অমর একুশে বইমেলার ১৫তম দিনে মোড়ক উন্মোচন হলো শেখ কানিজ ফাতেমার প্রথম গল্পগ্রন্থ  ‘মন্তাজ মিয়ার স্বাধীনতা’।

শনিবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে মেলার মঞ্চে এর মোড়ক উন্মোচন করেন লেখকের ছেলে অনিরুদ্ধ ইনান।

এ সময় গল্পপ্রেমী বন্ধুদের সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন লেখক শেখ কানিজ ফাতেমা নিজেও। এছাড়া উপস্থিত ছিলেন আইনজীবী মলয় সাহা, মো.

সাখাওয়াৎ হোসেন আকাশ, সৈয়দ হাসান যুবাইরসহ আরো অনেকে।

আরো পড়ুন:

বইমেলায় ‘মায়াজাল’ গ্রন্থের মোড়ক উন্মোচন

শনিবার বইমেলার সময় পরিবর্তন

শেখ কানিজ ফাতেমার লেখা নিয়ে আলোচনা করেন সংস্কৃতিকর্মী প্রশান্ত কুমার মণ্ডল ও মো. আরিফুল ইসলাম, যোগাযোগ বিশেষজ্ঞ আরিফুর রহমান।

‘মন্তাজ মিয়ার স্বাধীনতা' বইটিতে মূলত স্থান পেয়েছে বাস্তচ্যুত মানুষের ক্ষুধা-যন্ত্রণা-প্রেম-বিরহ আর ছোট ছোট স্বপ্নসাধ। তার লেখার বড় বিশেষত্ব হলো তার প্রায় সবগুলো গল্পে জৈবিক প্রেমের তাড়নাকে পেটের ভাতের তাড়নার কাছে অবধারিতভাবে পরাজিত হতে দেখা যায়।

বইটি প্রকাশ করেছে নৈঋতা ক্যাফে। প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন। ৬৪ পৃষ্ঠার এই বইটিতে গল্প রয়েছে মোট ৬টি। বইমেলায় নৈঋতা ক্যাফে স্টলে পাওয়া যাচ্ছে (স্টল নম্বর ৬১০)। দাম ২০০ টাকা।

ঢাকা/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বইম ল বইম ল

এছাড়াও পড়ুন:

দুই দিনের জন্য সিলেটে বেড়াতে যাচ্ছেন? জেনে নিন কোনদিন কোথায় ঘুরবেন

অনেকেই দুই দিনের সফরে সিলেটে আসেন। কিন্তু এই স্বল্প সময়ে কোথায় কোথায় ঘুরবেন, তা নিয়ে দোলাচলে ভোগেন। তাঁদের জন্য আমাদের এই ভ্রমণ পরিকল্পনা।

তার আগে বাহনের আলাপটা সেরে নেওয়া যাক। ব্যক্তিগত বাহন থাকলে তো কথাই নেই। না থাকলে দুই দিনের জন্য ভাড়া নিতে পারেন সিএনজিচালিত অটোরিকশা বা মাইক্রোবাস। স্থানীয় বাহনেও যাতায়াত করতে পারেন।

রাতে থাকার জন্য আগেভাগেই হোটেল–রিসোর্ট বুক করে এলে ভালো। সম্ভব না হলে সিলেটে নানা মানের হোটেল আছে, খোঁজখবর করে এক রাত থাকার ব্যবস্থা করতে পারেন।

প্রথম দিন

লালাখাল: জৈন্তাপুরের লালাখাল সিলেট শহর থেকে ৩৫ কিলোমিটার। লালাখাল নামে পরিচিতি পেলেও এই পাহাড়ি নদীর কেতাবি নাম সারী। বসন্তের এই সময়ে সারী নদীর বুকে থাকে পান্নাসবুজ পানি। পাহাড়কোলের নদীটির সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। দুটি জায়গা থেকে নৌকায় আপনি সারী নদীর বুকে ঘুরতে পারেন। একটি সারীঘাট, অপরটি লালাখাল ঘাট। সময় ও খরচ বাঁচাতে সরাসরি লালাখাল ঘাটে যাওয়াই ভালো। নৌকায় ঘণ্টাপ্রতি ৫৫০ টাকা নেবে। নৌকায় ঘুরতে না চাইলে বালুময় খালের পাড় ধরে হেঁটে হেঁটেও লালাখালের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

ডিবির হাওর

সম্পর্কিত নিবন্ধ