নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও নবীর বরণ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার ১৬ ফেব্রুয়ারি সকালে স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত পরীক্ষার্থীদের বিদায়, ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ, নবীর বরণ ও মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাসিক ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা।   

নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সায়মা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইফফাত আরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডহক কমিটির অভিভাবক সদস্য সুমন, সাবেক সদস্য সবুজ ও নিলুফা।

অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের বিদায় ও নতুন শিক্ষার্থীদেরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। এছাড়াও কৃতি শিক্ষার্থী ও ক্রীড়া প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ অন ষ ঠ ত অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

মানবিক বিবেচনায় পরীক্ষা দেওয়ার সুযোগ সেই ১৩ শিক্ষার্থীর

কক্সবাজারের উখিয়া হলদিয়াপালং আদর্শ বিদ্যাপীঠের এসএসসি পরীক্ষার্থী ১৩ শিক্ষার্থীকে মানবিক বিবেচনায় পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। 

সোমবার (১৪ এপ্রিল) এ সিদ্ধান্ত জানিয়েছে উপজেলা প্রশাসন।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম চৌধুরী বলেন, “জেলা প্রশাসনের সহায়তায় ওই ১৩ শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। যদিও তারা প্রথম পরীক্ষায় অংশ নিতে পারেনি। কারণ, তারা পরীক্ষা শুরুর মাত্র ৩০ মিনিট আগে বিষয়টি জানায়। এরপরও মানবিক বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড প্রবেশপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”

ইউএনও জানান, বিদ্যালয়ের একটি অভ্যন্তরীণ সিন্ডিকেটের কারণে শিক্ষার্থীরা সময়মতো প্রবেশপত্র পায়নি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) থেকে শিক্ষার্থীরা ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নিতে পারবে।

উল্লেখ্য, প্রবেশপত্র না পাওয়ায় গত শনিবার চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রথম দিন ১৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি। বিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলায় এমন পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় পরীক্ষার দিন সকালে ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ের সামনে বিক্ষোভ ও ভাঙচুর চালান। পরে পুলিশ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আটক করে।

ঢাকা/তারেকুর/টিপু 

সম্পর্কিত নিবন্ধ

  • এসএসসির পরীক্ষা হলে বই ও মোবাইলফোন, ৯ শিক্ষককে অব্যাহতি
  • এসএসসির পরীক্ষা হলে বই ও মোবাইলফোন, ৯ শিক্ষকে অব্যাহতি
  • দ্বিতীয় দিনের পরীক্ষায় ১৮ পরিদর্শক ও ৮৩ পরীক্ষার্থী বহিষ্কৃত
  • পরীক্ষার শুরুর ২০ মিনিটের মধ্যে প্রশ্নফাঁসের অভিযোগ
  • শেরপুরে এসএসসি পরীক্ষার্থীদের সেবায় ছাত্রদল
  • নাঙ্গলকোটে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ
  • ঝালকাঠিতে ৬ এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার, ৯ শিক্ষককে অব্যাহতি
  • এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলা, ৩ শিক্ষককে অব্যাহতি
  • মানবিক বিবেচনায় পরীক্ষা দেওয়ার সুযোগ সেই ১৩ শিক্ষার্থীর
  • এসএসসি পরীক্ষার্থীদের পাশে থাকতে ছাত্রদলের জরুরি নির্দেশনা