ঢাকার সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ছেইন অ্যাপারেল্স লিমিটেড তৈরিপোশাক কারখানার শ্রমিকরা। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর তারা সড়ক ছেড়ে যান। 

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে কারখানা সংলগ্ন কাঠগড়া-বিশমাইল সড়কের আমতলা মোড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। 

শ্রমিকরা জানান, গত কয়েকমাস ধরে আশুলিয়ার কাঠগড়া এলাকায় ছেইন অ্যাপারেল্স লিমিটেড কারখানায় বেতন পরিশোধ নিয়ে জটিলতা ছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন পরিশোধে ব্যর্থ হচ্ছিল কারখানা কর্তৃপক্ষ। গত জানুয়ারি মাসের বেতন এখনও পরিশোধ করতে পারেননি। এ জন্য বকেয়া বেতনের দাবিতে সকালে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

আরো পড়ুন:

রাজশাহীতে বৈষম্যবিরোধী কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

মোটরসাইকেল আরোহী ১ যুবক নিহত, ২ জন হাসপাতালে

নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক নারী শ্রমিক জানান, গত কয়েক মাস ধরে সময় মতো বেতন দেওয়া হয় না। আন্দোলন করে বেতন আদায় করতে হয়। গত ৯ তারিখে বেতন পরিশোধ ছাড়াই ১৩ তারিখ পর্যন্ত কারখানা সাধারণ ছুটি দিয়ে দেয়। পরে ১৫ তারিখে নোটিশ দিয়ে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আবারো ছুটি ঘোষণা করা হয়। গত মাসের বেতন এখনো না দেওয়ায় বকেয়া বেতনের দাবিতে সবাই আন্দোলন করছেন।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানান, শ্রমিকেরা তাদের জানুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে সড়কে অবস্থান নেন। কারখানার একজন মহাব্যবস্থাপকের (জিএম) সঙ্গে যোগাযোগ হয়। তিনি কারখানায় এসে সমস্যা সমাধানে উদ্যোগ নেবেন বলে জানান। পরে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। 

প্রায় ৫ ঘণ্টা পর আড়াইটার দিকে আশুলিয়ার জিরাবো-বিমমাইল আঞ্চলিক সড়ক থেকে বকেয়া বেতনের দাবিতে চলমান অবরোধ তুলে নেন স্থানীয় ছেইন অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। 

ছেইন অ্যাপারেলস লিমিটেড কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোজাম্মিল হুসাইনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। খুদে বার্তা দিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।
 

ঢাকা/সাব্বির/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন ছ ইন অ য প র ল পর শ ধ অবর ধ

এছাড়াও পড়ুন:

দুর্নীতি ও দুঃশাসন করে কেউ টিকে থাকতে পারে না: জামায়াত আমির

লক্ষ্মীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতি ও দুঃশাসন করে কেউ টিকে থাকতে পারে না। অতীতে সোনার বাংলা গড়ার নামে শোষণ হয়েছে, কিন্তু এখন এমন রাজনীতি করা যাবে না, যাতে পেশিশক্তির মতো দেশ ছেড়ে পালাতে হয়।

শনিবার সকাল ১১টায় লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিনের সভাপতিত্বে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দীর্ঘ ২৮ বছর পর লক্ষ্মীপুরে আয়োজিত এই জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন, চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী, কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডা. রেজাউল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এড. আতিকুর রহমান ও ঢাকাস্থ লক্ষ্মীপুর ফোরামের সভাপতি ডা. আনোয়ারুল আজীম প্রমুখ।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশে এখনো চাঁদাবাজি চলছে। আমি বিনয়ের সঙ্গে বলছি, এসব বন্ধ করুন। যদি কেউ খাদ্য সংকটে থাকে, আমরা তার জন্য খাবারের ব্যবস্থা করব।

জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। জনসভায় দলীয় নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ