দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী কিম সাই-রোনে মারা গেছেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) তার বাসা থেকে ২৪ বছর বয়েসি এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ নিউজ এজেন্সি এ খবর প্রকাশ করেছে।

সংবাদ সংস্থাটি প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার পূর্ব সিউলের সিওংসু-ডংয়ে অবস্থিত কিমের বাসা। এক বন্ধু কিমের সঙ্গে দেখা করার জন্য আজ বিকাল ৪টা ৫৫ মিনিটে তার বাড়িতে পৌঁছান। সেখানে গিয়ে কিমকে মৃত অবস্থায় পান। এরপর পুলিশকে খবর দেয় কিমের বন্ধু।

একজন পুলিশ কর্মকর্তা বলেন, “আমরা এখন পর্যন্ত হত্যার মতো কোনো চিহ্ন খুঁজে পাইনি। তবে আমরা মৃত্যুর কারণ জানতে তদন্ত করছি।”

আরো পড়ুন:

ফের বিয়ে করেছেন অভিনেত্রী শানু

‘অনুদানে তৈরি সিনেমা মানুষ দেখেন না’

২০২২ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার হন। তার গাড়িটি রেলিং এবং ট্রান্সফরমারে গিয়ে ধাক্কা দেয়। পরে এই অভিনেত্রীকে ২০ মিলিয়ন ওন (১৩ হাজার ৮৫০ মার্কিন ডলার) জরিমানা করা হয়।

গত বছরের এপ্রিলে একটি নাটকের মাধ্যমে অভিনয়ে ফেরার চেষ্টা করেছিলেন। কিন্তু স্বাস্থ্যগত কারণে বিতর্ক তৈরি হয়। এরপর নাটকটি থেকে বাদ পড়েন এই অভিনেত্রী।

২০০০ সালের ৩১ জুলাই দক্ষিণ কোরিয়ার সিউলে জন্মগ্রহণ করেন কিম। ২০০৯ সালে ‘আ ব্র্যান্ড নিউ লাইফ’ সিনেমার মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন কিম। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তিনি। এ সিনেমার জন্য এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড জিতে নেন এই অভিনেত্রী। 

কিম অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো— ‘ দ্য ম্যান ফ্রম নোহোয়ার’, ‘দ্য নেইবার’, ‘আ গার্ল এট মাই ডোর’, ‘ম্যানহোল’ প্রভৃতি।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

আইসিসির মঞ্চে অভিষেক সেঞ্চুরিতে ভাস্বর রিকেলটন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০২৩ সালের মার্চে ওয়ানডেতে অভিষেক হয়েছিল দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ব্যাটসম্যান রায়ান রিকেলটনের। এরপর তিনি প্রোটিয়াদের জার্সি গায়ে ছয়টি ম্যাচ খেলেছেন। সর্বোচ্চ স্কোর ছিল ৯১। যেটা তিনি ২০২৪ সালের ২ অক্টোবর আবুধাবিতে করেছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে।

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি, ২০২৫) আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামেন তিনি। আর আইসিসির মঞ্চে তুলে নেন ক্যারিয়ারের মেইডেন সেঞ্চুরি। এর মধ্য দিয়ে গড়েন ইতিহাসও। দক্ষিণ আফ্রিকার প্রথম কোনো ক্রিকেটার হিসেবে চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথমবার খেলতে নেমেই সেঞ্চুরি হাঁকিয়েছেন। তার আগে আর কেউ এমন কীর্তি গড়তে পারেননি।

করাচিতে প্রোটিয়ারা টস জিতে আগে ব্যাট করতে নামে। ২৮ রানেই টনি ডি জর্জির উইকেট হারায় তারা। সেখান থেকে রিকেলটন ও টেম্বা বাভুমা ১২৯ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত পাইয়ে দেন। বাভুমা ৫ চারে ৫৮ রান করে আউট হলেও রিকেলটন তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

আরো পড়ুন:

আমরা কেবল অংশ নিতে আসিনি, শিরোপা জিততে চাই: শাহিদি

শান্ত জানালেন যেসব কারণে হেরেছে বাংলাদেশ

৪৮ বলে ৫টি চার ও ১ ছক্কায় ফিফটি করেন। এরপর ১০১ বলে ৭টি চার ও ১ ছক্কায় পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম তিন অঙ্ক। অবশ্য সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ১০৬ বলে ১০৩ রান করে রান আউটে কাটা পড়েন ২৮ বছর বয়সী এই উদ্বোধনী ব্যাটসম্যান।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • শেরপুরে মাইক্রোবাস চাপায় নিহত ২
  • ইংলিশের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রেকর্ড গড়া জয়
  • ইংলিস-ঝড়ে ৪ ঘণ্টাও টিকল না ইংলিশদের রেকর্ড
  • ‘বড় ভাই আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি...’
  • ৫ হত্যার ১৫ বছর পর একই স্থানে ৩ জনকে গুলি করে হত্যা 
  • আদালতের ভেতরে ঢুকে গ্যাংস্টারকে গুলি করে হত্যা
  • আশির দশকের বিয়ে ‘তেলাই থেকে ঘুরানি’
  • কুয়েতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
  • আফগানিস্তানকে ৩১৬ রানের টার্গেট দিলো দ. আফ্রিকা
  • আইসিসির মঞ্চে অভিষেক সেঞ্চুরিতে ভাস্বর রিকেলটন