আগেই জানা গিয়েছিল, অনুরাগ বসুর নতুন সিনেমায় দেখা যাবে কার্তিক আরিয়ানকে। পরে জানা যায়, ‘আশিকি’র সিকুয়েল হবে ছবিটি। এই ছবিতে জুটি হয়ে আসবেন কার্তিক আরিয়ান ও তৃপ্তি দিমরিতে। গত বছর কার্তিক ও তৃপ্তি জুটির ‘ভুলভুলাইয়া ৩’ সুপার হিট, তাই এই জুটির নতুন সিনেমা দেখতে মুখিয়ে ছিলেন দর্শকেরা। নতুন খবর, তৃপ্তি নন, এ ছবিতে থাকছেন হালের এক আলোচিত দক্ষিণি অভিনেত্রী। খবর ফিল্মফেয়ারের

গত বছর মুক্তি পাওয়া ‘পুষ্পা ২’-এর আইটেম গান ‘কিসিক গার্ল’-এ হাজির হয়ে ঝড় তুলেছিলেন দক্ষিণি কন্যা শ্রীলীলা। এবার তাঁকে দেখা যাবে হিন্দি সিনেমায়, ‘আশিকি ৩’ ছবিতে তিনিই হচ্ছেন কার্তিকের জুটি।

এলোমেলো চুল, একমুখ দাড়ি-গোঁফ, হাতে গিটার। আলো-আঁধারিতে কার্তিক গেয়ে উঠেছেন ভীষণ চেনা গান, ‘তু মেরি জিন্দেগি হ্যায়’। ছবির প্রথম ঝলকে কোথাও ছবির নাম লেখা নেই! গানে গানে কার্তিক জানিয়েছেন, ‘তুহি প্যায়ার তুহি চাহত.

..তুহি আশিকি হ্যায়’।

এই একটি ঝলক এত দিন ধরে চলতে থাকা গুঞ্জনে ইতি টেনেছে। এর আগে শোনা যাচ্ছিল, অনুরাগের নাকি তৃপ্তিকে পছন্দ।

শ্রীলীলা। ইনস্টাগ্রাম থেকে

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১২ ফিলিস্তিনি

গাজায় ইসরায়েলের হামলায় আরও ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজন নারীও রয়েছেন। সোমবার ভোররাতে উপত্যাকাজুড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় তারা প্রাণ হারান। খবর আলজাজিরার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সোমবার ভোর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতের এই পরিসংখ্যানে খান ইউনিসে তাঁবুতে বোমা হামলায় নিহত ছয়জন এবং দক্ষিণাঞ্চলীয় শহরের মাইন এলাকায় একটি বাড়িতে হামলায় নিহত চারজনও রয়েছে।

এছাড়া মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় দুজন নারীও নিহত হয়েছেন।

এদিকে ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় রোববার গাজায় মোট নিহতের সংখ্যা ৫০ হাজার ২১ জনে এবং আহতের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ২৭৪ জনে পৌঁছেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালিয়ে প্রায় ১২০০ মানুষকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। এর প্রতিবাদে সেদিন থেকেই গাজায় হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী।

দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। কিন্তু যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পর গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে গত ১৮ মার্চ থেকে গাজায় ফের বিমান হামলা শুরু করে আইডিএফ।

সম্পর্কিত নিবন্ধ