এক বছর পর পুরস্কার ছুঁয়ে দেখলেন প্রিয়াম
Published: 16th, February 2025 GMT
গত বছর রাশিয়ার মস্কো চলচ্চিত্র উৎসবে অংশ নেয় বাংলাদেশের সিনেমা ‘নির্বাণ’। সিনেমাটি নিয়ে পরিচালকের সঙ্গে আয়োজনে অংশ নেন সিনেমার প্রধান চরিত্রের অভিনেত্রী প্রিয়াম অর্চি। পরে অনুষ্ঠান শেষ হওয়ার আগেই যুক্তরাজ্যে যান। সেখানে গিয়েই জানতে পারেন তাঁদের সিনেমাটি স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে। খুশি হলেও সেই অ্যাওয়ার্ড ছুঁয়ে দেখতে পারেননি। এক বছর পরে সেই স্বীকৃতি ছুঁয়ে দেখলেন প্রিয়াম।
প্রিয়াম অভিনীত ‘বলী’ সিনেমা ৭ ফেব্রুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বুসানের নিউ কারেন্টস–জয়ী এই সিনেমার প্রচারণা নিয়েই ব্যস্ত প্রিয়াম। এর মধ্যে ‘নির্বাণ’ সিনেমার পরিচালক আসিফ ইসলামের সঙ্গে দেখা করেন।
প্রিয়াম। ছবি: ফেসবুক থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দীঘিনালায় বাজারে লাগা আগুনে পুড়ল ১৬ প্রতিষ্ঠান
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজরে আগুন লেগে পুড়ে গেছে ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে ঘটনাটি ঘটে বলে জানান দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া।
ওসি জাকারিয়া বলেন, “রাত পৌনে ২টার দিকে লারমা স্কয়ারের পাশে বোয়ালখালী বাজারে আগুন লাগে। ধারণা করা হচ্ছে, তৃপ্তি হোটেল থেকে আগুন লেগেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”
আরো পড়ুন:
লাভেলো আইসক্রিমের উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তর
২৮ কেজির কাতল ৭০ হাজার টাকায় বিক্রি
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন বলেন, “খাগড়াছড়ি, লংগদু ও দীঘিনালা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে পুড়ে যায় কাপড়, হার্ডওয়্যারসহ ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান।”
এর আগে, গত ৭ মার্চ শর্ট সার্কিট ও গত বছরের ১৯ সেপ্টেম্বর সন্ত্রাসীদের দেওয়া আগুনে লারমা স্কয়ারে প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।
ঢাকা/রূপায়ন/মাসুদ