গত বছরের (২০২৪) নভেম্বরের ২৪ এবং ২৫ তারিখে অনুষ্ঠিত হয়ে গিয়েছে আইপিএলের মেগা নিলাম। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয় আসরটির ১৮তম নিলাম। আইপিএলের নিলামে দল গুছিয়ে নিয়েছিল সকলেই। তবে হঠাৎই ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানস একজন স্পিনারের অভাব অনূভব করে। দলটি নিলামে অবিক্রিত আফগানিস্তানের স্পিনার মুজিব-উর-রহমানকে তাদের ডেরায় ভেড়ায়।
মুজিব মূলত আরেক আফগান স্পিনারের পরিবর্তে চুক্তি করেছে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নদের সাথে। নিলামে মুজিবের স্বদেশী স্পিনার আল্লাহ মোহাম্মদ গাজানফারকে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। জিম্বাবুয়ে সফরে গিয়ে শিরদাঁড়ায় চোট পান গাজানফর। অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। চোটের জন্য এই ১৮ বছর বয়সী স্পিনার ছিটকে গিয়েছেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও।
স্বাভাবিকভাবেই গাজানফার খেলতে পারবেন না আইপিএলেও। তরুণ এই স্পিনারের পরিবর্তেই মুজিবকে দলে টেনেছে মুম্বাই। রবিবার (১৬ ফেব্রুয়ারি, ২০২৫) এই খবর জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
আইপিএলের নিলামে এবার দুই কোটি রুপি ভিত্তিমূল্য নিয়ে অবিক্রীত ছিলেন মুজিব। সেই দুই কোটি রুপিতেই তাকে দলে নিয়েছে মুম্বাই। এক বিবৃতিতে মুম্বাই জানায়, “আফগানিস্তানের অফস্পিনার মুজিব উর রহমানকে আইপিএল ২০২৫ এর জন্য দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি ইনজুরিতে থাকা আল্লাহ গজানফারের পরিবর্তে দলে যোগ দিয়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্স গাজানফারের দ্রুত সুস্থতা কামনা করছে এবং মুজিবকে একক পরিবারে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে।’
আরো পড়ুন:
‘সমস্যা খুঁজে’ বের করে কাজ শুরু লিটনের
ক্রিকেট খেলা নিয়ে রাবিতে সংঘর্ষ, শিক্ষকসহ আহত ৪
গাজানফারের মতো মুজিবও আফগানিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই চোটের জন্য। তবে আইপিএলের আগে তিনি ফিট হয়ে যাবেন।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ওজোপাডিকোতে একাধিক পদে চাকরি, গাড়িসহ মূল বেতন ১ লাখ ৪৯ হাজার
সরকারি বিদ্যুৎ কোম্পানি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ওজোপাডিকো) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) ও এক্সিকিউটিভ ডিরেক্টর (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট) পদে দুজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে সিজিপিএ ৫-এর স্কেলে ৩.৫ ও সিজিপিএ ৪-এর স্কেলে ২.৫ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে পাওয়ার সেক্টরে সিনিয়র ম্যানেজমেন্ট (সুপারিনটেনডিং ইঞ্জিনিয়ার বা উচ্চ পদে) পদে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। জেনারেশন/ট্রান্সমিশন/ডিস্ট্রিবিউশন ইউটিলিটিসে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। কোম্পানি আইন, শ্রম আইন, টিকিউএম, টিপিএম, প্রিভেনটিভ মেইনটেন্যান্স, করপোরেট গভর্ন্যান্স ও স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়স: ২৪ এপ্রিল ২০২৫ তারিখে ৪৫ থেকে ৬০ বছর।
চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক। ৬৫ বছর বয়স পর্যন্ত চুক্তি নবায়নযোগ্য।
মূল বেতন: ১ লাখ ৪৯ হাজার টাকা।
সুযোগ-সুবিধা: বাসাভাড়া, বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অর্জিত ছুটি ভাতা, মেডিকেল সাপোর্ট, গোষ্ঠী বিমা, অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিট এবং জ্বালানি, চালকসহ সার্বক্ষণিক গাড়ির সুবিধা আছে।
২. পদের নাম: এক্সিকিউটিভ ডিরেক্টর (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে সিজিপিএ ৫-এর স্কেলে ৩.৫ ও সিজিপিএ ৪-এর স্কেলে ২.৫ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে পাওয়ার সেক্টরে সিনিয়র ম্যানেজমেন্ট (সুপারিনটেনডিং ইঞ্জিনিয়ার বা উচ্চ পদে) পদে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। জেনারেশন/ট্রান্সমিশন/ডিস্ট্রিবিউশন ইউটিলিটিসের প্রজেক্ট ম্যানেজমেন্টে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডিপিপি, পিপিপি প্রকল্প প্রস্তুতের দক্ষতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। কোম্পানি আইন, শ্রম আইন, টিকিউএম, টিপিএম, করপোরেট গভর্ন্যান্স ও স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়স: ২৪ এপ্রিল ২০২৫ তারিখে ৪৫ থেকে ৬০ বছর।
চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক। ৬৫ বছর বয়স পর্যন্ত চুক্তি নবায়নযোগ্য।
মূল বেতন: ১ লাখ ৪৯ হাজার টাকা।
সুযোগ-সুবিধা: বাসাভাড়া, বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অর্জিত ছুটি ভাতা, মেডিকেল সাপোর্ট, গোষ্ঠী বিমা, অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিট এবং জ্বালানি, চালকসহ সার্বক্ষণিক গাড়ির সুবিধা আছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ওজোপাডিকোর জব পোর্টালের এই লিংকে লগইনের পর ফরম পূরণ করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে ও এই লিংক থেকে জানা যাবে।
আরও পড়ুননেসকোতে চাকরি, গাড়ির সঙ্গে বেতন ১ লাখ ৭৫ হাজার২৭ মার্চ ২০২৫আবেদন ফি
আবেদন ফি বাবদ ৫,০০০ টাকা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) অনুকূলে ডিবিবিএল পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।
আবেদনের সময়সীমা: ৮ থেকে ২৪ এপ্রিল ২০২৫।
আরও পড়ুনসরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, বেতন ১ লাখ ৭৫ হাজার, আছে সার্বক্ষণিক গাড়ি২৭ মার্চ ২০২৫