চট্টগ্রামে ‘মাইক্লো বাংলাদেশ’র যাত্রা শুরু
Published: 16th, February 2025 GMT
চট্টগ্রামে মাইক্লোর নতুন শোরুম উদ্বোধন করলেন তাহসান খান ও তাসনিয়া ফারিণ। জাপানি লাইফস্টাইল থেকে অনুপ্রাণিত তৈরি পোশাকের ব্র্যান্ড ‘মাইক্লো’। গ্রাহকদের ক্রয়ক্ষমতার মধ্যে মানসম্মত ও পছন্দের পোশাক দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ‘মাইক্লো বাংলাদেশ’।
১৩ ফেব্রুয়ারি বন্দর নগরী চট্টগ্রামের পশ্চিম নাসিরাবাদের সানমার ওশান সিটিতে মাইক্লো বাংলাদেশের ১৫তম আউটলেট উদ্বোধন করেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। দ্রুত বর্ধনশীল ব্র্যান্ডটি মাত্র এক বছরে ১৩টি শোরুম চালু করে নতুন মাইলফলক অর্জন করেছে।
সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান বলেন, ‘মাইক্লো’ বাংলাদেশের বাজারের জন্য রুচিশীল ও মানসম্মত পোশাক তৈরি করছে। এই ধারাবাহিকতা রক্ষায় তারা প্রতিশ্রুতি বদ্ধ। ভবিষ্যতেও তাদের সেই চেষ্টা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।
অভিনেত্রী তাসনিয়া ফারিণ বলেন, মাইক্লোর তৈরি পোশাক মানসম্মত ও বেশ সাশ্রয়ী। আশা করি, তারা ভবিষ্যতেও কোয়ালিটির সাথে আপস করবে না। মাইক্লোর জন্য সব সময় শুভ কামনা।
অনুষ্ঠানে উপস্থিত মাইক্লোর ক্রিয়েটিভ ডিজাইন ইনোভেশন অ্যান্ড মার্কেটিং পরিচালক বাবু আরিফ বলেন, মাইক্লো জাপানি লাইফস্টাইল থেকে অনুপ্রাণিত একটি পোশাকের ব্র্যান্ড যা টেকসই ও সর্বোচ্চ গুণগত মানের নিশ্চয়তা দেয়। বাংলাদেশে বহুল প্রত্যাশিত পোশাক ব্র্যান্ড মাইক্লোর চট্টগ্রাম শাখার উদ্বোধন উদযাপনের আমরা একত্রিত হয়েছি। এ উদযাপনের অংশ হতে পেরে আমি ভীষণ আনন্দিত।
আন্তর্জাতিক মানের বিক্রয় সেবা নিশ্চিত করতে চান মাইক্লোর মার্চেন্ডাইজিং, সেলস, হিউম্যান রিসোর্স ও স্টোর অপারেশন পরিচালক এ এইচ এম আরিফুল কবির। তিনি বলেন, প্রাথমিকভাবে বাংলাদেশের বাজারকে টার্গেট করে মাইক্লোর যাত্রা শুরু হলেও আমাদের পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে বাংলাদেশের বাজারে একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে মাইক্লোকে প্রতিষ্ঠিত করা।
ঢাকা/এনএইচ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এয়ার ইন্ডিয়ার ওপর ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী
ভারতের কেন্দ্রীয় সরকারের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, তাঁর কাছে ভাঙা সিটের টিকিট বিক্রি করেছে এয়ার ইন্ডিয়া।
গতকাল শনিবার এ নিয়ে ক্ষোভ জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, এয়ার ইন্ডিয়া ‘যাত্রীদের সঙ্গে প্রতারণা’ করছে।
তিনি জানান, ভাঙা সিটের ব্যাপারে বিমানের এক ক্রুকে জিজ্ঞেস করা হলে তাঁকে বলা হয়, সিটটিতে যে ত্রুটি রয়েছে, সেটি সংস্থাকে জানানো হয়েছিল। এর টিকিট বিক্রি না করতেও বলা হয়েছিল।
এক্সে শিবরাজ সিং লেখেন, ‘পুসার কিষাণ মেলা উদ্বোধন করতে আজ আমার ভোপাল থেকে দিল্লি আসতে হয়। সেখানে বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে আমার আলোচনা হয়। আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নাম্বার এআই৪৩৬ এ একটি টিকিট বুক করি। আমাকে ৮সি সিটটি দেওয়া হয়। বসতে গিয়ে দেখি সিটটি ভাঙা; নিচু হয়ে আছে। সেখানে বসতে অস্বস্তি হচ্ছিল।’ এনডিটিভি।