যৌন নির্যাতন থেকে প্রাণনাশের হুমকি, পাল্টে গেল ‘দ্য রেবেল কিড’ এর দুনিয়া
Published: 16th, February 2025 GMT
কনটেন্ট ক্রিয়েটর অপূর্বা মুখিজা। নেট দুনিয়ায় ‘দ্য রেবেল কিড’ নামেই পরিচিত তিনি। বিগত বহুদিন ধরেই মানুষের আক্রোশের মুখোমুখি হচ্ছেন তিনি। সম্প্রতি তুমুল সমালোচনার মুখে থাকা রণবীর এলাহাবাদিয়া যেই অনুষ্ঠানে একজন প্রতিযোগীকে পিতামাতার যৌনতা সম্পর্কে প্রশ্ন করেছিলেন সেই ইন্ডিয়াস গট ট্যালেন্ট প্যানেলের অংশ ছিলেন তিনি।
রণবীর তার মন্তব্যের জন্য সমালোচনার কবলে পড়লেও এখন জানা গেছে তার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ঘৃণার শিকার হচ্ছেন অপূর্বাও।
অনলাইনে যৌন নির্যাতন, হয়রানি এবং মৃত্যুর হুমকি পাচ্ছেন ‘দ্য রেবেল কিড’। সম্প্রতি অপূর্বার বন্ধু রিদা থারানা তার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মন্তব্যকারীদের তীব্র সমালোচনা করেছেন।
সেখানে তিনি লেখেন, ‘আমি কখনো ভাবতেও পারিনি যে কিছু মানুষ নারীদের ঘৃণা করে, কেবল তারা নারী বলে। তারা নারী হিসেবে নিঃশ্বাস নিচ্ছেন, বেঁচে আছেন, নিজেকে ভালোবাসছেন, এমনকি বেড়ে ওঠার সাহস দেখাচ্ছেন এটাই মূল সমস্যা।
একজন নারীরও অন্য যে কারো মতো একই সমস্যা হতে পারে সেটা কেউ ভাবতে পারে না, কারণ তিনি একজন নারী। তাই সব সময় পরিস্থিতি আরো খারাপ করে হয়। যখন আপনাকে ক্রমাগত হুমকি দেওয়া হয়, আপনাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয় এবং এমন একটি দেশে বাস করা হয়, যেখানে আপনাকে রক্ষা করার কথা ছিল, তখন আপনি কিভাবে নিরাপদ বোধ করবেন?’
এদিকে সাম্প্রতিক ইস্যুতে রাজস্থান ট্যুরিজমের ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমির (আইফা) সহযোগিতায় ট্রেজার হান্ট শুট থেকে অপূর্বাকে বাদ দেওয়া হয়েছে বলে খবর।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ব্যাচেলর পয়েন্টের ‘পলি চেয়ারম্যান’ খ্যাত গুলশান আরা মারা গেছেন
নাটক ও সিনেমার পরিচিত মুখ অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৬টা ৪০ মিনিটে মৃত্যু হয়েছে তার।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছন পরিচালক এম রাহিম। তিনি জানান, শ্রদ্ধেয় শুলশান আরা আহমেদ আজ আজ সকালে ইন্তেকাল করেছেন। জংলি আপনার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি। আপনি আজীবন আমাদের পরিবারেরই একজন হয়ে থাকবেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক কাজল আরেফিন অমি। পোস্ট করে তিনি লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের গুলশান আরা আহমেদ আপা আপা আজ সকাল ৬:৪০-এ ইন্তেকাল করেছেন।’
অমি আরও লিখেছেন, ‘ব্যাচেলর পয়েন্টে উনি কাবিলার আম্মা, নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন। আপনাকে আমরা মিস করবো আপা। আল্লাহ পাক ওনাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে, জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন।’
জানা গেছে, হঠাৎ হার্ট অ্যাটাক করেছিলেন অভিনেত্রী। দ্রুতই লাইফ সাপোর্টে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। গুলশান আরা আহমেদের ফেসবুক আইডি থেকে মাঝরাতে লেখা হয়, ‘আমার আম্মু গুলশান আরা আহমেদ আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন, হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিউরের জন্য। আপনার সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।’
পরে শোনা যায় মৃত্যুর খবর, অর্থাৎ লাইফ সাপোর্ট থেকে আর ফেরানো যায়নি তাকে। ভোরে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় অভিনেত্রীকে দাফন করা হবে। অভিনেত্রীর বোনের ছেলে অভিনেতা আর এ রাহুল জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে মারা গেছেন অভিনেত্রী। তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।
গুলশান আরা ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে যাত্রা শুরু করেন। তবে নিজেকে একজন চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। সেই ইচ্ছা থেকেই গুলশান আরা প্রথম অভিনয় করেন প্রয়াত এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দর্শকদের উপহার দিয়েছেন ‘চরিত্র’, ‘ডনগিরি’, ‘ভালোবাসা আজকাল’, ‘পোড়ামন’ এর মতো জনপ্রিয় সব ছবি।