সাবেক গৃহায়ণ মন্ত্রীর এপিএস গ্রেপ্তার
Published: 16th, February 2025 GMT
সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর একান্ত সহকারী সচিব (এপিএস) মো. মুসা আনসারি ছেলেসহ গ্রেপ্তার হয়েছেন।
মুসা আনসরির ছেলে মো. ইব্রাহিম আনসারি অপূর্ব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্র্যাক বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানী ঢাকার ভাটারা থানা এলাকার নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। মোকতাদির চৌধুরীও বর্তমানে একাধিক মামলায় জেল হাজতে আছেন।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বাবা-ছেলে দুজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
ভাটারা থানা পুলিশের পৃথক নথি থেকে জানা যায়, বাবা-ছেলেকে পৃথক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মুসা আনসারীর সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে। ছাত্রদের হামলার ঘটনায় মুসা আনসারী সন্দেহভাজন আসামি। তবে তার ছেলে ইব্রাহিম আনসারীর রিমান্ড চাওয়া হয়নি। তিনি হত্যা মামলার এজহারনামীয় আসামি।
ঢাকা/মাইনুদ্দীন/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায়..
কুড়িগ্রামের ফুলবাড়ীতে রোমানা আফরোজ রিয়া (১৬) নামে একজন এসএসসি পরীক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরীক্ষা খারাপ হওয়ায় সে এ কাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে পরিবার।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টায় ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
রোমানা আফরোজ রিয়া উপজেলার কাশিপুর ইউনিয়নের কলেজ মোড় এলাকার আব্দুল রব এর মেয়ে ও গংগাহাট এমএস উচ্চ বিদ্যালয় থেকে এবারে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।
রিয়া’র পরিবার জানায়, বৃহস্পতিবার এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় ভালো না হওয়ায় রিয়ার মন খারাপ ছিল। পরীক্ষা দিয়ে বাড়িতে সারাক্ষণ মন খারাপ অবস্থায় ঘরের রুমে ছিল। এক পর্যায়ে পরিবারের অজান্তে রুমের দরজা বন্ধ করে আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তার মা মেয়েকে ডাকতে গেলে দরজা বন্ধ পায়। পরে মেয়েকে আবারো ডাকলে কোন সাড়াশব্দ না পাওয়ায় ঘরের দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকে দেখতে পান মেয়ের নিথর দেহ ঝুলছে।
খবর পেয়ে রাত সাড়ে ৮ টার দিকে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
এবিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/বাদশাহ/টিপু