‘নবায়নযোগ্য শক্তি-ছুটির রিসোর্ট পূর্বাচল আরেক ধাপ এগিয়ে’
Published: 16th, February 2025 GMT
দেশে বিদ্যুতের চাহিদা প্রতিদিন বাড়ছে। বাড়ছে কলকারখানা। বাড়ছে দূষণ। সেই দূষণ মোকাবিলায় যথাযথ উদ্যোগের অনেক অভাব রয়েছে। ২০১২ সাল থেকে ছুটি গ্রুপ ইকো ট্যুরিজমকে প্রোমোট করার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় অবদান রাখতে সচেতন। এর ধারাবাহিকতায় ছুটি রিসোর্ট পূর্বাচলে স্থাপন করা হলো ৫৬ কে ডব্লিউ পি সোলার প্যানেল।
গত ১৩ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় এই পরিবেশবান্ধব সোলার প্যানেলের। এতে বিদ্যুৎ খরচ কমবে প্রায় ৩০ শতাংশ। প্রতি বছর কার্বন নিঃসরণ কমবে ৪৯ মেট্রিক টন এবং জ্বালানি রক্ষা পাবে প্রায় ৫১৩৪ গ্যালন। ২০৩০ সালের মধ্যে শতভাগ সৌর বিদ্যুৎ নির্ভর হবার পরিকল্পনায় এগোচ্ছে ছুটি রিসোর্ট পূর্বাচল। দেশের অন্যান্য ট্যুরিজম প্রতিষ্ঠান ও যদি এমন উদ্যোগ নিতে শুরু করে তাহলে বায়ু দূষণ কিছুটা হলেও হয়তো কমবে।
প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ছুটি রিসোর্ট পূর্বাচল সর্বদা সর্বোচ্চ মানের গ্রাহক সেবা ও আপনার ভ্রমণ আনন্দদায়ক করতে বদ্ধপরিকর। প্রকৃতির মাঝে আধুনিক সব সুবিধাসহ ছুটি রিসোর্ট পূর্বাচল বর্তমানে প্রায় ২২টি অত্যাধুনিক রুম, সুবিশাল সুইমিং পুল, নান্দনিক রেস্টুরেন্ট, নৌকা ভ্রমণ, বাচ্চাদের খেলার জায়গাসহ আরো নানা সুবিধা নিয়ে সেবায় প্রস্তুত। এখানে গ্রুপ ডে লং, ফ্যামিলি ডে লং, কাপল ডে লং ও নাইট স্টে, কর্পোরেট প্রোগ্রাম বা সেমিনার, বিয়ে, জন্মদিন, বিভিন্ন দিবস উদযাপনের জন্য যথাযথ ব্যবস্থা রয়েছে।
এছাড়া নির্মিতব্য হোটেল ছুটি হারমনিতে থাকছে বিনিয়োগের সুবিধা। প্রতিটি শেয়ার ক্রয়ে থাকছে বিভিন্ন রকম সুবিধা, যেমন ছুটি রিসোর্টে ফ্রি থাকা, বিনিয়োগের সর্বোচ্চ মুনাফা লাভসহ অনেক কিছু। ট্যুরিজম সেক্টরের এই অগ্রযাত্রায় আপনিও হতে পারেন তাদের অংশীদার।
ঢাকা/সাজ্জাদ/সাইফ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বন্দরে তারেক রহমানের ঈদ উপহার সামগ্রী বিতরণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বন্দর উপজেলা ও থানার অসহায় ও সুবিধা বঞ্চিত এক হাজার মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার ( ২৯ মার্চ) সকাল দশটায় বন্দর উপজেলার হাই সাহেবের মোড় ও এগারোটায় বন্দর থানার কবিলের মোড়ে পৃথক পৃথক ভাবে বন্দর থানা ও উপজেলা বিএনপির সার্বিক তত্ত্বাবধানে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনির সরদার, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশীদ লিটন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপনসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।