আইনজীবী সমিতিতে বসন্ত বরণ উৎসব
Published: 16th, February 2025 GMT
নারায়ণগঞ্জ আদালতের নারী বিচারক এবং নারী আইনজীবীদের নিয়ে বসন্ত বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বার ভবনের তৃতীয় তলায় দিনব্যাপী এ আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধানের সার্বিক তত্ত্বাবধানে এবং সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এডভোকেট আসমা হেলেন বিথির সঞ্চালনায় অনুষ্ঠিত বসন্ত বরণ উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতি: জেলা ও দায়রা জজ হুমায়রা তাসমিন, যুগ্ম জেলা ও দায়রা জজ ফারজানা আক্তার, অতি: যুগ্ম জেলা ও দায়রা জজ সানজিদা সরওয়ার, সিনিয়র সহকারী জজ ৪র্থ আদালত শাহিনুর আক্তার, সিনিয়র সহকারী জজ (সোনারগাঁ আদালত) মোহসিনা ইসলাম, সিনিয়র সহকারী জজ (বন্দর আদালত) শারমিন আক্তার পিংকি, সহকারী জজ (আড়াইহাজার আদালত) জিনিয়া আক্তার, অতি: চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো আবদুল্লাহ আল মাসুম, সিনিয়র জুডিশিয়াল ম ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিন, সিনিয়র জুডিশিয়াল ম ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বীথি, জেলা লিগ্যাল এইড অফিসার মুক্তা মন্ডল, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, জেলা পিপি এডভোকেট আবুল কালাম আজাদ জাকিরসহ সকল নারী বিচারক এবং নারী আইনজীবীবৃন্দ।
আগত অতিথিরা কেক কেটে বসন্ত বরণ উৎসবের উদ্বোধন করেন। এ সময় নারী বিচারকবৃন্দ এবং নারী আইনজীবীবৃন্দ বাসন্তী রং শাড়ি পড়ে নতুন দিনের নতুন বসন্তকে বরণ করে নেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আইনজ ব সহক র
এছাড়াও পড়ুন:
১১ আসামিকে আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ১১ আসামিকে বিস্ফোরকসহ হত্যাচেষ্টা আইনের আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম আলাউদ্দিন মাহমুদ এ আদেশ দেন।
আসামিরা হলেন– প্রেমনন্দন দাস বুজা, রণব দাস, বিধান দাস, বিকাশ দাস, নর্মিত দাস, রাজ কাপুর, সামির দাস, শিব কুমার দাস, ওম দাস, অজয় দাস ও দেবী চরণ। এ মামলার বাদী নিহত আলিফের ভাই খানে আলম। গত ২৬ জানুয়ারি তারা গ্রেপ্তার হয়ে চট্টগ্রাম কারাগারে বন্দি রয়েছেন।
চট্টগ্রাম মহানগর এপিপি মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, আলিফ হত্যার ১১ আসামিকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনজীবী আলিফের ভাইয়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানো হয়।
চট্টগ্রামের কোতোয়ালি থানায় করা রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনের বহিষ্কৃত সংগঠক ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।
পরদিন তাঁকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিন ঘণ্টা তাঁকে বহনকারী প্রিজন ভ্যান আদালত এলাকায় আটকে রাখে তাঁর সমর্থকরা। এক পর্যায়ে পুলিশ, বিজিবি লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ওই সময়ের সংঘাতের ঘটনায় নিহত আলিফের ভাই একটি মামলা করেন।