রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নিম্ন আয়ের পরিবারের ছাত্রীদের বৃত্তি প্রদানের উদ্যোগ নিয়েছে ব্র্যাক ব্যাংক। এর আওতায় রাবির স্নাতক (সম্মান) প্রথম ও দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত নিম্ন আয়ের পরিবার থেকে আগত ১৫০ জন করে ৩০০ ছাত্রীকে মাসে ৫ হাজার টাকা হারে সর্বোচ্চ ২ বছর এই বৃত্তি প্রদান করবে ব্যাংকটি।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় তারা স্কলারশিপ’ শীর্ষক এ বৃত্তি প্রদানের লক্ষ্যে রাবি উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব ও ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মো.

সাব্বির হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

বৃত্তির জন্য ছাত্রীদের উচ্চমাধ্যমিক বা সমপর্যায়ে জিপিএ ৫.০০ থাকতে হবে এবং বৃত্তি চলাকালে পরীক্ষায় কমপক্ষে সিজিপিএ ৩.০০ পেতে হবে।

এ সময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার, ব্র্যাক ব্যাংকের মানবসম্পদ ও যোগাযোগ বিভাগের প্রধান ইকরাম কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে রাবির শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষার্থীদের ভবিষ্যত কর্মজীবনের পরিকল্পনা ও তার প্রস্তুতি সম্পর্কে পরামর্শ দেওয়া হয়।

এতে রাবি উপাচার্য, প্রক্টর, ছাত্র-উপদেষ্টা, জনসংযোগ দপ্তরের প্রশাসক, ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, প্রধান পরিচালন কর্মকর্তা, মানবসম্পদ ও যোগাযোগ বিভাগের প্রধানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ঢাকা/ফাহিম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপ চ র য

এছাড়াও পড়ুন:

শ্রমিক কল্যাণ তহবিলে লভ্যাংশের অর্থ জমা দিল ট্র্রান্সকম গ্রুপ

ট্রান্সকম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ট্রান্সকম বেভারেজেস লিমিটেড, ট্রান্সকম ফুডস লিমিটেডসহ অন্যান্য প্রতিষ্ঠানের পক্ষে শ্রমিক কল্যাণ তহবিলে বার্ষিক লভ্যাংশের শূন্য দশমিক ৫ শতাংশ প্রদান করেছে। মোট ১ কোটি ২৫ লাখ ৩০ হাজার ৪৮৬ টাকা সরকার নির্ধারিত এই তহবিলে জমা দেওয়া হয়েছে।

গতকাল রোববার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান আনুষ্ঠানিকভাবে ট্রান্সকম গ্রুপের পক্ষ থেকে এই চেক গ্রহণ করেন। ট্রান্সকম গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন ট্রান্সকম লিমিটেডের করপোরেট মানবসম্পদ বিভাগের প্রধান মো. সাব্বির আলী, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মানবসম্পদ প্রধান মো. রফিকুল ইসলাম ও ট্রান্সকম লিমিটেডের অর্থ বিভাগের উপব্যবস্থাপক এইচ এম রুমান উদ্দিন। অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুনির হোসেন খান এবং অন্যান্য গুরুত্ব ব্যক্তি উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তি।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান ট্রান্সকম গ্রুপের এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, ট্রান্সকম গ্রুপ শুরু থেকেই নৈতিকতার মানদণ্ড মেনে চলে। ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত লতিফুর রহমান থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি সৎ ও দায়িত্বশীল ব্যবসায়িক নীতি মেনে চলে আসছে। তিনি আরও বলেন, ট্রান্সকমের এই অবদান দেশের অন্যান্য প্রতিষ্ঠানের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এবং বৃহত্তর স্বার্থে সবাইকে শ্রমিক কল্যাণে এগিয়ে আসার অনুপ্রেরণা জোগাবে।

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের এই তহবিল থেকে অসহায় শ্রমিকদের সহায়তা, মৃত শ্রমিকদের পরিবারের জন্য অনুদান, শিক্ষাবৃত্তি ও জরুরি চিকিৎসা ব্যয়ের জন্য অর্থ ব্যয় করা হয়। ট্রান্সকম গ্রুপ ভবিষ্যতেও শ্রমিকদের কল্যাণে এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • শ্রমিক কল্যাণ তহবিলে লভ্যাংশের অর্থ জমা দিল ট্র্রান্সকম গ্রুপ