গ্রাহকদের আরো উন্নত ও ক্যাশলেস ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে মার্কেন্টাইল ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্লাটফর্ম ‘এমবিএল রেইনবো’ অ্যাপে আরো নতুন পরিষেবা যুক্ত হয়েছে। ‘এমবিএল রেইনবো’ অ্যাপ গ্রাহকরা RTGS, NPSB দিয়ে তাৎক্ষণিকভাবে এবং BEFTN এর মাধ্যমে অন্য ব্যাংকে তহবিল স্থানান্তর করতে পারবেন।

পাশাপাশি জনপ্রিয় মোবাইল ফাইন্যাসিয়াল সার্ভিস বিকাশ ও নগদেও তহবিল স্থানান্তর করতে পারবেন। উন্নত প্রযুক্তিসম্পন্ন গ্রাহকবান্ধব সেবাগুলো উদ্বোধন উপলক্ষে মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে রবিবার (১৬ ফেব্রুয়ারি) এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান গ্রাহকদের জন্য নতুন সেবার সমন্বয়ে এমবিএল রেইনবো অ্যাপের সেবাসমূহ উদ্বোধন করেন। ব্যাংকের এমডি বলেন, গ্রাহকরা ঘরে বসেই ‘এমবিএল রেইনবো’ অ্যাপ থেকে জাতীয় পরিচয়পত্র দিয়ে তাৎক্ষণিকভাবে মার্কেন্টাইল ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এ ছাড়া অ্যাকাউন্টের ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্ট, কার্ডের বিল প্রদান, মোবাইল রিচার্জ, ছজ কোড ব্যবহার করে শাখা থেকে নগদ উত্তোলন, বাংলা QR কোড এর মাধ্যমে ই কমার্স ও কেনাকাটার অর্থ প্রদান, এ-চালানের মাধ্যমে বিভিন্ন সরকারি মাশুল যেমন ট্যাক্স, পাসপোর্ট ফি, ইউটিলিটি বিল, বীমার প্রিমিয়াম, শিক্ষা প্রতিষ্ঠানের ফি,  ভিসা ও এমএফএস থেকে অ্যাড মানিসহ অন্যান্য আরো সেবা এখন থেকে এমবিএল রেইবো অ্যাপে করা যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো.

জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ, অসিম কুমার সাহা ও ড. মো. জাহিদ হোসেন, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ড. তাপস চন্দ্র পাল, এসইভিপিবৃন্দ শাহ্ মো. সোহেল খুরশীদ, মোহাম্মদ ইকবাল রেজওয়ান ও মেইন শাখার প্রধান মো. আব্দুল হালিম, ইভিপি ও হেড অব আইটি মুহাম্মাদ মাহমুদ হাসান, এসভিপি মো. কামরুল হোসাইন এবং হেড অব কার্ডস ও এসভিপি মোস্তাফিজুর রহমানসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ।

ঢাকা/এনএইচ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নাট্য পরিচালকদের নেতৃত্বে শহীদুজ্জামান সেলিম-ফরিদুল হাসান

নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে ২৭১ ভোট পেয়ে শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক পদে ২২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফরিদুল হাসান।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে ভোট গ্রহণ। ভোট গণনা শেষে রাত পৌনে ৯ টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার নাট্যব্যক্তিত্ব নরেশ ভূঁইয়া।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫০১। এর মধ্যে ভোট প্রয়োগ করেছেন ৪৪৬ জন ভোটার।

সহ-সভাপতি পদে রাশেদা আক্তার নাজুক (২৮৬), ফিরোজ খান (২৭৪) ও সকাল আহমেদ ( নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ পদে তুহিন হোসেন (২৫৬) ও দীন মোহাম্মাদ মন্টু নির্বাচিত হয়েছেন। এছাড়া অর্থ সম্পাদক পদে জুয়েল হাসান (২৫৩), সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লিপন (২২৬), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজমুল হুদা রনি (২৫৩), প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক সম্পাদক গাজী আপেল মাহমুদ (২৬৮), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সঞ্জয় বড়ুয়া (২২৩), আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক প্রীতি দত্ত (২২১) ও দপ্তর সম্পাদক সাইদ রহমান (২৯৫) নির্বাচিত হয়েছেন।

এছাড়া, কার্যনির্বাহী পদে নির্বাচিত হয়েছেন-সাগর জাহান (২৮৪), চয়নিকা চৌধুরী (২৬৯), মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ (২৬৪), গীতালি হাসান (২৩৯), লিটু করিম (২২৮), শিহাব শাহীন (২২৮), হাসান রেজাউল (২২৩)।

আগামী দুই বছরের জন্য পরিচালকদের এই গুরুত্বপূর্ণ সংগঠনের দায়িত্ব পালন করতে যাচ্ছেন তাঁরা।

সম্পর্কিত নিবন্ধ