আওয়ামী লীগ নেতা জাকির গ্রেপ্তার, গোয়েন্দা কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ
Published: 16th, February 2025 GMT
খুলনা নগরীর ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুর ২টার দিকে নগরীর মুসলমান পাড়া এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাকে গোয়েন্দা কার্যালয়ে রেখে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মহানগর গোয়েন্দা পুলিশের ওসি মো. তৈমুর ইসলাম সাংবাদিকদের বলেন, জাকিরকে গ্রেপ্তারের জন্য আমরা কয়েকদিন ধরে টার্গেট নিয়েছিলাম। গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাকিরের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে খুলনা সদরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।
স্থানীয় লোকজন জানান, হাসিনা সরকারের পতনের পর জাকির গা ঢাকা দিয়েছিলেন। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এলাকায় ফিরে আসেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শেওড়াপাড়া কাঁচা বাজারের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া কাঁচা বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪২ মিনিটে মিরপুরের শেওড়াপাড়া কাঁচা বাজারে আগুন লাগার খবর পায়। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
তবে কোন হতাহতের তথ্য এখনও জানা যায়নি।
এছাড়া আগুনের সূত্রপাত কীভাবে সে তথ্যও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।