আগ্রহ বেড়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ারে, লেনদেনও বেড়েছে
Published: 16th, February 2025 GMT
শেয়ারবাজারে আবারও লেনদেনে শীর্ষ পর্যায়ে উঠে এসেছে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল ব্যাংকটি। আজ ঢাকার বাজারের মোট লেনদেনের সোয়া ৩ শতাংশই ছিল ব্যাংকটির দখলে।
বাজার–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সামনে ব্র্যাক ব্যাংকসহ ব্যাংক খাতের কোম্পানিগুলোর লভ্যাংশের ঘোষণা রয়েছে। গত ডিসেম্বরে সমাপ্ত হিসাব বছর শেষে ব্যাংকগুলো এ লভ্যাংশ ঘোষণা করবে। সাধারণত মার্চ–এপ্রিলে ব্যাংকগুলোর লভ্যাংশের ঘোষণা আসে। লভ্যাংশের ঘোষণা সামনে রেখে দেশি–বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহও বাড়ে ভালো মানের ব্যাংকের শেয়ারের প্রতি।
ব্র্যাক ব্যাংক গত বছরের প্রথম ৯ মাসের (জানুয়ারি–সেপ্টেম্বর) যে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে ব্যাংকটির মুনাফা আগের বছরের একই সময়ের চেয়ে ৬৬ শতাংশ বেড়েছে। গত বছরের প্রথম ৯ মাসে ব্যাংকটি ৮৭১ কোটি টাকার বেশি মুনাফা করেছে। ২০২৩ সালের একই সময়ে এ মুনাফার পরিমাণ ছিল ৫২৬ কোটি টাকা। ব্যাংকটির মুনাফার এ তথ্য ব্যাংকটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহী করে তুলেছে বলে মনে করছেন ব্যাংক–সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জানতে চাইলে ডিএসইর ব্রোকারেজ হাউসমালিকদের সংগঠন ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত বছরের প্রথম ৯ মাসে ব্র্যাক ব্যাংক খুব ভালো মুনাফা করেছে। শেষ তিন মাসে এ মুনাফা আরও বাড়বে। তাই বিনিয়োগকারীরা আশা করছেন, বছর শেষে ব্যাংকটি ভালো মুনাফা ঘোষণা করতে পারে। এ কারণে ব্যাংকটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। তাতে বাড়ছে লেনদেন ও শেয়ারের দাম।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত এক মাসে ব্র্যাক ব্যাংকের শেয়ারের বাজারমূল্য ৪ টাকা ৩০ পয়সা বা প্রায় ৯ শতাংশ বেড়েছে। গত ১৯ জানুয়ারি ব্যাংকটির শেয়ারের বাজারমূল্য ছিল ৪৮ টাকা ৮০ পয়সা। গতকাল দিন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ টাকা ১০ পয়সায়।
ডিএসইর তথ্য অনুযায়ী, উদ্যোক্তা–পরিচালকদের বাইরে ব্যাংকটির যত শেয়ার রয়েছে, তার বড় অংশই বিদেশি বিনিয়োগকারীদের হাতে। ব্যাংকটির মোট শেয়ারের ৩২ শতাংশের বেশি রয়েছে বিদেশিদের হাতে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে সোয়া ১৪ শতাংশ শেয়ার। ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে প্রায় সাড়ে ৭ শতাংশ শেয়ার। এ ছাড়া উদ্যোক্তা–পরিচালকদের হাতে রয়েছে প্রায় ৪৬ শতাংশ শেয়ার।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ড্যাফোডিল কম্পিউটার্সের নাম পরিবর্তনে ডিএসইর সম্মতি
পুঁজিবাজারে তথ্য ও প্রযুক্তি খাতে তালিকাভুক্ত কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এরই ধরাবাহিকতায় কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির কাছে নাম পরিবর্তনের অনুমতি চায়। সার্বিক দিক বিবেচনা করে দিয়েছে ব্যাংকটিকে নাম পরিবর্তন করার অনুমতি দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটির নাম ‘ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড’ এর পরিবর্তে ‘ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। রবিবার (২৩ ফেব্রুয়ারি) থেকে কোম্পানিটির নতুন নাম কার্যকর হবে।
নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
ঢাকা/এনটি/ইভা