বিনোদন–দুনিয়ায় টিকে থাকা কঠিন
Published: 16th, February 2025 GMT
‘অগ্নি’তে প্রতীক গান্ধী, দিব্যেন্দু শর্মার মতো অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন সায়ামি খের। রাহুল ঢোলাকিয়া পরিচালিত ছবিটি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘ছবিটির মাধ্যমে এমন সব মানুষের গল্প আমরা বলতে পেরেছি, যাঁদের কথা এত দিন সেভাবে বলা হয়নি। আর এ জন্য আমরা সত্যি লজ্জিত।
আরও পড়ুন‘অগ্নি’কন্যা হয়ে আসছেন সায়ামি০২ ডিসেম্বর ২০২৪সিনেমাটি আমাকে মানসিক ও শারীরিকভাবে প্রভাবিত করেছে। অগ্নির জন্য আমাকে অন্য এক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে। তবে আমি খুশি যে সেই সব চ্যালেঞ্জ আমি উতরে যেতে পেরেছি।’
শুধু অভিনয় নয়, খেলাধুলায়ও সায়ামি সমান পারদর্শী। গত বছর সম্মানীয় ‘আয়রনম্যান ট্রায়াথলন’ সম্পূর্ণ করেছেন সায়ামি, প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে ‘আয়রনম্যান’ হয়ে সৃষ্টি করেছেন ইতিহাস।
সায়ামি খের। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এমএলএসে সবচেয়ে দামি নন মেসিরা, শীর্ষে কারা
মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুম শুরু হচ্ছে আগামীকাল। নতুন মৌসুমের প্রথম দিনেই মাঠে নামছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। এর আগে কানসাসের চিলড্রেনস মার্সি পার্কে মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বছরের প্রথম ম্যাচ খেলতে নেমে আলোচনায় এসেছেন মেসি।
কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের ম্যাচটিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গোল করে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। এদিকে আজ থেকে মেসিরা শুরু করেছে এমএলএসের লড়াইও।
গত মৌসুমে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে সাপোর্টাস শিল্ড জিতেছিল মেসির মায়ামি, কিন্তু জেতা হয়নি এমএলএস কাপের শিরোপা। এবার সেই অধরা শিরোপায় চোখ রেখেই নতুন মৌসুম শুরু করেছে দলটি।
আরও পড়ুনমাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মেসির গোলে জিতল মায়ামি২০ ফেব্রুয়ারি ২০২৫এর মধ্যে এমএলএসের নতুন মৌসুম শুরুর প্রাক্কালে এই লিগের সবচেয়ে দামি দলের নাম সামনে এসেছে ফোর্বস। তবে দামের এ তালিকায় শীর্ষে উঠতে ব্যর্থ হয়েছে মেসির মায়ামি। সবচেয়ে দামি স্কোয়াড বিবেচনায় সবার ওপরে জায়গা করে নিয়েছে লস অ্যাঞ্জেলেস ফুটবল ক্লাব (এলএএফসি)। ফোর্বসের প্রকাশিত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, এলএএফসির মূল্য ১২৫ কোটি ডলার। ক্লাবটির দাম আগের বছরের চেয়ে ৪ শতাংশ বেড়েছে। পাশাপাশি এই দাম লিগের ২৯ দলের মূল্যের গড়ের চেয়ে ৬৯ কোটি ডলার বেশি।
এমএলএসে সবচেয়ে দামি দল এলএএফসি