রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদের নামে বইমেলা
Published: 16th, February 2025 GMT
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে শহীদ আবু সাঈদ বইমেলা। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বইমেলার আয়োজন করছে। মেলা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।
বইমেলা উপলক্ষে আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে সংবাদ সম্মেলনে উপাচার্য মো. শওকাত আলী বলেন, এবারের বইমেলা উদ্বোধন করবেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও শহীদ ফেলানীর বাবা নুর হোসেন। ঢাকায় বাংলা একাডেমিতে জাঁকজমকপূর্ণভাবে বইমেলার আয়োজন করা হয়। সেখানে উত্তরবঙ্গ থেকে সবাই যাওয়ার সুযোগ পান না। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ব্যক্তি ও সংগঠনের উদ্যোগে এর আগে বইমেলা হয়েছে। তবে এবার বিশ্ববিদ্যালয় প্রশাসন আবু সাঈদের নামে বইমেলা করার উদ্যোগ নিয়েছে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে ১৬ জুলাই নিহত হন। আর ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হন কিশোরী ফেলানী খাতুন।
সংবাদ সম্মেলনে উপাচার্য আরও জানান, ১৮ ফেব্রুয়ারি থেকে মেলা চলবে প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। বইমেলায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। রংপুরের বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছাড়াও দেশের নানা প্রকাশনা সংস্থা মেলায় স্টল দেবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: বইম ল
এছাড়াও পড়ুন:
ঠিকভাবে কাজ না করলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী ঠিকভাবে কাজ না করলে তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হবে।
সোমবার মধ্যরাত ৩টার দিকে রাজধানীর বারিধারার ডিওএইচএসে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করেছে। তাদের প্রচুর টাকা। এখন সেই টাকা ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা এটা কোনো অবস্থাতেই করতে দেব না। আমরা যেভাবেই হোক এটা প্রতিহত করব। দিনে-রাতে যেখানেই আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হবে, তারা সেখানে যাবে এবং প্রতিহতো করবে।
তিনি বলেন, আমি আপনাদের সামনে দ্ব্যর্থহীন ভাবে বলতে চাচ্ছি। যারা এসব কাজ করছে আমি তাদের ঘুম হারাম করে দেবো। তারা কোথাও স্থান পাবে না। দিনে রাতে যেখানেই হোক কোথাও স্থান পাবে না। আমি আমার বাহিনীকে বলে দিয়েছি তারা তাদের টহল কার্যক্রম আরও বৃদ্ধি করবে। আগামী কাল থেকে কোথাও যেন কিছু না ঘটে তারা এই ব্যবস্থা নিবে এবং তারা এইটা ভালোভাবে কার্যকর করবে। আর তারা যদি এইটা ভালোভাবে কার্যকর করতে না পারে তাহলে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।