নড়াইল জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক মনিরুল
Published: 16th, February 2025 GMT
নড়াইল জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমির হলরুমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
রাত সাড়ে ৭টার দিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, চেয়ার প্রতীকে ৪৫৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্বাস জাহাঙ্গীর আলম। তার নিকটতম জুলফিকার আলী মন্ডল মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ২৩৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম দেয়াল ঘড়ি প্রতীকে ৪২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম শাহরিয়া রিজভী জর্জ আনারস প্রতীকে ভোট পেয়েছেন ২৩৮ ভোট।
সাংগঠনিক সম্পাদক তিনটি পদে ইজাজুল ইসলাম বাবু মাছ প্রতীক ২৯৭ ভোট, অ্যাডভোকেট মাহাবুব মোরশেদ জাপল তালা প্রতীকে ২৩৮ ভোট এবং টিপু সুলতান গোলাপ ফুল প্রতীক নিয়ে ১২৪ ভোট পেয়েছে নিবাচিত হযেছেন।
আরো পড়ুন:
কক্সবাজারে ১৬ বছর পর বিএনপির সমাবেশ সোমবার
কিশোরগঞ্জে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ: তদন্ত কমিটি গঠন
৭টি ইউনিটের ৭০৭ জন ভোটার ব্যালটের মাধ্যমে তাদের নেতা নিবার্চিত করেন।
ঢাকা/শরিফুল/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ র
এছাড়াও পড়ুন:
বৈষম্যবিরোধী আন্দোলন আয়োজিত উন্মুক্ত কনসার্ট স্থগিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হতে যাওয়া ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্টটি হঠাৎ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে স্থগিতের বিষয়টি আয়োজকরা নিশ্চিত করেছেন।
তবে হঠাৎ করেই একদিন আগে কেন আলোচিত এ কনসার্টটি স্থগিত করা হলো সে বিষয়টি দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে আয়োজকদের একজন জানিয়েছেন নিরাপত্তা ইস্যুতে আপাতত স্থগিত করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
আগামী ২২ ফেব্রুয়ারি রাজধানীর পুরোনো বাণিজ্য মেলা মাঠ, আগারগাঁওয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আয়োজকরা জানান, নিরাপত্তার কারণে কনসার্টটি স্থগিত করা হয়েছে। তবে কখন কনসার্টটি হবে তা নিয়ে বিস্তারিত জানা যায়নি।
আয়োজকদের পক্ষ থেকে এর আগে বলা হয়, ‘এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট হতে যাচ্ছে। কনসার্ট ভেন্যুতে কয়েক লাখ মানুষ একসঙ্গে নিরাপদে গান শুনতে পারবে।
‘তাদের সামনে দেশের বিভিন্ন ব্যান্ড গান পরিবেশন করবে। আমরা দেশীয় শিল্পীদের নিয়ে কনসার্টের লাইনআপ সাজিয়েছি; যারা আন্দোলনের সময় নিজেদের ক্যারিয়ারের চিন্তা না করে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন।’
প্রসঙ্গত, এই কনসার্টে প্রধান আকর্ষণ হিসেবে গান গাওয়ার কথা ছিল নগর বাউল জেমস। আরও গান শোনানোর কথা ছিল ব্যান্ড চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ অনেকে।