খুলনা নগরীর ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুর ২টার দিকে নগরীর মুসলমান পাড়া এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাকে গোয়েন্দা কার্যালয়ে রেখে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মহানগর গোয়েন্দা পুলিশের ওসি মো. তৈমুর ইসলাম সাংবাদিকদের বলেন, জাকিরকে গ্রেপ্তারের জন্য আমরা কয়েকদিন ধরে টার্গেট নিয়েছিলাম। গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাকিরের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে খুলনা সদরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।

স্থানীয় লোকজন জানান, হাসিনা সরকারের পতনের পর জাকির গা ঢাকা দিয়েছিলেন। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এলাকায় ফিরে আসেন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ঈদের সকালে রোগী, নার্স ও ট্রাফিক পুলিশের  সঙ্গে টিম খোরশেদ’র শুভেচ্ছা বিনিময় 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন সকালে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও সরকারি ভিক্টোরিয়া হাসপাতালে ঈদের দিন ভর্তি থাকা রোগী,নার্স ও পরিবার পরিজনের বন্ধন ছেড়ে নাগরিক সেবায় নিয়োজিত ট্রাফিক পুলিশদের মাঝে পুষ্টিকর প্রাত:রাস (নাস্তা-দুধ, জুস, বিস্কুট ও কেকের বক্স) বিতরণ করে মানবিক সংগঠন টিম খোরশেদ। 

ঈদের নামাজ শেষে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকবৃন্দ প্রথমে হাসপাতালের রোগী ও নার্স ও পরে রাস্তায় কর্মরত ট্রাফিক পুলিশদের মাঝে নাস্তা বিতরণ করে।

টিম খোরশেদ এর দলনেতা সাবেক সিটি করপোরেশন কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, আমরা আসলে দূর্গত মানুষ ও নাগরিক সেবায় নিয়োজিতদের ঈদের আনন্দে অংশ নিয়ে হাসি ফুটানোর জন্যই আমাদের সকল কার্যক্রম।
 

সম্পর্কিত নিবন্ধ