শিরোপা জিততে যা করতে হবে ব্রাজিল–আর্জেন্টিনাকে
Published: 16th, February 2025 GMT
দুই বিপরীতমুখী অবস্থানে দাঁড়িয়ে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করেছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। প্রথম ম্যাচেই আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছিল ব্রাজিল। যেটি ছিল ব্রাজিলের ইতিহাস গড়া এক হার। মহাদেশীয় চ্যাম্পিয়নশিপটির ইতিহাসে এর আগে কখনোই এত বড় ব্যবধানে হারেনি ব্রাজিল।
এমন হারের পর ব্রাজিল–সমর্থকদের অনেকে ভালো কিছু করার আশাই ছেড়ে দিয়েছিলেন। আর বড় জয়ের পর আর্জেন্টিনার প্রত্যাশা ছিল অনায়াস শিরোপা জয়। কিন্তু এরপর ধীরে ধীরে বদলে গেছে পুরো দৃশ্যপট।
এমনকি চূড়ান্ত পর্বের ম্যাচে সেই আর্জেন্টিনাকে ১–১ গোলে রুখেও দিয়েছে তারা। আর এখন শিরোপা নির্ধারণের শেষ ধাপে এসে আর্জেন্টিনার চেয়ে ব্রাজিলই খানিকটা এগিয়ে। যেখানে আজ রাত ও আগামীকাল সকালের দুটি ম্যাচ দিয়ে নির্ধারিত হবে শিরোপা।
আরও পড়ুনরায়ান থেকে এচেভেরি: ব্রাজিল-আর্জেন্টিনাকে স্বপ্ন দেখাচ্ছেন যে তরুণেরা ১১ ঘণ্টা আগেআজ রাত ৩টা ৩০ মিনিটে ব্রাজিল মুখোমুখি হবে চিলির। আর ভোর ৬টা ৩০ মিনিটে আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলেরই পয়েন্ট এখন ৪ ম্যাচে ১০। এমন পরিস্থিতে আজ যদি দুই দলই একই ফল দেখে, তবে ফল নির্ধারিত হবে গোল ব্যবধানে। বর্তমানে গোল ব্যবধানে আর্জেন্টিনার (+৩) ওপরে আছে সেলেসাওরা (+৪)।
আর্জেন্টিনার এচেভেরি ও ব্রাজিলের রায়ান.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আর জ ন ট ন র
এছাড়াও পড়ুন:
চা বিরতির পর মিরাজের জোড়া সাফল্য
চা বিরতির পর জোড়া শিকার করেন মিরাজ। ৬৭তম ওভারে নিয়াশা মায়াভোকে (৩৫) লেগ বিফোরের ফাঁদে ফেলেন। তার বিদায়ে ভাঙে ৭২ বল স্থায়ী ২৫ রানের জুটি। এরপর ৬৯ তম ওভারে মাসাকাদজাকে (৬) ফেরান মিরাজ। নাহিদের মতো মিরাজেরও এখন ৩টি উইকেট। ৬৯ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২২৩ রানে ব্যাট করছে জিম্বাবুয়ে। ক্রিজে মুজারাবানির সঙ্গী এনগারাভা। জিম্বাবুয়ের লিড ৩২ রান।
এর আগে ২২ রানের লিড নিয়ে চা বিরতিতে যায় জিম্বাবুয়ে। দ্বিতীয় সেশনে খেলা হয়েছে ২৬ ওভার, ২ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে করেছে ৮০ রান।