বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে যেসব চ্যালেঞ্জ দেখা দিয়েছে, সেগুলো মোকাবিলায় একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। আজ রোববার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে।

ওমানের রাজধানী মাস্কটে ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে তৌহিদ হোসেন ও জয়শঙ্করের মধ্যে এ বৈঠক হয়। বাংলাদেশে ছাত্র–জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার এটা দ্বিতীয় বৈঠক। এর আগে গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে একবার আলোচনার টেবিলে বসেছিলেন তাঁরা।

আজ মাস্কটে বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই দেশের সম্পর্কে দেখা দেওয়া চ্যালেঞ্জসমূহ দূর করতে একসঙ্গে কাজ ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ ও ভারতের শীর্ষ এই কূটনীতিকেরা।

বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দিয়েছেন। দুইজনের ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো.

তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ হল। আলোচনার কেন্দ্রে ছিল দ্বিপক্ষীয় সম্পর্ক, বিমসটেক নিয়েও আলোচনা হয়েছে।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র পরর ষ ট র সরক র

এছাড়াও পড়ুন:

মেহজাবীনদের আগেও যেসব প্রেম–বিয়ে নিয়ে আলোচনা তৈরি হয়েছিল

তারকাদের প্রেম, সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি হওয়া নতুন কিছু নয়। তবে প্রেমের এই গুঞ্জন নিয়ে বেশির ভাগ তারকাই শুরুতে হেসে উড়িয়ে দিয়েছেন। কেউ কেউ এমন বলেছেন, পেশাগত জায়গা থেকে শুধুই বন্ধুত্ব। অনেকেই স্বীকারই করেননি প্রেমের কথা। পরবর্তী সময়ে ভক্তদের ধারণাই সঠিক হয়েছে। গুঞ্জন থেকেই বিয়ে পিঁড়িতে বসেছিলেন এসব তারকা।

সম্প্রতি অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিয়ের খবর প্রকাশ্যে এসেছে। তিনি ২৪ ফেব্রুয়ারি বিয়ে করতে যাচ্ছেন পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীবকে। তাঁদের প্রথম একসঙ্গে দেখা যায় ২০১৮ সালের ১১ আগস্ট। সেদিনই প্রথম আদনান আল রাজীবের সঙ্গে সিঁড়িতে বসে থাকার একটি ছবি পোস্ট করে মেহজাবীন চৌধুরী ক্যাপশনে লিখেছিলেন, ‘ধাপে ধাপে, সিঁড়ির পর সিঁড়ি, নিজেকে বিশ্বাস করো এবং তুমি থাকবে যেখানে।’ সেই থেকেই এই অভিনেত্রী ও পরিচালকের সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি হয়। এরপর কখনো তাঁদের একসঙ্গে বিপণিবিতানে হাত ধরে হাঁটতে দেখা গেছে, কখনো সিনেমা, রেস্তোরাঁয় আড্ডাসহ বিশেষ দিনগুলোতেও পাশাপাশি পাওয়া গেছে দেশ–বিদেশে। বিভিন্ন গণমাধ্যমে তাঁদের সম্পর্কের গুঞ্জনের খবর প্রকাশিত হলেও প্রেম নিয়ে মুখ খোলেননি কেউ। অবশেষে গুঞ্জন সত্যি হয়েছে।

শাবনাজ–নাঈম একসঙ্গে কাটিয়ে দিয়েছেন প্রায় তিন দশকের বেশি সময়

সম্পর্কিত নিবন্ধ

  • বিয়ে করেছেন নার্গিস ফাখরি নাকি শুধুই ‍গুঞ্জন
  • মূল্যায়ন না পেলে কাজ করব না: ইয়াশ রোহান
  • বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় না করে তোলে
  • সার্ক প্রশ্নে বাংলাদেশকে সন্ত্রাসবাদ নিয়ে সতর্ক করেছে ভারত
  • শহীদ মিনারে আগে ফুল দেওয়া নিয়ে বিএনপির দুপক্ষের মারামারি
  • যে জেলায় একসঙ্গে বাস করেন ১৪ ভাষার মানুষ
  • ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে ঢাকা সফরের আমন্ত্রণ
  • জয়শঙ্করকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ পররাষ্ট্র উপদেষ্টার
  • মেহজাবীনদের আগেও যেসব প্রেম–বিয়ে নিয়ে আলোচনা তৈরি হয়েছিল
  • বাংলাদেশের আমন্ত্রণে ঢাকা সফরে রাজি ভারতের পররাষ্ট্রমন্ত্রী