‘আসুন নতুন করে আরেকটা সংগ্রাম শুরু করি’
Published: 16th, February 2025 GMT
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “গণতন্ত্রের কোনো বিকল্প নেই, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছাতে পারি। আর সেটা আমাদের ক্রিকেট, ফুটবল, সাংস্কৃতিক, সামাজিক, সুশাসন প্রতিষ্ঠাসহ সর্বক্ষেত্রেই সেটাই একমাত্র পথ। সামনে এগিয়ে যাওয়ার। আমরা ভবিষ্যতে প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে পারি। আসুন সেই লক্ষ্যে আমরা নতুন আরেকটা সংগ্রাম শুরু করি।”
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে (বড় মাঠ) ঠাকুরগাঁও জেলা বিএনপির উদ্যোগে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
এর আগে তিনি বলেন, “আমাদের তরুণ ও ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি করে দিল। সেই সুযোগ যেন আমরা গ্রহণ করি। তাই খেলাধুলা, সংস্কৃতি, সামাজিক জীবন, শিক্ষাক্ষেত্রে সব সর্বক্ষেত্রেই আমরা নতুন বাংলাদেশ দেখতে পাই।”
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “গত ১৫ বছর আমরা ভয়ংকর সময় পার করেছি৷ একটা পাথর আমাদের বুকে ছিল। সেই পাথর আমাদের খেলার মাঠগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমাদের ফুটবল-ক্রিকেটসহ ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গনকে ধ্বংস করে দিয়েছে।”
মির্জা ফখরুল বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় আজকে সারা বাংলাদেশ ফুটবল টুর্নামেন্ট করা হচ্ছে।”
জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে রংপুর বিভাগের ৮ জেলার বিএনপির ৮টি দল অংশগ্রহণ করেন এবং আগামী ২৭ ফেব্রুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানান খেলা আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন দিনাজপুর জেলা বিএনপি বনাম পঞ্চগড় জেলা বিএনপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক মো.
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফুটবল লীগ পরিচালনা কমিটির সদস্য মো. শরিফুল ইসলাম শরিফ সহ ঠাকুরগাঁও জেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।
ঢাকা/হিমেল/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ র ল ইসল ম আম দ র কম ট র ফ টবল ফখর ল
এছাড়াও পড়ুন:
সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার কমিটি গঠন
ঢাকায় বসবাসকারী সাতক্ষীরা জেলার বিভিন্ন পেশাজীবি মানুষদের নিয়ে ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত সামাজিক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার কার্যনির্বাহী পরিষদের (২০২৫-২৬) কমিটি গঠন ও কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর পান্থপথে রংগন টাওয়ারে সমিতির কার্যালয়ে প্রকৌশলী আবুল কাশেমকে সভাপতি ও রেজাউল হক রেজাকে সাধারণ সম্পাদক করে এই কমিটি করা হয়। পরে সমিতির আগের কমিটি নব-কমিটিকে দায়িত্ব হস্তান্তর করেন।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মো. সামছুল আলম, অ্যাডভোকেট মো. হুমায়ুন কবীর, ইকবাল মাসুদ, ব্যারিস্টার মো. ইমরুল হায়দার, শেখ রেজাউল করিম। অর্থ সম্পাদক মো. তরিকুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক স ম মেহেদী হাসান, মো. হুমায়ুন কবির। যুগ্ম অর্থ সম্পাদক মো. আফতাবুজ্জামান। সাংগঠনিক সম্পাদক এস এম মাজহারুল আনোয়ার, সম্পাদক সমাজকল্যাণ ও উন্নয়ন মো. শফিকুল ইসলাম (শফিক), শিক্ষা সম্পাদক প্রণব কুমার ঘোষ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আলমগীর হোসেন, ক্রীড়া সম্পাদক মো. আলমগীর হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক মো. শাহিদুজ্জামান (রিপন), মুদ্রণ ও প্রকাশনা সম্পাদক মো. তুহিনুজ্জামান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ছাবিনা ইয়াসমিন মুক্তি, আশ্রয় ও সাহায্য বিষয়ক সম্পাদক শেখ শরীফ উল্লাহ, সেবা ও চিকিৎসা সম্পাদক ডা. খুরশিদ উজ্জামান, কর্মসংস্থান সম্পাদক মুন্সী আব্দুর রাফেদ, আইন সম্পাদক মো. মকসুদ হাসান খান।
এছাড়া সদস্য কাজী সিদ্দীকুর রহমান, মো. আফসার আলী, আ. রহমান, ইঞ্জিনিয়ার মো. মনিরুল ইসলাম, আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম জয়তু, মোস্তফা বকুলুজ্জামান, মরিয়ম মনসুর, এস এম আব্দুল হালিম, সরদার নূরুল হুদা, মো. আতাউর রহমান, মো. আহসানুল্লাহ রাসেল, এস এম শরীফুজ্জামান ও আশুতোষ সরকার রাজ মনোনীত হন।
সবশেষে নব-কমিটির সবাইকে শপথ বাক্য পাঠ করান সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার প্রধান উপদেষ্টা প্রফেসর ড. গোলাম রহমান।
ঢাকা/হাসান/এসবি