সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর একান্ত সহকারী সচিব (এপিএস) মো. মুসা আনসারি ছেলেসহ গ্রেপ্তার হয়েছেন।

মুসা আনসরির ছেলে মো. ইব্রাহিম আনসারি অপূর্ব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্র্যাক বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানী ঢাকার ভাটারা থানা এলাকার নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। মোকতাদির চৌধুরীও বর্তমানে একাধিক মামলায় জেল হাজতে আছেন।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বাবা-ছেলে দুজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ভাটারা থানা পুলিশের পৃথক নথি থেকে জানা যায়, বাবা-ছেলেকে পৃথক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মুসা আনসারীর সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে। ছাত্রদের হামলার ঘটনায় মুসা আনসারী সন্দেহভাজন আসামি। তবে তার ছেলে ইব্রাহিম আনসারীর রিমান্ড চাওয়া হয়নি। তিনি হত্যা মামলার এজহারনামীয় আসামি।

ঢাকা/মাইনুদ্দীন/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আনস র

এছাড়াও পড়ুন:

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি

ঈদ সামনে রেখে দক্ষিণাঞ্চলের মানুষ পদ্মা সেতু পাড়ি দিয়ে বাড়ি ফিরতে শুরু করেছেন। এতে আজ শুক্রবার সকাল থেকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল ও যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও যাত্রীরা।

পবিত্র রমজান মাস শেষ হওয়ার পথে। ঈদ উদ্‌যাপন করতে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়ে গেছে। পদ্মা সেতু হয়ে বাড়িতে যান দক্ষিণাঞ্চলের হাজারো মানুষ। এতে প্রতিবছরই ঈদের দুই–এক দিন আগে সেতু এলাকায় যানবাহনের জটলা তৈরি হয়। কয়েক দিন ধরেই সেতুর মাওয়া প্রান্তে যানবাহনের চাপ বৃদ্ধি পেলেও কোনো জটলা বাঁধেনি। আজ সাহ্‌রির পর থেকে যানবাহনের সংখ্যা অনেক বেড়ে গেছে। একটি গাড়ি টোল পরিশোধ করতে করতে কয়েক সেকেন্ডের মধ্যে আরও ১০ থেকে ১৫টি গাড়ি চলে আসছে। এভাবে ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত শত শত গাড়ি টোল পরিশোধের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে মোটরসাইকেলের সংখ্যাই বেশি।

পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ প্রথম আলোকে বলেন, গতকাল বৃহস্পতিবার রাত থেকে পদ্মা সেতু পাড়ি দেওয়া যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। তবে যানবাহনের কোনো জটলা বাঁধেনি। আজ ভোর চারটা পর্যন্ত টোল প্লাজায় কোনো যানবাহন অপেক্ষমাণ ছিল না। সকাল ছয়টার পর থেকে যানবাহনের চাপ হঠাৎ বৃদ্ধি পায়। এর মধ্যে মোটরসাইকেলের সংখ্যাই বেশি। সকাল পৌনে ৯টার দিকে পদ্মা সেতুর টোল প্লাজা থেকে উত্তর থানা পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় যানবাহন অপেক্ষমাণ ছিল।

আবু সাঈদ বলেন, মোটরসাইকেলের চাপ কমাতে আরও একটি বুথ বাড়িয়ে টোল আদায় করা হচ্ছে। আগামী এক ঘণ্টার মধ্যেই যানবাহনের অপেক্ষমাণ সারি শেষ হয়ে যাবে।

মোটরসাইকেলের চাপ কমাতে আরও একটি বুথ বাড়িয়ে টোল আদায় করা হচ্ছে। আজ শুক্রবার সকাল সাতটার দিকে সেতুর মাওয়া প্রান্তে

সম্পর্কিত নিবন্ধ