হত্যা মামলায় কিশোরের ১০ বছরের আটকাদেশ
Published: 16th, February 2025 GMT
নাটোরের গুরুদাসপুরে বন্ধু রবিউল ইসলাম রবিকে গলা কেটে ও কুপিয়ে হত্যা মামলায় এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। রোববার জেলার শিশু আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আবদুর রহিম এ আদেশ দেন।
আদালতের পিপি রুহুল আমীন তালুকদার টগর এজাহার সূত্রে জানান, ২০১৫ সালের ২৯ এপ্রিল কথাকাটাকাটির জেরে রবিউল ইসলাম রবিকে ধারালো অস্ত্র দিয়ে গলা ও হাত কেটে হত্যা করে তার কিশোর বন্ধু। পরে মরদেহ রশীদপুরের চাকলা বিলে লুকিয়ে রাখে। রবিকে খুঁজে না পেয়ে তার বাবা গুরুদাসপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
একই বছরের ২ মে চাকলা বিল থেকে রবির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে কিশোরসহ পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত দুই-তিনজনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে।
মামলার তদন্ত করে কিশোরের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। এরপর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক তাকে কিশোর অপরাধী হিসেবে ১০ বছরের আটকাদেশ দেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: বছর র
এছাড়াও পড়ুন:
এয়ার ইন্ডিয়ার ওপর ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী
ভারতের কেন্দ্রীয় সরকারের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, তাঁর কাছে ভাঙা সিটের টিকিট বিক্রি করেছে এয়ার ইন্ডিয়া।
গতকাল শনিবার এ নিয়ে ক্ষোভ জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, এয়ার ইন্ডিয়া ‘যাত্রীদের সঙ্গে প্রতারণা’ করছে।
তিনি জানান, ভাঙা সিটের ব্যাপারে বিমানের এক ক্রুকে জিজ্ঞেস করা হলে তাঁকে বলা হয়, সিটটিতে যে ত্রুটি রয়েছে, সেটি সংস্থাকে জানানো হয়েছিল। এর টিকিট বিক্রি না করতেও বলা হয়েছিল।
এক্সে শিবরাজ সিং লেখেন, ‘পুসার কিষাণ মেলা উদ্বোধন করতে আজ আমার ভোপাল থেকে দিল্লি আসতে হয়। সেখানে বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে আমার আলোচনা হয়। আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নাম্বার এআই৪৩৬ এ একটি টিকিট বুক করি। আমাকে ৮সি সিটটি দেওয়া হয়। বসতে গিয়ে দেখি সিটটি ভাঙা; নিচু হয়ে আছে। সেখানে বসতে অস্বস্তি হচ্ছিল।’ এনডিটিভি।