ময়মনসিংহ নগরীতে ময়লার ব্যাগ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ আজ রোববার দুপুরে নবজাতকের দেহটি উদ্ধার করে। পরে মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরের আকুয়া মোড়ল বাড়ি মসজিদের পাশের মাঠে নবজাতকের মরদেহটি পড়েছিল। আজ দুপুর ১২টার দিকে ওই মাঠে গরু চরাতে যান এক কৃষক। এ সময় ময়লার একটি পলিথিনের ভেতর থেকে দুর্গন্ধ আসতে থাকায় এগিয়ে গিয়ে নবজাতকের দেহ দেখতে পান ওই কৃষক। পরে জমির মালিক আমিনুল হক ঘটনাস্থলে যান। এ সময় উৎসুক জনতাও ভিড় করেন।
আমিনুল হক বলেন, পলিথিনের ভেতর ময়লা–আবর্জনার সঙ্গে নবজাতকেও ফেলে যায় দুর্বৃত্তরা। ওই অবস্থায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

শফিকুল ইসলাম খান বলেন, ময়লা আবর্জনার সঙ্গে পলিথিনের ভেতর নবজাতকের দেহটিও ফেলে যাওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। এটি ছেলে না মেয়ে, তা বোঝা যায়নি। অর্ধগলিত হয়ে গেছে। তিনি আরও বলেন, নবজাতকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রামগতিতে দলবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ

লক্ষ্মীপুরের রামগতিতে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর এলাকায় এ ঘটনা ঘটে। অন্যদিকে ময়মনসিংহের নান্দাইলে শিশু ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করা হয়েছে।

রামগতির ঘটনায় জানা গেছে, ওই গহবধূ সাহ্‌রির পর প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের পাশের টয়লেটে যান। আসার পথে দু’পাশ থেকে অপরিচিত দুই ব্যক্তি তাঁকে জাপটে ধরে পাশের নির্জন পুকুরপাড়ে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন ওই নারী। জ্ঞান ফেরার পর চিৎকার করলে স্থানীয়রা এসে তাঁকে উদ্ধার করে ঘরে নিয়ে আসেন।

ভুক্তভোগী নারী জানান, তাঁর বাড়ি সিলেট জেলায়। বছর দুয়েক আগে চরগাজী ইউনিয়নের এক যুবকের সঙ্গে বিয়ে হয়। এক সন্তানসহ ভালোভাবে সংসার চলছে। বিয়ের দুই মাস পর একদিন পাশের গ্রামে স্বামীর বোনের বাড়িতে বেড়াতে যান তিনি। সেখানে ননদের জামাই জামাল আহমেদ তাঁর সঙ্গে খারাপ আচরণ করে। পারিবারিকভাবে এর প্রতিবাদ করলে তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর কয়েক মাস পর বাড়িতে এসে তাঁকে ধর্ষণ করে চলে যায় প্রভাবশালী জামাল। এ ঘটনার বিচার দাবি করলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে সালিশ বৈঠক হতে দেয়নি ধর্ষক।

ভুক্তভোগীকে উদ্ধার করা একাধিক নারী জানান, গৃহবধূর চিৎকার শুনে আমরা এগিয়ে আসি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করছি। রামগতি থানার ওসি কবির হোসেন বলেন, পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী নারী থানায় অভিযোগ করেছেন। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে ময়মনসিংহের নান্দাইলের রাজগাতী ইউনিয়নে গত শুক্রবার ধর্ষণের শিকার শিশুটি হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বড়াইল গ্রামে তারাবির নামাজ পড়তে গেলে স্থানীয় ফারুক মিয়ার ছেলে আরিয়ান আহমেদ শাওন শিশুটিকে ধর্ষণ করে। গুরুতর অবস্থায় এখন সে হাসপাতালে চিকিৎসাধীন। 

সোমবার নান্দাইল থানার ওসি আনোয়ার হোসেন শাওনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেন।

সম্পর্কিত নিবন্ধ

  • ময়মনসিংহের ভালুকায় সংরক্ষিত বনাঞ্চলে বারবার আগুনের কারণ কী
  • ময়মনসিংহে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
  • ময়মনসিংহে আত্মীয়ের জানাজায় যাওয়ার পথে কাভার্ড ভ্যানের চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু
  • ঈদের কেনাকাটা করতে যাচ্ছিলেন স্বামী-স্ত্রী, প্রাণ হারালেন কাভার্ডভ্যান চাপায়
  • বায়ুদূষণে ঢাকাকে ছাড়াল কোন ৩ শহর
  • রামগতিতে দলবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ
  • ময়মনসিংহে কারাফটক থেকে তৃতীয়বারের মতো গ্রেপ্তার সাবেক প্যানেল মেয়র
  • ট্রেনে ঈদযাত্রা শুরু 
  • নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী
  • টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ফের সড়ক অবরোধ