রাজধানীর কড়াইল বস্তিতে হোসেন আলী (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হোসেন আলীর স্বজনেরা বলছেন, পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে বস্তির বাসিন্দা মো. এরশাদ বাসা থেকে ডেকে নিয়ে আলীর পেটে গুলি করেন। 

বনানী থানার ওসি রাসেল সরোয়ার সমকালকে বলেন, গুলির ঘটনায় ভুক্তভোগীর বাবা মজিবুর রহমান বাদি হয়ে হত্যাচেষ্টা মামলা করেছেন। টাকা পাওনাকে কেন্দ্র করে এ গুলির ঘটনা ঘটেছে। আসামি এরশাদের বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গুলিবিদ্ধ হোসেন আলীর ভগ্নিপতি শফিকুল ইসলাম জানান, আলী গুলশানের একটি ইন্টারনেট প্রতিষ্ঠানের টেকনিশিয়ান। কড়াইলের কুমিল্লা পট্টিতে বাস করেন। তার ৩-৪টা ঘরের পরই বাস করেন এরশাদ। আনুমানিক ১৫ দিন আগে এরশাদের কাছ থেকে আলী এক হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা পরিশোধ করতে দেরি হওয়ায় তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর জেরে এরশাদ আজ দুপুর ১২টার দিকে আলীকে বাসা থেকে বস্তি সংলগ্ন লেকপাড়ে ডেকে নিয়ে গুলি করেন। পরে পালিয়ে যান। আলীর অবস্থা সঙ্কটাপন্ন। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এরশ দ

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট : ১০ জনকে কুপিয়ে জখম

রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট ও ১০ জনকে কুপিয়ে জখম করার ঘটেছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী  ডালিম মিয়া জানান, গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকায় দীর্ঘদিন ধরে মুদি মনোহারির ব্যবসা করে আসতেছি। একই এলাকার  গ্রামীন ওয়াটারের সামনে ফারুক মিয়া নামে এক ব্যবসায়ীর সাথে ইব্রাহিম, মোক্তার, আল-আমীনের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  বাকবিতন্ডার সৃষ্টি হয়। 

পরে ভূলতা ইউনিয়নের মর্তুজাবাদ এলাকার মঞ্জুরের ছেলে জেলা ছাত্র দলের সাবেক প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম ও গোলাকান্দাইল ইউনিয়ন দক্ষিণ পাড়া এলাকার নাসু ফকিরের ছেলে ইউনিয়ন ছাত্র দলের সাবেক সহ সভাপতি রাসেল ফকিরের নেতৃত্বে অজ্ঞাত ২০ থেকে ৩০ জন সন্ত্রাসী আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট করে ৩ লাখ টাকার ক্ষতি সাধন করে। এ সময় ইব্রাহিম, মোক্তার, আল আমিন, শাহজাহান, মামুনসহ ১০ জনকে কুপিয়ে জখম করে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

সম্পর্কিত নিবন্ধ