাগের পোলাপান ওই ছেলেকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে মারধর করে।”
তবে ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ বিভাগের শিক্ষার্থী আবুল কালাম বলেন, “ম্যানেজমেন্ট বিভাগের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার কারণে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এর একপর্যায়ে মারামারিও হয়। এরই জেরে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা আমাদের পরীক্ষা দিতে যেতে বাধা দেয় এবং আমাদের তালা দিয়ে অবরুদ্ধ করে রাখে।”
সংঘর্ষের বিষয়ে কথা বলতে প্রক্টর সহযোগী অধ্যাপক ড.
ঢাকা/রিশাদ/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ প লগঞ জ বর ষ র স ঘর ষ ম রধর
এছাড়াও পড়ুন:
আটকে পড়া অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে ১০ কেজি ওজনের একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাসুম আলম এবং কর্ণফুলি রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. আবু কাওসার সাপটিকে জাতীয় উদ্যানে অবমুক্ত করেন।
এসময় কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীনসহ বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাসুম আলম বলেন, “আজ সকাল সাড়ে ৮টায় কাপ্তাই রেঞ্জের রামপাহাড় বিট সংলগ্ন শিলছড়িতে পরিত্যাক্ত নেটে ১০ কেজি ওজনের একটি অজগর সাপ আটকা পড়ার পাই। খবর জানার সাথে সাথে বন বিভাগের কর্মীরা সাপটিকে উদ্ধার করে। পরে সেটিকে অক্ষত অবস্থায় কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।”
ঢাকা/শংকর/এস