আনোয়ার প্রধানের পিতা সোবহান সরদারের মৃত্যুবার্ষিকীতে দোয়া
Published: 16th, February 2025 GMT
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধানের পিতা প্রয়াত আব্দুস সোবহান সরদারের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বাদ জোহর জেলা আইনজীবী সমিতির মসজিদ প্রাঙ্গণে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরকার হুমায়ুন কবির, জেলা পিপি এডভোকেট আবুল কালাম আজাদ জাকিরসহ আইনজীবীবৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ এডভ ক ট আইনজ ব
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে বৃদ্ধকে গুলি করে কুপিয়ে জখম
রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় শামসুদ্দোহা (৬৫) নামে এক বৃদ্ধকে গুলিবিদ্ধ করে ও কুপিয়ে গুরুত্বর আহত করেছে বলে অভিযোগ পৌর যুবদলের বহিষ্কৃত নেতা শফিক (৩৫), তার ভাগিনা নিষিদ্ধ সংগঠন থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাকিব চৌধুরী (২৫) সহ দুর্বৃত্তদের বিরুদ্ধে।
পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। আহত শামসুদ্দোহা ওই এলাকার মৃত. পেয়ার আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন, নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শামসুদ্দোহা নামে এক বৃদ্ধকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
আহত বৃদ্ধের পায়ে সহ বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। এটা গুলিবিদ্ধ নাকি ধারালো অস্ত্রের কোপের আঘাত তা বুঝা যাচ্ছে না। তবে, ডাক্তার তা নিশ্চিত করে বলতে পারবে। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বাদীর অভিযোগের প্রেক্ষিতে আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।