দুই বিপরীতমুখী অবস্থানে দাঁড়িয়ে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করেছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। প্রথম ম্যাচেই আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছিল ব্রাজিল। যেটি ছিল ব্রাজিলের ইতিহাস গড়া এক হার। মহাদেশীয় চ্যাম্পিয়নশিপটির ইতিহাসে এর আগে কখনোই এত বড় ব্যবধানে হারেনি ব্রাজিল।

এমন হারের পর ব্রাজিল–সমর্থকদের অনেকে ভালো কিছু করার আশাই ছেড়ে দিয়েছিলেন। আর বড় জয়ের পর আর্জেন্টিনার প্রত্যাশা ছিল অনায়াস শিরোপা জয়। কিন্তু এরপর ধীরে ধীরে বদলে গেছে পুরো দৃশ্যপট।

এমনকি চূড়ান্ত পর্বের ম্যাচে সেই আর্জেন্টিনাকে ১–১ গোলে রুখেও দিয়েছে তারা। আর এখন শিরোপা নির্ধারণের শেষ ধাপে এসে আর্জেন্টিনার চেয়ে ব্রাজিলই খানিকটা এগিয়ে। যেখানে আজ রাত ও আগামীকাল সকালের দুটি ম্যাচ দিয়ে নির্ধারিত হবে শিরোপা।

আরও পড়ুনরায়ান থেকে এচেভেরি: ব্রাজিল-আর্জেন্টিনাকে স্বপ্ন দেখাচ্ছেন যে তরুণেরা ১১ ঘণ্টা আগে

আজ রাত ৩টা ৩০ মিনিটে ব্রাজিল মুখোমুখি হবে চিলির। আর ভোর ৬টা ৩০ মিনিটে আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলেরই পয়েন্ট এখন ৪ ম্যাচে ১০। এমন পরিস্থিতে আজ যদি দুই দলই একই ফল দেখে, তবে ফল নির্ধারিত হবে গোল ব্যবধানে। বর্তমানে গোল ব্যবধানে আর্জেন্টিনার (‍+৩) ওপরে আছে সেলেসাওরা (‍+৪)।

আর্জেন্টিনার এচেভেরি ও ব্রাজিলের রায়ান.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর জ ন ট ন র

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১ এপ্রিল ২০২৫)

আইপিএলে আছে একটি ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে আছে তিনটি ম্যাচ।আইপিএল

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস–পাঞ্জাব কিংস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

সৌদি কিং কাপ

আল ইত্তিহাদ–আল শাবাব
রাত ১২টা, সনি স্পোর্টস টেন ২

ইংলিশ প্রিমিয়ার লিগ

আর্সেনাল–ফুলহাম
রাত ১২–৪৫ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

উলভারহ্যাম্পটন–ওয়েস্ট হাম
রাত ১২–৪৫ মি., স্টার স্পোর্টস ৩

নটিংহাম ফরেস্ট–ম্যানচেস্টার ইউনাইটেড
রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

২য় ওয়ানডে

নিউজিল্যান্ড–পাকিস্তান
আগামীকাল ভোর ৪টা, সনি স্পোর্টস টেন ৫

সম্পর্কিত নিবন্ধ