রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে শহীদ আবু সাঈদ বইমেলা। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বইমেলার আয়োজন করছে। মেলা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।

বইমেলা উপলক্ষে আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে সংবাদ সম্মেলনে উপাচার্য মো. শওকাত আলী বলেন, এবারের বইমেলা উদ্বোধন করবেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও শহীদ ফেলানীর বাবা নুর হোসেন। ঢাকায় বাংলা একাডেমিতে জাঁকজমকপূর্ণভাবে বইমেলার আয়োজন করা হয়। সেখানে উত্তরবঙ্গ থেকে সবাই যাওয়ার সুযোগ পান না। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ব্যক্তি ও সংগঠনের উদ্যোগে এর আগে বইমেলা হয়েছে। তবে এবার বিশ্ববিদ্যালয় প্রশাসন আবু সাঈদের নামে বইমেলা করার উদ্যোগ নিয়েছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে ১৬ জুলাই নিহত হন। আর ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হন কিশোরী ফেলানী খাতুন।

সংবাদ সম্মেলনে উপাচার্য আরও জানান, ১৮ ফেব্রুয়ারি থেকে মেলা চলবে প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। বইমেলায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। রংপুরের বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছাড়াও দেশের নানা প্রকাশনা সংস্থা মেলায় স্টল দেবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বইম ল

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামের বলীখেলায় অভিনেতা মোশাররফ করিম

চট্টগ্রামের আবদুল জব্বারের বলীখেলা এই অঞ্চলের প্রাণস্পন্দন। এই বলীখেলা ও মেলাকে ঘিরে দূরদূরান্ত থেকে মানুষ আসেন। দেশি-বিদেশি অনেক পর্যটক কিংবা শৌখিন চিত্রগ্রাহকও ছুটে আসেন লালদীঘির মাঠে। আজ শুক্রবার জব্বারের বলীখেলায় প্রথমবারের মতো এসেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

আজ বেলা আড়াইটার দিকে বলীখেলার রিংয়ের আশপাশে মোশাররফ করিমকে দেখে সাধারণ মানুষজন উৎসুক হয়ে ওঠেন। তিনি একটি বিজ্ঞাপনের কাজে এসেছেন বলে মেলা কমিটি সূত্রে জানা গেছে। মোশাররফ করিমের গলায় ঝুলছিল গ্রামীণফোনের একটি পরিচয়পত্র।

একপর্যায়ে বলীখেলা কাভার করতে যাওয়া গণমাধ্যমকর্মী এবং মেলার স্বেচ্ছাসেবকদের কেউ কেউ মোশাররফ করিমের সঙ্গে ছবি তোলার আবদার করেন, তুলেছেনও। কথাও বলেছেন গণমাধ্যমের সঙ্গেও। মোশাররফ করিম বলেন, ‘বলীখেলা বা কুস্তি খেলা আমাদের ঐতিহ্যগত একটা খেলা। চট্টগ্রামে ১১৬ বছর ধরে এটা হচ্ছে, সত্যি বিস্ময়কর। আগে কুস্তি খেলা সব জায়গায় হতো। পুরান ঢাকায়ও হতো। কিন্তু এখন হয় না। চট্টগ্রাম এটা ধরে রেখেছে।’

বলীখেলায় মোশাররফ করিম

সম্পর্কিত নিবন্ধ