মানুষ সংস্কার নয়, সংসার বোঝে: সালাহ উদ্দিন আহমদ
Published: 16th, February 2025 GMT
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ‘মানুষ সংস্কারের চেয়ে সংসার বেশি বোঝে। বেশি সংস্কার সংস্কার করে দ্রব্যমূল্যের দাম বাড়াবেন না। দ্রুত নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা বুঝিয়ে দিন।’
আজ রোববার বিকেলে ফেনী শহরের মিজান ময়দানে বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সালাহ উদ্দিন আহমদ এ কথা বলেন। জেলা বিএনপির আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার।
প্রধান অতিথি সালাহ উদ্দিন আহমদ অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, ইউনূস সরকারের মধ্যে হাসিনার দোসররা রয়েছে। তাঁদের বাদ দিতে হবে। স্থানীয় সরকার নির্বাচনের এখতিয়ার আপনাদের নেই। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন মেনে নেওয়া হবে না। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।
সালাহ উদ্দিন আহমদ শেখ হাসিনার বিচার দাবি করে বলেন, স্বাধীনতা–পরবর্তী সময়ে শেখ হাসিনা কয়েকবার পালিয়েছেন। হাজার মাইল দূরে বসে আওয়ামী লীগ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। আওয়ামী লীগের ইতিহাস হত্যার ইতিহাস, বাকশালের ইতিহাস, পালানোর ইতিহাস। জনগণের দাবি, আওয়ামী লীগের বিচার করতে হবে। রাজনীতি করতে পারবে কি না, নির্বাচন করতে পারবে কি না, সেটি সময় বলে দেবে। আগে তাদের বিচার নিশ্চিত করতে হবে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী ও আনোয়ার হোসেন পাটোয়ারীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবদীন ভিপি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, প্রশিক্ষণ বিষয়ক সহসম্পাদক রেহানা আক্তার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহানা আক্তার প্রমুখ।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মুজিবুর রহমান স্বর্ণপদক পেলেন ঢাবির ৬ শিক্ষার্থী
২০২২ সালে বিএস (সম্মান) ও এমএস পরীক্ষায় অসাধারণ সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ এবং ফলিত গণিত বিভাগের ছয়জন মেধাবী শিক্ষার্থীকে ‘এ এফ মুজিবুর রহমান স্বর্ণপদক’ প্রদান করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এএফ মুজিবুর রহমান গণিত ভবন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ স্বর্ণপদক ও সনদ তুলে দেওয়া হয়। এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঢাবির গণিত বিভাগ ও ফলিত গণিত বিভাগ এ আয়োজন করেছে।
গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাপলা শিরিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম নূরুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ফেরদৌস।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, “বিজ্ঞানের অগ্রযাত্রায় গণিতের বড় ভূমিকা রয়েছে। গণিতকে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় ও বোধগম্য করে উপস্থাপন করতে হবে। গণিত ভীতি দূর করতে এ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের কার্যকর ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে এগিয়ে আসার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে অ্যালামনাইসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে সম্পর্ক জোরদার করতে হবে।”
স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- গণিত বিভাগের মো. মিনহাজ উদ্দিন তূর্য, শোভা ইসলাম ও শিমু আক্তার এবং ফলিত গণিত বিভাগের সাইফুল ইসলাম, নাফিয়া মল্লিক ও মো. ইব্রাহিম খলিল।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ এসব মেধাবী শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক ও সনদ তুলে দেন। স্বর্ণপদক প্রদান শেষে বিভাগ দুটির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
ঢাকা/সৌরভ/মেহেদী