ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কৃতি স্যানন। ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন। বেশ কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, বয়সে ছোট যুক্তরাজ্যভিত্তিক ব্যবসায়ী ‘কবির ভাইয়ের’ সঙ্গে প্রেম করছেন কৃতি। তারা দু’জনে বিদেশেও ছুটি কাটিয়েছেন।

গত বছরের শেষের দিকে কৃতি-কবিরের বিয়ের গুঞ্জন চাউর হয়। ফের বিয়ের খবরে আলোচনায় এই জুটি। মূলত, একটি ভিডিওকে কেন্দ্র করে এই সূচনা। ভিডিওটি দিল্লি এয়ারপোর্টে ধারণ করা। তাতে দেখা যায়, একসঙ্গে এয়ারপোর্ট থেকে বের হচ্ছেন কবির-কৃতি। এরপর থেকে এ জুটির বিয়ে নিয়ে জোর চর্চা চলছে।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, কৃতি স্যানন ও কবির ভাইয়ের বাবা-মায়েরা দিল্লিতে বসবাস করেন। কৃতি কবির ভাইয়ের বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। অন্যদিকে, কবির ভাই দিল্লিতে এসেছেন কৃতি স্যাননের বাবা-মায়ের সঙ্গে দেখা করার জন্য। চলতি বছরের শেষের দিকে এ জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি তাদের কেউই।

আরো পড়ুন:

দুই দিনে রাশমিকার সিনেমার আয় প্রায় শতকোটি টাকা

প্রথম প্রেম ও সালমানের জীবনে ১৮ নারী

কৃতি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দো পাত্তি’। শশাঙ্ক চতুর্বেদী পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেন কাজল, তানভি আজমি, ব্রিজেন্দ্র কালা প্রমুখ। গত বছরের ২৫ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে এটি। বর্তমানে কৃতির হাতে একটি সিনেমার কাজ রয়েছে।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

এয়ার ইন্ডিয়ার ওপর ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী

ভারতের কেন্দ্রীয় সরকারের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, তাঁর কাছে ভাঙা সিটের টিকিট বিক্রি করেছে এয়ার ইন্ডিয়া। 

গতকাল শনিবার এ নিয়ে ক্ষোভ জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, এয়ার ইন্ডিয়া ‘যাত্রীদের সঙ্গে প্রতারণা’ করছে। 

তিনি জানান, ভাঙা সিটের ব্যাপারে বিমানের এক ক্রুকে জিজ্ঞেস করা হলে তাঁকে বলা হয়, সিটটিতে যে ত্রুটি রয়েছে, সেটি সংস্থাকে জানানো হয়েছিল। এর টিকিট বিক্রি না করতেও বলা হয়েছিল।

এক্সে শিবরাজ সিং লেখেন, ‘পুসার কিষাণ মেলা উদ্বোধন করতে আজ আমার ভোপাল থেকে দিল্লি আসতে হয়। সেখানে বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে আমার আলোচনা হয়। আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নাম্বার এআই৪৩৬ এ একটি টিকিট বুক করি। আমাকে ৮সি সিটটি দেওয়া হয়। বসতে গিয়ে দেখি সিটটি ভাঙা; নিচু হয়ে আছে। সেখানে বসতে অস্বস্তি হচ্ছিল।’ এনডিটিভি। 
 

সম্পর্কিত নিবন্ধ