দুই বিপরীতমুখী অবস্থানে দাঁড়িয়ে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করেছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। প্রথম ম্যাচেই আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছিল ব্রাজিল। যেটি ছিল ব্রাজিলের ইতিহাস গড়া এক হার। মহাদেশীয় চ্যাম্পিয়নশিপটির ইতিহাসে এর আগে কখনোই এত বড় ব্যবধানে হারেনি ব্রাজিল।

এমন হারের পর ব্রাজিল–সমর্থকদের অনেকে ভালো কিছু করার আশাই ছেড়ে দিয়েছিলেন। আর বড় জয়ের পর আর্জেন্টিনার প্রত্যাশা ছিল অনায়াস শিরোপা জয়। কিন্তু এরপর ধীরে ধীরে বদলে গেছে পুরো দৃশ্যপট।

এমনকি চূড়ান্ত পর্বের ম্যাচে সেই আর্জেন্টিনাকে ১–১ গোলে রুখেও দিয়েছে তারা। আর এখন শিরোপা নির্ধারণের শেষ ধাপে এসে আর্জেন্টিনার চেয়ে ব্রাজিলই খানিকটা এগিয়ে। যেখানে আজ রাত ও আগামীকাল সকালের দুটি ম্যাচ দিয়ে নির্ধারিত হবে শিরোপা।

আরও পড়ুনরায়ান থেকে এচেভেরি: ব্রাজিল-আর্জেন্টিনাকে স্বপ্ন দেখাচ্ছেন যে তরুণেরা ১১ ঘণ্টা আগে

আজ রাত ৩টা ৩০ মিনিটে ব্রাজিল মুখোমুখি হবে চিলির। আর ভোর ৬টা ৩০ মিনিটে আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলেরই পয়েন্ট এখন ৪ ম্যাচে ১০। এমন পরিস্থিতে আজ যদি দুই দলই একই ফল দেখে, তবে ফল নির্ধারিত হবে গোল ব্যবধানে। বর্তমানে গোল ব্যবধানে আর্জেন্টিনার (‍+৩) ওপরে আছে সেলেসাওরা (‍+৪)।

আর্জেন্টিনার এচেভেরি ও ব্রাজিলের রায়ান.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর জ ন ট ন র

এছাড়াও পড়ুন:

টস জিতে বোলিংয়ে অস্ট্রেলিয়া

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

হাইভোল্টেজ ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে ইংল্যান্ড। চোটজর্জর বিশ্বচ্যাম্পিয়নদেরও কঠিন প্রতিপক্ষ মনে করছে ইংলিশরা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) লাহারের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতেছে অস্ট্রেলিয়া। টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন অসি অধিনায়ক স্টিভ স্মিথ। অর্থাৎ আগে ব্যাটিং করছে ইংল্যান্ড।

অস্ট্রেলিয়া একাদশ

ম্যাথিউ শর্ট, ট্রাভিস হেড, স্টিভ স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটকিপার), অ্যালেক্স কেরে, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ওয়ারশুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, স্পেন্সার জনসন।

ইংল্যান্ড একাদশ

ফিল সল্ট, বেন ডাকেট, জেমি স্মিথ (উইকেটকিপার), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।

বিএইচ

সম্পর্কিত নিবন্ধ