নাটোরের গুরুদাসপুরে বন্ধু রবিউল ইসলাম রবিকে গলা কেটে ও কুপিয়ে হত্যা মামলায় এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। রোববার জেলার শিশু আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আবদুর রহিম এ আদেশ দেন।

আদালতের পিপি রুহুল আমীন তালুকদার টগর এজাহার সূত্রে জানান, ২০১৫ সালের ২৯ এপ্রিল কথাকাটাকাটির জেরে রবিউল ইসলাম রবিকে ধারালো অস্ত্র দিয়ে গলা ও হাত কেটে হত্যা করে তার কিশোর বন্ধু। পরে মরদেহ রশীদপুরের চাকলা বিলে লুকিয়ে রাখে। রবিকে খুঁজে না পেয়ে তার বাবা গুরুদাসপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 

একই বছরের ২ মে চাকলা বিল থেকে রবির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে কিশোরসহ পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত দুই-তিনজনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে।

মামলার তদন্ত করে কিশোরের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। এরপর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক তাকে কিশোর অপরাধী হিসেবে ১০ বছরের আটকাদেশ দেন।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: বছর র

এছাড়াও পড়ুন:

পাকিস্তানের কাছে বড় হারে বিশ্বকাপ মিসের শঙ্কায় বাংলাদেশ 

বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে হারের পর শনিবার স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ৬২ বল থাকতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এতেই চলতি বছরের সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় পড়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। 

বিস্তারিত আসছে...


 

সম্পর্কিত নিবন্ধ