অনলাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি খাঁন মোহাম্মদ আক্তারুজ্জামানের সর্বোচ্চ শাস্তি এবং তার বেদখলকৃত সম্পত্তি ফেরতের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।‌

রোববার দুপুরে রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্ত্বরের অনলাইন গ্রুপের প্রধান কার্যালয়ের সামনে ভুক্তভোগী ও এলাকাবাসী আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়।

‘ঢাকা ক্যান্টনমেন্ট মানিকদী, মাটিকাটা, ভাষানটেক এলাকার ভুক্তভোগী এলাকাবাসীর’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন স্বপ্না আক্তার, মেজর (অব.

) হারুন, ব্যারিস্টার সারোয়ার হোসেন, আইয়ুব আলী, আশরাফ আলী প্রমুখ। 

বক্তরা অভিযোগ করেন, খাঁন মোহাম্মদ আক্তারুজ্জামান গত আওয়ামী লীগ সরকারের শাসনামলে প্রভাবশালীদের সহযোগিতায় এলাকার বহু মানুষের জমি, ফ্ল্যাট, বাড়ি ও অন্যান্য সম্পত্তিসহ ইসিবি চত্ত্বরের বিভিন্ন দোকানপাট জোরপূর্বক দখল করেছেন। এছাড়া ব্যাংক থেকে শত শত কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছেন। তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ হওয়ায় আওয়ামী লীগ আমলে তার ভয়ে কেউ কথা বলতো পারতেন না। ভুক্তভোগীরা দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন দপ্তরে ধর্না দিলেও তার রাজনৈতিক প্রভাবের কারণে ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন।

তারা আরও বলেন, আক্তারের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা ছাড়াও জুলাই-আগষ্ট গণআন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর অভিযোগ রয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আইনশৃঙ্খলাবাহিনী তাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। এই অবস্থায় তার সুষ্ঠু বিচার ও ভুক্তভোগীদের সম্পত্তি ফেরতের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান ভুক্তভোগীরা। 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ফটো জার্নালিস্টদের জন্য বরাদ্দ ভবনের একাংশ অবৈধ দখলের প্রতিবাদ

সংগঠনের নামে বরাদ্দ দেওয়া ভবনের একাংশ অবৈধভাবে দখল ও ভাড়া দেওয়ায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ)। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে ফটো সাংবাদিকরা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর আফরোজা হক ও তার বহিরাগত সহযোগী নিজামী গং বিপিজেএ–এর নামে সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া বাড়ির একাংশ জোরপূর্বক দখলে রেখে অবৈধভাবে ভাড়া দিচ্ছেন। অবৈধ দখল ও ভাড়া দেওয়া ছাড়াও অভিযুক্ত ব্যক্তিরা গত ২০ এপ্রিল রাতের আঁধারে ওই বাড়ির দ্বিতীয় তলার দেয়াল হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেছেন।

তারা বলেন, এ নিয়ে আলোচনা করেও কোনো সমাধান পাওয়া যায়নি। এতে সংগঠনের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এ পরিস্থিতিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

মানববন্ধনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদারসহ সংগঠনের সব ফটো সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন কর্মসূচিকে সমর্থন জানিয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশিদ আলম, সহ-সভাপতি রাশেদুল হক, কোষাধক্ষ্য আলমগীর হোসেন বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি

সম্পর্কিত নিবন্ধ

  • মালয়েশিয়াসহ সব শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • থানার পাশে অবৈধ বালুমহাল, ওসির প্রত্যাহার চাইলেন বিএনপি নেতা
  • রেজিস্ট্রারের অসদাচরণের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ
  • মালয়েশিয়াসহ সব শ্রমবাজার দ্রুত খোলার দাবি জানাল বায়রা
  • ফেনীতে একাধিক সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ
  • রাতে বালুর ট্রাকের টাকা গুনে নিচ্ছে পুলিশ
  • প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ, স্কুলে তালা
  • গুম শিক্ষার্থীদের ফেরত দাবি জবি হিউম্যান রাইটস সোসাইটির
  • রাসূল (সা.)-কে নিয়ে কটুক্তিকারী ইবি কর্মকর্তার বহিষ্কার দাবি
  • ফটো জার্নালিস্টদের জন্য বরাদ্দ ভবনের একাংশ অবৈধ দখলের প্রতিবাদ