আবু সাঈদ হত্যা মামলার আসামী বেরোবি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
Published: 16th, February 2025 GMT
ডেভিল হান্ট অপারেশনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা এবং আবু সাঈদ হত্যা মামলার আসামী ইমরান চৌধুরী আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে জামালপুরের ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ইমরান চৌধুরী আকাশ বেরোবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতি। তিনি ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকার শাহেন শাহ চৌধুরী ওরফে শাহিনের ছেলে।
পুলিশ জানিয়েছে, গতকাল শনিবার রাতে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুরের গঙ্গাপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি এখানে এসে আত্মগোপনে ছিলেন। তিনি আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামী।
ছাত্রলীগের এই নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ। এছাড়াও ইসলামপুর পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চয়ন ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইউল ইসলাম শোভনকেও অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
নিষিদ্ধ সংগঠনের নেতা ইমরান চৌধুরী আকাশের বিরুদ্ধে শিক্ষককে অপমান ও লাঞ্ছিত করার অভিযোগও রয়েছে।
ঢাকা/সিয়াম/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর ইসল ম
এছাড়াও পড়ুন:
ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হতে পারে
ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু–এক জায়গায় আজ শনিবার বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার দিবাগত মধ্যরাতের পর থেকে রোববার ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়, ৩৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের তেঁতুলিয়া উপজেলায়, ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত হয়নি।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। ঢাকায় বাতাসের গতি পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৬ মিনিটে।
আরও পড়ুনঢাকায় হঠাৎ শিলাবৃষ্টি, কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর০৫ নভেম্বর ২০২৪