রাজধানীর কড়াইল বস্তিতে হোসেন আলী (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হোসেন আলীর স্বজনেরা বলছেন, পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে বস্তির বাসিন্দা মো. এরশাদ বাসা থেকে ডেকে নিয়ে আলীর পেটে গুলি করেন। 

বনানী থানার ওসি রাসেল সরোয়ার সমকালকে বলেন, গুলির ঘটনায় ভুক্তভোগীর বাবা মজিবুর রহমান বাদি হয়ে হত্যাচেষ্টা মামলা করেছেন। টাকা পাওনাকে কেন্দ্র করে এ গুলির ঘটনা ঘটেছে। আসামি এরশাদের বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গুলিবিদ্ধ হোসেন আলীর ভগ্নিপতি শফিকুল ইসলাম জানান, আলী গুলশানের একটি ইন্টারনেট প্রতিষ্ঠানের টেকনিশিয়ান। কড়াইলের কুমিল্লা পট্টিতে বাস করেন। তার ৩-৪টা ঘরের পরই বাস করেন এরশাদ। আনুমানিক ১৫ দিন আগে এরশাদের কাছ থেকে আলী এক হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা পরিশোধ করতে দেরি হওয়ায় তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর জেরে এরশাদ আজ দুপুর ১২টার দিকে আলীকে বাসা থেকে বস্তি সংলগ্ন লেকপাড়ে ডেকে নিয়ে গুলি করেন। পরে পালিয়ে যান। আলীর অবস্থা সঙ্কটাপন্ন। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এরশ দ

এছাড়াও পড়ুন:

বাটলারের দরজা সাবিনাদের জন্য খোলাই আছে

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলতে আগামীকাল দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এর আগে আজ বাফুফেতে সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতির পাশাপাশি নারী ফুটবলের সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেন কোচ পিটার বাটলার।

যেখানে জাতীয় দলের নতুন অধিনায়ক আফঈদা খন্দকারের প্রশংসা করে তাঁকেই দীর্ঘ সময়ের জন্য নেতৃত্বের ভূমিকায় দেখার ইচ্ছার কথা বলেন এই ইংলিশ কোচ।

সর্বশেষ জাতীয় দলের অধিনায়ক ছিলেন সাবিনা খাতুন। তাঁর নেতৃত্বে টানা দুবার নারী সাফ জেতে বাংলাদেশ। কিন্তু বাটলারের সঙ্গে বিদ্রোহের ঘোষণা দেওয়া ১৮ ফুটবলারের নেতৃত্বে ছিলেন সাবিনা। বিদ্রোহী সেই ১৮ জনের কাউকেই আরব আমিরাত সফরের দলে রাখেননি বাটলার। বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন আফঈদা। তাঁকে নিয়ে বাটলার বলেন, ‘এটা পুরোপুরি নতুন একটা দল। আমরা নতুন একজন অধিনায়ক (আফঈদা) পেয়েছি৷ আমি মনে করি, সে দীর্ঘ সময়ের জন্য অধিনায়ক হওয়ার যোগ্যতা রাখে এবং বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার সব ধরনের গুণ তার আছে।’

সংযুক্ত আরব আমিরাত সফরের বাংলাদেশ নারী ফুটবল দল

সম্পর্কিত নিবন্ধ