ছেলের মৃত্যুর এক ঘণ্টা পর মারা গেলেন বাবা
Published: 16th, February 2025 GMT
নাটোরের গুরুদাসপুরে ছেলের মৃত্যুর খবর শুনে এক ঘণ্টা পর বাবাও চলে গেলেন না ফেরার দেশে। ঘটনাটি ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া এলাকায়। রোববার উপজেলার দাদুয়া গ্রামের কবরস্থানে বাবা-ছেলেকে পাশাপাশি দাফন করা হয়েছে।
দীর্ঘদিন ধরে অসুস্থ ছেলে চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুর সংবাদ শুনে শোক সইতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে বাবা এক ঘণ্টা পর মারা যান বলে জানা গেছে। তারা হলেন দাদুয়া গ্রামের ছাবেদ আলী (৫৮) ও তাঁর ছেলে রাব্বানী হোসেন (৩৫)।
পরিবার সূত্রে জানা গেছে, এক বছর ধরে রক্তশূন্যতা রোগে ভুগছিলেন রাব্বানী। নাটোর, রাজশাহী ও ঢাকার বিভিন্ন হাসপাতালে প্রায় ৯ মাস চিকিৎসাও নিয়েছেন। সুস্থ হয়ে তিন মাস বাড়িতেই ছিলেন। কিছুদিন আগে ফের শরীরে জটিলতা বাড়তে থাকে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন।
পরিবারের সদস্যরা রাব্বানীকে অ্যাম্বুলেন্সযোগে রাজশাহী নিয়ে যাওয়ার পথে নাটোর-রাজশাহী মহাসড়কে তিনি মারা যান। ছেলের মৃত্যুর খবর শুনে শোক সইতে না পেরে রাত সাড়ে ৯টার দিকে বাবা ছাবেদ আলীও হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে পরিবারের সদস্যরা জানান। রাব্বানীর মা গোলেনুর বেগম বলেন, তাঁর ছেলে রসুনের ব্যবসা করত। লোকসান হওয়ায় দু’বছর আগে ওষুধ কোম্পানিতে চাকরি নিয়েছিল। এক বছর পর তার শরীরে রক্তশূন্যতা দেখা দেয়। নিজেদের অর্থ-সম্পদ বিক্রি করে প্রায় ৫০ লাখ টাকা খরচ করে তার চিকিৎসা করিয়েছেন। আশা ছিল, ছেলে সুস্থ হলে স্বাভাবিক জীবন ফিরে পাবেন তারা।
মা জানান, তাদের ছেলে রাব্বানী ছাড়াও এক মেয়ে রয়েছে। মেয়ের বিয়ে হয়েছে অনেক আগে। রাব্বানীর আয়ে সংসার চলত। স্বামী-সন্তানের মৃত্যুর পর রাব্বানীর স্ত্রী ফিরতি বেগম (৩০), মেয়ে রিমি (৭), ছেলে সিয়াম (৪) ও তিনি অভিভাবকহীন হয়ে গেলেন। বাড়ির ভিটেমাটি ছাড়া আর কিছু নেই। কীভাবে তারা জীবনযাপন করবেন, তা নিয়ে উদ্বেগে রয়েছেন।
রাব্বানীর স্ত্রী ফিরতি বেগম বলেন, স্বামী-শ্বশুরকে হারিয়ে দিশেহারা তিনি। ছোট ছোট দুই সন্তান রেখে গেছেন রাব্বানী। জমানো সব টাকা চিকিৎসায় খরচ হয়ে গেছে। শাশুড়ি-সন্তান নিয়ে তিনিও দুশ্চিন্তায় আছেন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ফ্রন্টের নতুন কমিটি
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ১৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের ইভান তাহসীব ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন একই শিক্ষাবর্ষের শামসুল আলম মারুফ।
বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনে ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার ১৩তম কাউন্সিল অনুষ্ঠিত হয়। সভাপতি ইভান তাহসীব বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ও সাধারণ সম্পাদক শামসুল আলম আইন বিভাগের শিক্ষার্থী।
কমিটিতে সহসভাপতি হয়েছেন খাদিজা তুল কুবরা, সাংগঠনিক সম্পাদক আপেল আহমেদ, দপ্তর সম্পাদক তৌকির আহমেদ, অর্থ সম্পাদক সিদ্ধার্থ কুমার রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক খিজির আল সিফাত, স্কুলবিষয়ক সম্পাদক পল্লব কুমার, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক জুনায়েদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সাজু আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক দীপংকর রায়, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আহাম্মদ নাঈম। কার্যকরী সদস্য ফারিহা তাসনিম, মিশকাতুল জামান, তাজুল ইসলাম, সৌরভ আহমেদ, তাজওয়ার ইসলাম, নাজিব মাহমুদ ও রিয়াদ সরকার।
কাউন্সিলের উদ্বোধন করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ।
কাউন্সিলে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির স্কুলবিষয়ক সম্পাদক দীপা মজুমদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা প্রমুখ।